Bengali GK Daily Dose | আসন্ন পরীক্ষ গুলির প্রস্তুতি | পর্ব- ৩২
- এশিয়া মহাদেশের অবস্থান কিরকম ?
উওরঃ- ১০ ডিগ্রী দক্ষিণ হতে ৭৮ ডিগ্রী উত্তর অংশ এবং ২৫ডিগ্রী পূর্ব হতে পূর্ব দিকে ১৭০ ডিগ্রী দ্রাঘিমা পর্যন্ত ।
- এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করে গেছে কোন রেখা ?
উওরঃ- ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা ।
- এশিয়া মহাদেশ কোথায় কোন গোলার্ধে অবস্থিত ?
উওরঃ- উত্তর গোলার্ধে ।
- এশিয়ার মহাদেশের আয়তন কত ?
উওরঃ- ৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.।
- এশিয়া মহাদেশ পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
উওরঃ- ২১.৪ % ।
- এশিয়া মহাদেশ পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
উওরঃ- প্রায় এক তৃতীয়াংশ ।
- এশিয়ার মহাদেশের বৃহত্তম দীপ কোনটি ?
উওরঃ- বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.) ।
- আয়তনের দিক দিয়ে এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি ?
উওরঃ- গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.)।
- আয়তনের দিক দিয়ে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি ?
উওরঃ- মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.) ।
- লোক সংখ্যার দিক দিয়ে এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি ?
উওরঃ- গণচীন।
- এশিয়ার মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত কিমি ?
উওরঃ- ৫৭,৯৫০ কি.মি. ।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।