Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫০৯
★ 1. প্রথম বাঙালি বায়ু সেনা প্রধান কে ছিলেন ?
Ans : সুব্রত মুখার্জী
★ 2. বোনাল পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কর্ণাটক
★ 3. নল সরোবর পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : গুজরাট
★ 4. প্রথম বাঙালি যিনি অস্কার পুরস্কার পান তিনি হলেন ?
Ans : সত্যজিৎ রায়
★ 5. সওয়াই মানসিং স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত ?
Ans : জয়পুর, রাজস্থান
★ 6. একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত ?
Ans : লখনৌ
★ 7. ল্যাপারোস্কোপি চিকিৎসা কিসের সাথে সম্পর্কিত ?
Ans : তলপেট
★ 8. লাইগেশন চিকিৎসা কিসের সাথে সম্পর্কিত ?
Ans : ডিম্বনালী
★ 9. ব্যাক্টেরিওফাজ হলো এক প্রকারের – ?
Ans : ভাইরাস
★ 10. কোনো উদ্ভিদ বা প্রাণীর বিজ্ঞানসম্মত নাম কোন ভাষায় করা হয় ?
Ans : ল্যাটিন