Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৪৯৯
➥ 1. ‘The God of Small Things’ উপন্যাসটি কার লেখা ?
Ans : অরুন্ধতী রায়
➥ 2. সালোকসংশ্লেষের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?
Ans : কার্বন-ডাই-অক্সাইড
➥ 3. নোবেল জয়ী কৈলাস সত্যার্থী কোন সংস্থার সাথে যুক্ত ?
Ans : Bachpan Bachao Andolan
➥ 4. মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কাকে বলা হয় ?
Ans : গোপাল কৃষ্ণ গোখলে
➥ 5. অদক্ষ শ্রমিকদের পরিযায়ী হওয়ার প্রধান কারণ কি ?
Ans : দারিদ্রতা
➥ 6. বিশ্বের দীর্ঘতম রেলওয়ে লাইন কি ?
Ans : ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে
➥ 7. ভারতের প্রথম সফল নিউক্লিয় পরীক্ষার কোড নাম কি ছিল ?
Ans : স্মাইলিং বুদ্ধা
➥ 8. এম এস এক্সেলে এডিট মোডের জন্য কোন কী ব্যবহার করা হয় ?
Ans : F2
➥ 9. প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোশীয় অঙ্গানু ?
Ans : রাইবোজোম
➥ 10. কোন দুই রাজনৈতিক নেতার মধ্যে তাসখেন্দ চুক্তি স্বাক্ষরিত হয় ?
Ans : লাল বাহাদুর শাস্ত্রী এবং আয়ুব খান