Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৩৪

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৩৪ 


Bengali GK Guide



⧩ 1. ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক ? 
Ans : ইস্পাত 

⧩ 2. স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত কে কি বলে ? 
Ans : বিকৃতি গুনাঙ্ক 

⧩ 3. জল পৃষ্ঠের তরঙ্গ কোন প্রকৃতির তরঙ্গ ? 
Ans : তির্যক তরঙ্গ 

⧩ 4. ক্যাথোড রশ্মি কি ধরণের তরঙ্গ ? 
Ans : তড়িৎচুম্বকীয় তরঙ্গ 

⧩ 5. মানুষ কোন ধরণের তরঙ্গ কে সনাক্ত করতে পারে না ? 
Ans : আল্ট্রাসোনিক ও ইনফ্রাসোনিক

⧩ 6. শব্দের কোন বৈশিষ্ট্যের উপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে ? 
Ans : কম্পাঙ্কের উপর 

⧩ 7. একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত শব্দ তরঙ্গের ক্ষমতাকে কি বলে ? 
Ans : তীব্রতা
 
⧩ 8. ম্যাক সংখ্যা কত এর বেশি হলে তবে সেটিকে হাইপারসোনিক বলে ? 
Ans : 5 এর বেশি 

⧩ 9. পর্যবেক্ষক এবং বাধা যেখানে শব্দ প্রতিফলিত হচ্ছে তাদের মধ্যেকার নিম্ন দুরত্ব হলো ? 
Ans : 16.6 মিটার 

⧩ 10. অডিটোরিয়ামের ছাদের আকৃতি গম্বুজের মতো করা হয় কেন ? 
Ans : প্রতিধ্বনি কমানোর জন্য


Leave a comment