Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫০৪
➲ 1. রেডিওমিটার কি কাজে লাগে ?
Ans : বিকিরিত শক্তি পরিমাপক যন্ত্র
➲ 2. ভোল্টমিটার কি কাজে লাগে ?
Ans : দুই বিন্দুর মধ্যে তড়িৎ বিভব-প্রভেদ পরিমাপ
➲ 3. ম্যারিনার্স কম্পাস কি কাজে লাগে ?
Ans : নাবিকদের দিক নির্নয়কারী যন্ত্র
➲ 4. ফোনোগ্রাফ কি কাজে লাগে ?
Ans : শব্দ প্রস্তুতকারী যন্ত্র
➲ 5. ফটোমিটার কি কাজে লাগে ?
Ans : আলোক তীব্রতা পরিমাপক যন্ত্র
➲ 6. স্যালিনোমিটার কি কাজে লাগে ?
Ans : দ্রবণের লবনাক্ত পরিমাপক যন্ত্র
➲ 7. স্ফেরোমিটার কি কাজে লাগে ?
Ans : কোনো বস্তুর বক্রতল মাপতে ব্যবহৃত হয়
➲ 8. স্টেরিওস্কোপ কি কাজে লাগে ?
Ans : মাত্রিক ছবি দেখতে ব্যবহৃত হয়
➲ 9. স্ট্রোবোস্কোপ কি কাজে লাগে ?
Ans : বস্তুর দ্রুত ঘোরা দেখতে সাহায্য করে
➲ 10. ট্যাকোমিটার কি কাজে লাগে ?
Ans : মোটর বোট ও উড়োজাহাজের বেগ মাপতে ব্যবহৃত হয়