Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৬৯

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৬৯



◒ 1. জনসংখ্যা নিয়ে পড়াশোনা কে কি বলে ? 
Ans : ডেমোগ্রাফি

◒ 2. একটি উদ্ভিদ কোশের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা কি বলে ? 
Ans : টোটিপটেন্সি

◒ 3. Mother of the Indian Revolution – কাকে বলা হয় ? 
Ans : মাদাম ভিখাজি রুস্তম কামা 

◒ 4. গান্ধীজির রাজনৈতিক গুরু হলেন – 
Ans : গোপাল কৃষ্ণ গোখলে 

◒ 5. সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে চালু করেছিলেন ? 
Ans : রামসে ম্যাকডোনাল্ড 

◒ 6. কলকাতা করপোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ? 
Ans : চিত্তরঞ্জন দাশ 

◒ 7. কোন রাজবংশ চালুক্যদের পরে পশ্চিম ভারত শাসন করেছিল ? 
Ans : রাষ্ট্রকূট 

◒ 8. নিম্নের কে বেনারস হিন্দু বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ? 
Ans : মদন মোহন মালব্য 

◒ 9. হর্ষবর্ধন কোথায় তাঁর ধর্মীয় সভাটি সংগঠিত বা আয়োজিত করেছিলেন ? 
Ans : প্রয়াগ 

◒ 10. কুষানদের সময়কালে কোন ক্ষেত্রে সর্বাপেক্ষা উন্নয়ন পরিলক্ষিত হয় ? 
Ans : শিল্প










Leave a comment