Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫২২

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫২২



❐ 1. ভারতের বৃহত্তম কর্মশিয়াল ব্যাংক কোনটি ? 
Ans : স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)

❐ 2. 2011 আদমসুমারী অনুযায়ী কোন রাজ্যের উপজাতি জনসংখ্যা সর্বাধিক ? 
Ans : মধ্যপ্রদেশ

❐ 3. ভারতের সবথেকে শক্তিশালী কমিউনিকেশন স্যাটেলাইট টি হলো – ? 
Ans : GSAT – 11

❐ 4. অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি কোন তারিখে ভারত ছাড়ো প্রস্তাব পাশ করে ? 
Ans : 8 ই আগস্ট, 1942 

❐ 5. আলু কিসের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে ? 
Ans : কান্ড 
❐ 6. হর গোবিন্দ খোরানা কত সালে নোবেল পুরস্কার জেতেন ? 
Ans : 1968 সালে 
❐ 7. ‘Waiting for a Visa’ – বইটি কার আত্মজীবনী ? 
Ans : বি আর আম্বেদকর 
❐ 8. দিল্লি ও চেন্নাই কে যুক্ত করেছে কততম জাতীয় সড়ক ? 
Ans : NH – 48 

❐ 9. ভারতীয় সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয় ? 
Ans : বিজয় ভাটকার

❐ 10. ইন্ডিয়ান সেন্টার ফর ওসান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) কোথায় অবস্থিত ? 
Ans : হায়দ্রাবাদ




Leave a comment