Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫১৯

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫১৯ 




⦿ 1. কোনো এক ব্যক্তি রিকেট রোগে ভোগে কোন ভিটামিনের অভাবে ? 
Ans : ভিটামিন D
 
⦿ 2. বেরিবেরি রোগটি ঘটে কোন ভিটামিনের অভাবে ? 
Ans : ভিটামিন B1

⦿ 3. জিকা ভাইরাস মানুষের শরীরে কে বহন করে ? 
Ans : মশা 

⦿ 4. মিসেলস এর জন্য দায়ী হলো ? 
Ans : ভাইরাস 

⦿ 5. সিরোসিস রোগে শরীরের কোন অংশ রোগাক্রান্ত হয় ? 
Ans : যকৃৎ 

⦿ 6. ওয়েস্টার্ন ব্লট টেস্টিং কোন রোগের সাথে সম্পর্কিত ? 
Ans : HIV-AIDS 

⦿ 7. শরীরে অত্যাধিক গ্লুকোজের উপস্থিতিতে কোন রোগ ঘটে ? 
Ans : ডায়াবেটিস 

⦿ 8. থ্রমবসিস রোগটি কিসের সাথে সম্পর্কিত ? 
Ans : রক্ত 

⦿ 9. টিবি বা যক্ষার বিরুদ্ধে কোন ভ্যাকসিন প্রাথমিক ভাবে দেওয়া হয় ? 
Ans : BCG 

⦿ 10. অস্টিওপোরোসিস রোগটি কিসের সাথে সম্পর্কিত ? 
Ans : হাড়



Leave a comment