Important questions answers about Bankimchandra Chattopadhyay || বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি questions answers about Bankimchandra Chattopadhyay. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Important questions answers about Bankimchandra Chattopadhyay || বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Important questions answers about Bankimchandra Chattopadhyay || বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Important questions answers about Bankimchandra Chattopadhyay || বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. কবে কোথায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়?

উত্তরঃ- চব্বিশ পরগনা জেলার (বর্তমান উত্তর ২৪ পরগনা) নৈহাতির অন্তর্গত কাঁটালপাড়া গ্রামে জন্ম হয়।

  1. বঙ্কিমচন্দ্রের পিতার নাম কী?

উত্তরঃ- যাদবচন্দ্র চট্টোপাধ্যায়

  1. বঙ্কিমচন্দ্রের প্রকাশিত প্রথম কবিতার নাম কী? কবিতাটি কবে কোথায় প্রকাশিত হয়েছিল?

উত্তরঃ- ‘পদ্য’। ১৮৫২ সালের ২৫ শে ফেব্রুয়ারি ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় প্রকাশিত হয়।

  1. ‘সমাচার দর্পণ’ পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্রের প্রথম কবিতার নাম কী? কবিতাটি কবে প্রকাশিত হয়?

উত্তরঃ- ‘বিরলে বাস’। ১৮৫২ সালের ২৮ শে ফেব্রুয়ারি।

  1. বঙ্কিমচন্দ্রের লেখা কাব্যটির নাম কী? কাব্যটি কবে প্রকাশিত হয়?

উত্তরঃ- ‘ললিতা তথা মানস’। ১৮৫৬ সালে প্রকাশিত হয়।

  1. বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাসের নাম কী? উপন্যাসটি কোন ভাষায় রচিত? উপন্যাসটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তরঃ- ‘Rajmohan’s Wife’ ।ইংরেজি ভাষায় রচিত। উপন্যাসটি ১৮৬৪ সালে India Field নামে এক সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

  1. বাংলা ভাষায় বঙ্কিমচন্দ্র কটি উপন্যাস লিখেছিলেন? প্রকাশকাল সহ উপন্যাসগুলির নাম লেখো।

উত্তরঃ- বাংলা ভাষায় বঙ্কিমচন্দ্র ১৪ টি উপন্যাস লিখেছিলেন।

  1. ‘আনন্দমঠ’ উপন্যাসটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তরঃ- ১২৮৭ বঙ্গাব্দের চৈত্র থেকে ১২৮৯ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ পর্যন্ত ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

  1. বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নামটি লেখো

উত্তরঃ- বঙ্গদর্শন।

  1. বাংলা ভাষায় লেখা বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কী?

উত্তরঃ- দুর্গেশনন্দিনী।

  1. বঙ্কিমচন্দ্রের লেখা ছয়টি ঐতিহাসিক রোমান্স জাতীয় উপনাসের নাম লেখো।

উত্তরঃ- দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, সীতারাম।

  1. বঙ্কিমচন্দ্রের লেখা একমাত্র ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো।

উত্তরঃ- রাজসিংহ।

  1. বঙ্কিমচন্দ্রের লেখা দুটি তত্ত্বপ্রধান ও দেশাত্মবোধক উপন্যাসের নাম লেখো।

উত্তরঃ- আনন্দমঠ ও দেবীচৌধুরানী।

  1. বঙ্কিমচন্দ্রের লেখা দুটি সামাজিক উপন্যাসের নাম লেখো।

উত্তরঃ- বিষবৃক্ষ ও কৃষ্ণকান্তের উইল।

  1. কোন পত্রিকায় কত থেকে কত সংখ্যায় ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসটি প্রকাশিত হয়? কটি পরিচ্ছেদে উপন্যাসটি সম্পূর্ণ হয়েছিল?

