Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৪৯৫

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৪৯৫




❐ 1. বায়ু শক্তি সবচেয়ে বেশি উৎপাদিত হয় ভারতের কোন রাজ্যে ? 
Ans : তামিলনাড়ু 

❐ 2. 1920 সালে অসহযোগ আন্দোলনের সাথে কোন আন্দোলন যুক্ত হয়েছিল ? 
Ans : খিলাফত আন্দোলন 

❐ 3. ভারতের প্রথম সফল নিউক্লিয়ার টেস্টের নাম কি ছিল ? 
Ans : স্মাইলিং বুদ্ধ 

❐ 4. কেজি প্রতি হেক্টরে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি সার ব্যবহার করে ? 
Ans : পাঞ্জাব 

❐ 5. আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়েছে ? 
Ans : 18 টি 

❐ 6. আপ্পিকো আন্দোলন টি কি কারণে বিখ্যাত ? 
Ans : বন সংরক্ষন ( পরিবেশ )

❐ 7. OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : ভিয়েনা 

❐ 8. বন্যপ্রাণী সংরক্ষন আইন 1972 এ কত গুলি সিডিউল আছে ? 
Ans : 6 টি

❐ 9. তাসখেন্দ চুক্তি কোন রাজনৈতিক নেতাদের মধ্যে সম্পন্ন হয় ? 
Ans : লাল বাহাদুর শাস্ত্রী এবং আয়ুব খান 

❐ 10.পুলওয়ামা হামলা কোন সালে সংঘটিত হয় ? 
Ans : 2019




Leave a comment