মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- গ্যাসের আচরণ | Behavior of Gases Questions Answers
- উষ্ণতা স্থির রেখে কোনো নিদিষ্ট গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে তার আয়তনের কীরকম পরিবর্তন হয়?
উত্তর:- উষ্ণতা স্থির রেখে কোনো নিদিষ্ট গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের আয়তন কমে।
- চাপ (P) -কে x -অক্ষ এবং চাপ ও আয়তনের গুণফল (PV) -কে y -অক্ষ ধরে লেখচিত্ৰ অঙ্কন করা হলে লেখচিত্রটি কীরকম হবে?
উত্তর:- অঙ্কন করা লেখচিত্রটি x -অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে।
- কোনো নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলে সেটির আয়তনের কীরূপ পরিবর্তন হয়?
উত্তর:- গ্যাসটির আয়তন পূর্বের আয়তনের কম হবে।
- চার্লসের সূত্রে ধ্রুবক দুটি লেখো?
উত্তর:- চার্লসের সূত্রে ধ্রুবক দুটি হল গ্যাসের চাপ এবং গ্যাসের ভর।
- গ্যাসের আয়তন স্থির থাকলে গ্যাসের অণুগুলির গতিবেগের বৃদ্ধির ফল কীরূপ হবে?
উত্তর:- গ্যাসের চাপ ও উষ্ণতা বৃদ্ধি পায়।
- গ্যাসীয় পদার্থের চাপ সৃষ্টির কারণ লেখো।
উত্তর:- গ্যাসীয় অণুর গতিশীলতা ।
- SI পদ্ধতিতে চাপের একক লেখো?
উত্তর:- নিউটন / বর্গমিটার বা পাস্কাল ।
- গ্যাসের প্রমাণ চাপের মান লেখো?
উত্তর:- 1.013 106 ডাইন/বর্গসেমি।
- বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে যে সকল গ্যাস তাদের কী বলা হয়ে থাকে?
উত্তর:- আদর্শ গ্যাস।
- উষ্ণতা স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক করলে তার আয়তন কত হয়?
উত্তর:- তার আয়তন পূর্বের আয়তনের দ্বিগুণ হবে।
- আদর্শ গ্যাস বলতে কি বোঝো?
উত্তর:- যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে।
- STP -তে গ্যাসীয় পদার্থের গ্রাম-আণবিক আয়তন কত হয়ে থাকে?
উত্তর:- 22.4 লিটার।
- পদার্থের যে ক্ষুদ্রতম কণাগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের কী বলে?
উত্তর:- পরমাণু।
- অণু কয় প্ৰকার ও কী কী লেখো।
উত্তর:- অণু দুই প্রকার। মৌলিক অণু ও যৌগিক অণু।
- জলের অণু মৌলিক অণু না কি যৌগিক অণু।
উত্তর:- জলের অণু যৌগিক অণু।
- একই চাপ ও তাপমাত্রায় সমআয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে —এটি উক্তি কে দিয়েছেন।
উত্তর:- এটি অ্যাভোগাড্রোর উক্তি।
- সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক লেখো?
উত্তর:- জুল মোল -1 কেলভিন -1 বা আৰ্গ মোল -1 কেলভিন -1 ।
- বয়েলের সূত্রে ধ্রুবক গুলি কী কী?
উত্তর:- বয়েলের সূত্রে ধ্রুবক হল- গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা ।
- কোন বিজ্ঞানী উষ্ণতার পরম স্কেল উদ্ভাবন করেছেন?
উত্তর:- বিজ্ঞানী লর্ড কেলভিন।
- সর্বজনীন গ্যাস ধ্রুবক বলতে কি বোঝো?
উত্তর:- PV = nRT সমীকরণের R কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে।
- প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝো?
উত্তর:- 0°C বা 273°K কে প্রমাণ উষ্ণতা বলা হয়।
- কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি হ্রাস পায়?
উত্তর:- পরম শূন্য উয়তায় অর্থাৎ -273° উষ্ণতায় গ্যাসের অণুর গতি হ্রাস পায়।
- গ্যাস অণুর গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতা সম্পর্ক লেখো?
উত্তর:- গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতী হয়ে থাকে।
- উষ্ণতা স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ ভরের গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে তার আয়তন কমে যায় কেন?
উত্তর:- চাপ বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির দ্বারা অতিক্রান্ত পথের দূরত্ব হ্রাস পেতে থাকে, ফলে আয়তন হ্রাস পায়।
- কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে থাকে?
উত্তর:- খুব উচ্চ উষ্ণতায় খুব নিম্নচাপে কিছু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে থাকে।