উত্তরঃ- ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ১২৮২ বঙ্গাব্দের পৌষ থেকে ১২৮৪ বঙ্গাব্দের মাঘ পর্যন্ত উপন্যাসটি প্রকাশিত হয়। ৪৬ টি পরিচ্ছেদ ও পরিশিষ্টসহ মোট ৪৭ পরিচ্ছেদে উপন্যাসটি সম্পূর্ণ।

  1. ‘কৃষ্ণকান্তের উইল’ প্রথম কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? পৃষ্ঠা সংখ্যা কত ছিল?

উত্তরঃ- ১৮৭৮ খ্রীষ্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। পৃষ্ঠা সংখ্যা ১৭০।

  1. ‘কৃষ্ণকান্তের উইলে’র দ্বিতীয় সংস্করণ কত সালে প্রকাশিত হয়? পৃষ্ঠা সংখ্যা কত ছিল?

উত্তরঃ- ১৮৮২ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। পৃষ্ঠা সংখ্যা ১৭১।

  1. ‘কৃষ্ণকান্তের উইলের’ উপন্যাসের তৃতীয় সংস্করণের পৃষ্ঠা সংখ্যা কত ছিল?

উত্তরঃ- পৃষ্ঠা সংখ্যা ছিল ১৭২।

  1. ‘কৃষ্ণকান্তের উইলে’র উপন্যাসের চতুর্থ বা শেষ সংস্করণ কত সালে প্রকাশিত হয়? পৃষ্ঠা সংখ্যা কত ছিল?

উত্তরঃ- ১৮৯২ খ্রিস্টাব্দে। পৃষ্ঠা সংখ্যা ১৯৬।

  1. নির্বাক যুগে প্রথম ‘কৃষ্ণকান্তের উইল’ চলচ্চিত্র রূপে কত সালে কোথায় মুক্তি পায়?

উত্তরঃ- ১৯২৬ সালে প্রথম ক্রাউন সিনেমায় চলচ্চিত্ররূপে মুক্তি পায়।

  1. সবাক যুগে ‘কৃষ্ণকান্তের উইল’ কতবার কোথায় মুক্তি পেয়েছিল? সালগুলি লেখো।

উত্তরঃ- দুই বার মুক্তি পায় ১৯৩২ সালে ও ১৯৫২ সালে।

  1. ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রথম নাট্যরূপ কে দেন? নাটকটি কত সালে কোথায় অভিনীত হয়?

উত্তরঃ- অতুলকৃষ্ণ মিত্র। নাটকটি এমারেল্ড থিয়েটারে ১৮৯২ সালে অভিনীত হয়।

  1. বেঙ্গল থিয়েটারে ‘কৃষ্ণকান্তের উইল’ কত সালে অভিনীত হয়?

উত্তরঃ- ১৮৯৭ সালে বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পর।

  1. ‘ভ্রমর’ নামে ‘কৃষ্ণকান্তের উইল’ কত সালে কোথায় অভিনীত হয়? সেখানে গোবিন্দলালের ভূমিকায় কে অভিনয় করেছিল?

উত্তরঃ- ১৮৯৯ সালে ক্লাসিক থিয়েটারে অভিনীত হয়। অমরেন্দ্রনাথ দত্ত গোবিন্দলালের ভূমিকায় অভিনয় করেন।

  1. ‘রাজসিংহ’ উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উপন্যাসটি কত সাল গ্রন্থাকারে প্রকাশিত হয়?

উত্তরঃ- ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ১২৮৪ বঙ্গাব্দের চৈত্র সংখ্যা থেকে ১২৮৫ বঙ্গাব্দের ভাদ্র পর্যন্ত মোট ৬ কিস্তিতে উপন্যাস্টি বের হয়। ১৮৮২ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

  1. ‘রাজসিংহ’ উপন্যাসের প্রথম সংস্করণে বঙ্কিমচন্দ্র একে উপন্যাস না বলে কি নামে অভিহিত করেছেন? এই সংস্করণের পৃষ্ঠা সংখ্যা কত ছিল?

