Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৪৯০

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৪৯০




➲ 1. বিশ্বে প্রথম ব্লাড ব্যাঙ্ক তৈরি হয় কোন সালে ? 
Ans : 1936 সালে 

➲ 2. কোন শ্রেণীর রক্তকণিকায় অ্যান্টিজেন থাকে না ? 
Ans : ‘O’ শ্রেণীর 

➲ 3. কোন শ্রেণীর রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না ? 
Ans : ‘AB’ শ্রেণী

➲ 4. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কোন গভর্নর জেনারেলের আমলে ? 
Ans : চার্লস হার্ডিঞ্জ

➲ 5. সরোজিনী নাইডুকে কে ‘নাইটিঙ্গল অফ ইন্ডিয়া’ উপাধি দেন ? 
Ans : মহাত্মা গান্ধী 

➲ 6. কিসের উপস্থিতির কারণে মূত্রের রং হলুদ হয় ? 
Ans : বিলিরুবিন 

➲ 7. ‘Nothing venture, Nothing win’ – আত্মজীবনী টি কার ? 
Ans : স্যার এডমন্ড হিলারি 

➲ 8. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? 
Ans : মহেন্দ্রগিরি 

➲ 9. জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে ? 
Ans : যকৃতে 

➲ 10. পারদ ছাড়া অপর একটি তরল ধাতুর নাম কি ? 
Ans : গ্যালিয়াম





Leave a comment