বেসিক জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Basic General Knowledge in Bengali
1. রেডিও একটিভিটি সূত্রের আবিষ্কর্তা কে ছিলেন?
উত্তর:- এ বেকারেল
2. মাইটোসিসের প্রক্রিয়ার কোন দশায় ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটতে দেখা যায়?
উত্তর:- অ্যানাফেজ
3. পোলিও টিকার আবিস্কারক কে?
উত্তর:- জোনাস সল্ক
4. ব্রেইল লেখা হয় কয়টি বিন্দুর সাহায্যে?
উত্তর:- ছয়টি
5. একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের নাম লেখো?
উত্তর:- ইনডোল প্রপানয়েক অ্যাসিড
6. আপৎকালীন হরমোন বলা হয় কোনটিকে?
উত্তর:- অ্যাড্রিনালিন
7. আর্জেন্টিনা সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কত সালে?
উত্তর:- 1945 সালে, 24 অক্টোবর
8. ফেনোফথ্যালিন এর অ্যাসিড দ্রবণের বর্ণ কীরকম?
উত্তর:- বর্ণহীন
9. ওয়াহাবি শব্দের অর্থ উল্লেখ করো?
উত্তর:- নবজাগরণ
10. মৌমাছির ভাষা আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী?
উত্তর:- কার্ল ভন ফ্রিশ
11. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?
উত্তর:- 5 জুন
12. ভারতের CAG কে নিয়ােগ করেন?
উত্তর:- রাষ্ট্রপতি
13. ভারতের তোতাপাখি বলা হয় কাকে?
উত্তর:- আমীর খসরু
14. সপ্তম ভারত ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- হেলসঙ্কিতে
15. কক্সাল গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ?
উত্তর:- মাকড়শা
16. সিনাবার এর রাসায়নিক নাম কি?
উত্তর:- মারকিউরিক সালফাইট
17. পৃথিবীর বৃহত্তম নদী ব-দ্বীপ কোনটি?
উত্তর:- গাঙ্গেয় ব-দ্বীপ
18. আবুল ফজল কোন সম্রাটের সভাকবি ছিলেন?
উত্তর:- আকবর
19. 1989 সালে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন কে?
উত্তর:- মেধা পাটেকর
20. অ্যানালস অ্যান্ড এন্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- জেমস টড।