Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫০৩

  Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫০৩ 




▣ 1. ‘দীপবংশ’ ও ‘মহাবংশ’ কোন ভাষায় রচিত হয় ? 
Ans : পালি ভাষা 

▣ 2. ‘চৈতন্য ভগবৎ’ কে রচনা করেন ? 
Ans : বৃন্দাবন দাস

▣ 3. ভারতের প্রথম অকংগ্রেসি রাষ্ট্রপতি কে ছিলেন ? 
Ans : ভি ভি গিরি 

▣ 4. কোন ব্রিটিশ শাসকের আমলে পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন ? 
Ans : লর্ড ক্যানিং

▣ 5. কোন রাজা অশ্বমেধ যজ্ঞ করেন ? 
Ans : প্রথম পুলকেশী 

▣ 6. আদি কংগ্রেসের সম্মেলনকে ‘তিন দিনের তামাশা’ বলে কে উল্লেখ করেন ? 
Ans : অশ্বিনী কুমার দত্ত

▣ 7. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন হয় কোন সালে ? 
Ans : 1930 সালে 

▣ 8. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল ? 
Ans : অস্ট্রেলিয়া 

▣ 9. আচার্য বিনোবা ভাবে কত সালে ভূদান আন্দোলন শুরু করেন ? 
Ans : 1951 সালে

▣ 10. ‘শিন্টেবাদ’ কোন দেশের অন্যতম প্রাচীন ধর্ম ? 
Ans : জাপান


Leave a comment