Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৪৯৬
⧩ 1. সংবিধানের কোন ধারায় হাইকোর্ট গঠনের উল্লেখ রয়েছে ?
Ans : ধারা – 216
⧩ 2. সংবিধানের কোন ধারায় জেলা জজ নিয়োগের উল্লেখ রয়েছে ?
Ans : ধারা – 233
⧩ 3. সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের গঠনের উল্লেখ রয়েছে ?
Ans : ধারা – 243B
⧩ 4. সংবিধানের কোন ধারায় পৌরসভা নির্বাচনের উল্লেখ রয়েছে ?
Ans : ধারা – 243ZA
⧩ 5. সংবিধানের কোন ধারায় আন্ত:রাজ্য পরিষদ গঠনের উল্লেখ রয়েছে ?
Ans : ধারা – 263
⧩ 6. সংবিধানের কোন ধারায় রাজ্য বিধানসভা গঠনের উল্লেখ রয়েছে ?
Ans : ধারা – 170
⧩ 7. সংবিধানের কোন ধারায় রাজ্য বিধান পরিষদ গঠনের উল্লেখ রয়েছে ?
Ans : ধারা – 171
⧩ 8. সংবিধানের কোন ধারায় রাজ্যের অর্থবিলের সংজ্ঞা রয়েছে ?
Ans : ধারা – 199
⧩ 9. সংবিধানের কোন ধারায় সুপ্রিমকোর্ট পরিচালনার নিয়মকানুন এর উল্লেখ রয়েছে ?
Ans : ধারা – 145
⧩ 10. সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় অর্থবিলের সংজ্ঞার রয়েছে ?
Ans : ধারা – 110