Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫০৭

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫০৭


Bengali GK Guide



■ 1. কোন রাজ্যের অন্যতম বিখ্যাত উৎসব হলো ‘Ugadi’ ? 
Ans : অন্ধ্রপ্রদেশ 

■ 2. রেয়ন কাপড় প্রস্তুতিতে কোন ধরণের ফাইবার ব্যবহৃত হয় ? 
Ans : সেলুলোজ

■ 3. ভারতের বৃহত্তম রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন টি হলো ? 
Ans : কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) 

■ 4. আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : সুইজারল্যান্ড

■ 5. সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের উল্লেখ রয়েছে ? 
Ans : আর্টিকেল 60 

■ 6. ডোগরি ভাষা মূলত ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমানে ব্যবহৃত হয় ? 
Ans : জম্মু-কাশ্মীর

■ 7. পত্রিকা গেট ভারতের কোন শহরে অবস্থিত ? 
Ans : জয়পুর 

■ 8. ভারতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কে নিয়ন্ত্রণ করে ? 
Ans : SEBI এবং RBI

■ 9. প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) কোন সালে লঞ্চ করা হয় ? 
Ans : 2019 

■ 10. জাতীয় গ্রাহক অধিকার দিবস কোন তারিখে পালিত হয় ? 
Ans : 24 শে ডিসেম্বর










Leave a comment