১৫০০+ বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন ও উওর | BCS General Knowledge Questions Answers

১৫০০+ বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন ও উওর | BCS General Knowledge Questions Answers

১। বাংলাদেশের সাগর কণ্যা বলা হয়ে থাকে কোন স্থানকে?

উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী

২। ১৪৪ ধারা বলতে কী বোঝা যায়?

উত্তরঃ মানুষ চলাচল ও বিভিন্ন আচরণের কর্মকান্ডের ওপর নিষেধজ্ঞা আরোপ।

৩। তিতুমীর কে ছিল?

উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম শহীদ একজন বাঙ্গালী বীর।

৪। উয়ারী বটেশ্বর কোন স্থানে অবস্থিত?

উত্তরঃ নরসিংদী

৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় স্থাপিত হয়েছে?

উত্তরঃ ময়মনসিংহ

৬। বাংলাদেশের সরকারি নামটি ইংরেজিতে লেখো?

উত্তরঃ The people’s Republic of Bangladesh

৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান উল্লেখ করো?

উত্তরঃ ৯০ ডিগ্রি পুর্ব দিকে।

৮। বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে মধুপুর ও ভাওয়াল গড় স্থানগুলি অবস্থিত?

উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।

৯। বাংলাদেশের কোন জেলাটি সমতলভূমি থেকে সবথেকে উঁচুতে?

উত্তরঃ দিনাজপুর।

১০। ঢাকার প্রতিপাদ স্থান কোন স্থানে?

উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।

১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ প্রায় কত কিমি?

উত্তরঃ ৭১১ কি.মি.

১২। সোয়াচ অব নো গ্রাউন্ড বলতে কী বোঝা যায়?

উত্তরঃ সোয়াচ অব নো গ্রাউন্ড হলো বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত (প্রস্থ ১৪ কি মি)।

১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম উল্লেখ করো?

উত্তরঃ তাজিংডং বা বিজয়, এর উচ্চতা ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।

১৪। আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?

উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৫ম)

১৫। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা উল্লেখ করো?

উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।

১৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলার সংখ্যা কয়টি?

উত্তরঃ ৩০টি

১৭। পার্বত্য চট্টগ্রামের জেলার সংখ্যা কয়টি?

উত্তরঃ ৩টি।

১৮। পার্বত্য চট্টগ্রামের কোন জেলাটির সাথে ভারতের কোনোরকম সীমান্ত নেই?

উত্তরঃ বান্দরবান।

১৯। ঢাকার সাথে নদী পথে কোন জেলাটির সরাসরি যোগাযোগ ব্যবস্থা নেই?

উত্তরঃ রাঙ্গামাটি।

২০। বরিশাল বিভাগের জেলার সংখ্যা উল্লেখ করো?

উত্তরঃ ৬টি।