Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫০৮
➪ 1. 2011 সেনসাস অনুযায়ী জনসংখ্যা অনুযায়ী দিল্লী কততম স্থান অধিকার করে ?
Ans : দ্বিতীয়
➪ 2. সাইকেলে ব্যবহৃত কোন যন্ত্রাংশ এ যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে ?
Ans : ডায়ানামো
➪ 3. ভারতের কোন রাজ্যে ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম তৈলক্ষেত্র টি অবস্থিত ?
Ans : আসাম
➪ 4. NASA এর পূর্ণ রূপ কি ?
Ans : ন্যাশনাল এরোনটিক্স এন্ড স্পেস এডমিনিষ্ট্রেশন
➪ 5. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় ?
Ans : 11 ই জুলাই
➪ 6. ‘দিন-ই-ইলাহী’ ধর্মের প্রবর্তক কোন মুঘল শাসক ?
Ans : আকবর
➪ 7. কোন প্রাণীকে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী ঘোষণা করা হয়েছে ?
Ans : হাতি
➪ 8. দৈর্ঘ্যের নিরিখে ইয়াংজে নদীটি বিশ্বের কততম দীর্ঘ নদী ?
Ans : তৃতীয়
➪ 9. ভারতের CAG এর কার্যকাল কত বছর ?
Ans : ছয় বছর
➪ 10. সচিন তেন্ডুলকার ভারতের কততম ক্রিকেটার যাকে আইসিসি ক্রিকেট হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
Ans : ষষ্ঠ