Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫১৭
■ 1. কোরান্ডাম আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ?
Ans : এলুমিনিয়াম
■ 2. সিডেরাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ?
Ans : লোহা
■ 3. ম্যালাচাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ?
Ans : তামা
■ 4. রক সল্ট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ?
Ans : সোডিয়াম
■ 5. কার্নালাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ?
Ans : পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম
■ 6. গ্যালেনা আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ?
Ans : লেড
■ 7. ক্যাসিটেরাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ?
Ans : টিন
■ 8. ক্যালভেরাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ?
Ans : সোনা
■ 9. সিন্নাবার আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ?
Ans : পারদ
■ 10. ফ্লুরিওপেপটাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ?
Ans : ফসফরাস