বাংলা জিকে প্রশ্নোত্তর | Bengali GK for Competitive Exams

বাংলা জিকে প্রশ্নোত্তর | Bengali GK for Competitive Exams

1. দীপন প্রাবল্যের একক কি?

উত্তর:- ক্যান্ডেলা

2. পৃথিবীতে সবচেয়ে বৃহৎ তেল উৎপাদন করে কোন দেশ?

উত্তর:- রাশিয়া

3. ভারতের সংবিধানে ‘রাষ্ট্রের নির্দেশক নীতিসমূহ’ অনুপ্রাণিত হয়েছে কোন থেকে?

উত্তর:- আয়ারল্যান্ডের সংবিধানের থেকে

4. চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন?

উত্তর:- সুন্দরলাল বহুগুনা

5. ঘনিভবন বলতে কি বোঝো?

উত্তর:- বাষ্প থেকে তরলে রূপান্তরন

6. ক্যামেরায় ব্যবহৃত হয় কোন ধরনের লেন্স?

উত্তর:- উত্তল লেন্স

7. বেতলা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- ঝাড়খন্ড

8. কোন ধরনের চলনের দ্বারা উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে?

উত্তর:- ট্যাকটিক চলন

9. কোনটির প্রভাবে পাতার রং বিবর্ণ হয়ে যায়?

উত্তর:- সালফার ডাই অক্সাইড

10. কে “হিন্দু প্যাট্রিয়ট” -এর সম্পাদক ছিলেন?

উত্তর:- হরিশচন্দ্র মুখার্জী

11. অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠা হয়েছিল?

উত্তর:- ১৯৩৬ সালে।