Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা নিয়ে এসেছি Bengali General Knowledge 2022 || জেনারেল নলেজ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Bengali General Knowledge 2022 || জেনারেল নলেজ প্রশ্নোত্তর ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Bengali General Knowledge 2022 || জেনারেল নলেজ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Bengali General Knowledge 2022 || জেনারেল নলেজ প্রশ্নোত্তর
❏ দক্ষিন ভারতের কালো মাটির অপর নাম কী – রেগুর
❏ পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি – গ্রেট ব্যারিয়ার রিফ
❏ ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কয়টি – ৯টি
❏ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কী – কিউসেক
❏ গঙ্গোইকোন্ড উপাধী নেন কে – প্রথম রাজেন্দ্র চোল
❏ পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী – পামীর মালভূমি
❏ সৌরজগতে লাল গ্রহ হিসাবে পরিচিত কোনটি – মঙ্গল গ্রহ
❏ মহামল্ল উপাধী নেন কে – প্রথম নরসিংহবর্মন
❏ ইউগ্লিনার গমন অঙ্গের নাম কী – ফ্ল্যাজেলা
❏ কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় – ধান
❏ পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় – স্টকহোম
❏ ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় – আলেকজান্ডার কানিংহাম
❏ জেরপথ্যালমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় – ভিটামিন ‘এ’
❏ মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত – জেনেভা
❏ ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন – লর্ড লিনলিথগো
❏ কোন গ্রহের অপর নাম লুসিফার – শুক্র গ্রহক যন্ত্রের নাম কি – হাইগ্রোমিটার
❏ বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন – সত্যেন্দ্রনাথ বসু (১৯৪৮)
❏ অলিম্পিকের বলয় গুলির রং কী কী – নীল, হলুদ, কালো, সবুজ ও লাল
❏ ভারতে আসার সমুদ্র পথ কে আবিস্কার করেছিলেন – ভাস্কো দা গামা
❏ স্যার টমাস রো ভারতে আসেন কার আমলে – জাহাঙ্গীরের আমলে
❏ আল্ট্রাসোনিক শব্দতরঙ্গ শুনতে পায় কোন প্রাণী – বাদুড়
❏ মানব ফুসফুসের আবরণীর নাম কী – প্লুরা
❏ থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের কোন রোগ হয় – ক্রেটিনিজম
❏ গ্রাফাইট ও হীরা কোন পদার্থের রূপভেদ – কার্বন
❏ আলেকজান্দ্রিয়া কোন নদীর তীরে অবস্থিত – নীল নদ
❏ পোল্ডারভূমি কোথায় দেখা যায় – নেদারল্যান্ড
❏ কোন দেশকে ‘প্রভাত শান্তির দেশ’ বলা হয় – কোরিয়া
❏ বাসন্তী দেবী ও সুনীতি দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন – অসহযোগ আন্দোলন
❏ ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয় – প্রস্তাবনা অংশটিকে
❏ শিল্পবিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন – অগাস্ত ব্লাংকি (১৮৩৮)
❏ সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল – কৃষিকাৰ্য
❏ ওলিয়ামের রাসায়নিক নাম কী – পাইরো সালফিউরিক অ্যাসিড
❏ বিদ্যাসাগর সারা বাংলায় কয়টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন – ৩৫টি
❏ ভারতের কোন রাজ্যের পুরানো নাম নেফা – অরুনাচলপ্রদেশ
❏ ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে – ইন্দিরা গান্ধী
❏ সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম কী – কুইপার বেল্ট
🔷 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
১. ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম–
উত্তর :- লুনী ও মাহি।
২. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম–
উত্তর :- সিকিম।
৩. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত–
উত্তর :- ভানুগালু ( তুরষ্ক) ।
৪. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায়–
উত্তর :- নীলগিরি পার্বত্য অঞ্চলে।
৫. রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত–
উত্তর :- তামিলনাডু।
৬. খাদার কী–
উত্তর :- নবীন পলিমাটি।
৭. ভাঙ্গার কী —
উত্তর :-প্রাচীন পলিমাটি।
৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়–
উত্তর :-জেমু হিমবাহ।
৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি–
উত্তর :- ব্যবচ্ছিন্ন।
১০. কোন মেঘে বৃষ্টি হয়–
উত্তর :-নিম্বাস।
১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহাকুমা নেই–
উত্তর :- কলকাতা।
১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়–
উত্তর :-অয়ন বায়ু।
১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়–
উত্তর :-স্ট্র্যাটোকিউমুলাস।
১৪. টাইফুন কোথায় দেখা যায়–
উত্তর :- চিন ও জাপান উপকুলে।
১৫. হ্যারিকেন কোথায় দেখা যায়–
উত্তর :-পশ্চিম ভারতে।
১৬. সিডার ঝড় কোথায় দেখা যায়–
উত্তর :- ভারত ও বাংলাদেশ।
১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয়–
উত্তর :-মার্কিন যুক্তরাষ্ট্রে।
১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি–
উত্তর :- চিল্কা।
১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত–
উত্তর :-মনিপুরে।
২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত–
উত্তর :- রাজস্থান।
২১. ডালও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত–
উত্তর :- জম্বু ও কাশ্মীর।
২২. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত–
উত্তর :- তামিলনাডু।
২৩. ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি–
উত্তর :- ডাল।
২৪. পূর্ব রেল পথের সদর কোথায়–
উত্তর :- কলকাতা।
২৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়–
উত্তর :- পাললিক শিলায়।
২৬. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে–
উত্তর :- ধ্রিয়ান।
২৭. ভারতে স্থলভাগের দক্ষিনতম প্রান্তের নাম–
উত্তর :- ইন্দিরা পয়েন্ট।
২৮. ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে–
উত্তর :- এিপুরা।
২৯. কোন নদীর গতিপথে হুড্রু জলে্রপাত সৃষ্টি হয়েছে–
উত্তর :- সুবর্ণরেখা।
৩০.ভারতে একমাত্র কোন অরন্যে সিংহ দেখা যায়–
উত্তর :-গির অরণ্যে।(Gujarat)
৩১. নাকো হ্রদ কোন রাজ্য অবস্থিত–
উত্তর :-হিমাচল প্রদেশ।
৩২. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে–
উত্তর :- সিকিম।
৩৩. কালিকটের পরিবর্তিত নাম–
উত্তর :- কোঝিকোড়।
৩৪. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত–
উত্তর :- ডেকানট্র্যাপ।
৩৫. গাড়ো পাহাড়ের সবোচ্চ শৃঙ্গের নাম–
উত্তর :- নকরেক।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।