Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫২৮

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫২৮




✍ 1. ভারতে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন কবে স্থাপিত হয় ? 
Ans : 1953

✍ 2. কম্পিউটার ক্ষেত্রে ব্যবহৃত LIFO শব্দটির পূর্ণ রূপ কি ? 
Ans : Last-In-First-Out

✍ 3. দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক কোন ব্যাংকের সাথে মার্জ হয়েছে ? 
Ans : ব্যাংক অফ বরোদা 

✍ 4. কোন সময়কাল কে ভারতে বৈদিক সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে ? 
Ans : 1500 – 500 BC

✍ 5. ইউরোপিয়ান ইউনিয়ন কোন সালে স্থাপিত হয় ? 
Ans : 1993 

✍ 6. LASER শব্দটির পূর্ণ রূপ কি ? 
Ans : Light Amplification by Stimulated Emission of Radiaton

✍ 7. ভারতের সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য কত ? 
Ans : 5846 কিমি 

✍ 8. ফরওয়ার্ড ব্লক পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 
Ans : নেতাজি সুভাষচন্দ্র বসু 

✍ 9. সংবিধানের কোন ধারায় কো-অপারেটিভ সোসাইটির কথা উল্লেখ রয়েছে ? 
Ans : ধারা 43B 

✍ 10. 1901 সালে প্রথম নোবেল শান্তি পুরস্কার জিতেছিল ? 
Ans : আন্তর্জাতিক রেড ক্রস



Leave a comment