Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫১৬
◒ 1. জিপসামের রাসায়নিক সংকেত কি ?
Ans : CaSO4.2H2O
◒ 2. কোন মৌল কে ফটোফিল্মে ব্যবহার করা হয় ?
Ans : সিলভার
◒ 3. পটাশিয়াম নাইট্রেট এর রাসায়নিক সংকেত কি ?
Ans : KNO3
◒ 4. কোন মৌল কে কুইক সিলভার বলা হয় ?
Ans : পারদ (Hg)
◒ 5. লোহার উপর জিঙ্কের আস্তরণ কে কি বলা হয় ?
Ans : গ্যালভানাইজেশন
◒ 6. কপার সালফেটের সাথে জিঙ্ক মেশালে কি উৎপন্ন হয় ?
Ans : জিঙ্ক সালফেট উৎপন্ন হয়
◒ 7. হাইড্রোক্লোরিক এসিডের সাথে জিঙ্কের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় ?
Ans : হাইড্রোজেন
◒ 8. ভূপৃষ্ঠে দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত মৌলটি হলো ?
Ans : সিলিকন
◒ 9. কোন যৌগ Neela Thotha বা Tutia নামে পরিচিত ?
Ans : কপার সালফেট (CuSO4)
◒ 10. 35℃ এর উপরে যে ধাতু গুলি তরল অবস্থায় থাকে সেটি হলো – ?
Ans : পারদ এবং গ্যালিয়াম