Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫১১
⬕ 1. রাজ্য সরকারের ‘সুকন্যাশ্রী’ প্রকল্প লঞ্চ করা হয় কোন সালে ?
Ans : 2016
⬕ 2. রাজ্য সরকারের ‘খাদ্য সাথী’ প্রকল্প লঞ্চ করা হয় কোন সালে ?
Ans : 2016
⬕ 3. রাজ্য সরকারের ‘নিজশ্রী’ প্রকল্প লঞ্চ করা হয় কোন সালে ?
Ans : 2018
⬕ 4. রাজ্য সরকারের ‘স্বয়ংসিদ্ধা’ প্রকল্প লঞ্চ করা হয় কোন সালে ?
Ans : 2018
⬕ 5. রাজ্য সরকারের ‘জাগো বাংলা’ প্রকল্প লঞ্চ করা হয় কোন সালে ?
Ans : 2019
⬕ 6. কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা’ লঞ্চ করা হয় কোন সালে ?
Ans : 2016
⬕ 7. কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ লঞ্চ করা হয় কোন সালে ?
Ans : 2018
⬕ 8. কেন্দ্রীয় সরকারের ‘কিষান মানধন যোজনা’ লঞ্চ করা হয় কোন সালে ?
Ans : 2019
⬕ 9. কেন্দ্রীয় সরকারের ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ লঞ্চ করা হয় কোন সালে ?
Ans : 2015
⬕ 10. কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প লঞ্চ করা হয় কোন সালে ?
Ans : 2014