উত্তরঃ- ‘ক্ষুদ্রকথা’ নামে অভিহিত করেছেন। পৃষ্ঠা সংখ্যা ছিল ৮৩।

  1. ‘রাজসিংহ’ উপন্যাসের দ্বিতীয় সংস্করণ কত সালে প্রকাশিত হয়? পৃষ্ঠা সংখ্যা কত ছিল?

উত্তরঃ- ১৮৮৫ সালে প্রকাশিত হয়। পৃষ্ঠা সংখ্যা ছিল ৯০।

  1. ‘রাজসিংহ’ উপন্যাসের চতুর্থ সংস্করণ কত সালে প্রকাশিত হয়? এই সংস্করণের পৃষ্ঠা সংখ্যা কত ছিল?

উত্তরঃ- ১৮৯৩ সালে প্রকাশিত হয়। পৃষ্ঠা সংখ্যা ছিল ৪৩৪।

  1. নির্বাক যুগে প্রথম কত সালে কোথায় ‘রাজসিংহ’ উপন্যাস চলচ্চিত্র রূপে মুক্তি পায়?

উত্তরঃ- ১৯৩০ সালে ক্রাউন থিয়েটারে প্রথম চলচ্চিত্ররূপে মুক্তি পায়।

  1. বঙ্কিমচন্দ্রের জীবিত কালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের কটি সংস্করণ প্রকাশিত হয়েছিল?

উত্তরঃ- ১৩ টি সংস্করণ প্রকাশিত হয়েছিল।

  1. ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের ত্রয়োদশ সংস্করণ কবে মুদ্রিত হয়?

উত্তরঃ- ১৯৯৩ সালে

  1. প্রথম কবে কোথায় ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের নাট্যরূপ অভিনীত হয়?

উত্তরঃ- ১৮৭৩ সালে বেঙ্গল থিয়েটারে প্রথম অভিনীত হয়।

  1. ন্যাশানাল থিয়েটারে ‘দুর্গেশনন্দিনী’ কবে অভিনীত হয়?

উত্তরঃ- ১৯৭৪ ও ১৯৭৭ সালে অভিনীত হয়।

  1. নির্বাক যুগে ‘দুর্গেশনন্দিনী’ কবে কোথায় প্রথম চলচ্চিত্ররূপে মুক্তি পায়?

উত্তরঃ- ১৯২৭সালে ক্রাউন থিয়েটারে মুক্তি পায়।

  1. সবাক যুগে ‘দুর্গেশনন্দিনী’ কবে প্রথম চলচ্চিত্ররূপে মুক্তি পায়?

উত্তরঃ- ১৯৫১ সালে।

  1. বঙ্কিমচন্দ্রের জীবিতকালে ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের কটি সংস্করণ প্রকাশিত হয়?

উত্তরঃ- ৮টি সংস্করণ

  1. বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের অষ্টম সংস্করণ কবে প্রকাশিত হয়?

উত্তরঃ-১৮৯২ সালে প্রকাশিত হয়।

  1. ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটির প্রথম সংস্করণ কটি খণ্ডে ও কটি পরিচ্ছেদে বিভক্ত ছিল?

উত্তরঃ- চার খণ্ডে বত্রিশটি পরিচ্ছেদে বিভক্ত।

  1. ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের বর্তমান সংস্করণ কটি পরিচ্ছেদে বিভক্ত?

উত্তরঃ- একত্রিশটি পরিচ্ছিদে বিভক্ত।

  1. কে প্রথম ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের নাট্যরূপ দেন? নাটকটি কবে কোথায় প্রথম অভিনীত হয়?

উত্তরঃ- গিরিশচন্দ্র ঘোষ। ১৮৭৩ সালের ১০ মে রাজা রাধাকান্ত দেবের নাটমন্দিরে অভিনীত হয়।

  1. নির্বাক যুগে ‘কপালকুণ্ডলা’ কবে কোথায় প্রথম চলচ্চিত্ররূপে মুক্তি পায়?

উত্তরঃ- ১৯২৯ সালে ক্রাউন সিনেমায়।

  1. বঙ্কিমচন্দ্রের জীবিতকালে ‘মৃণালিনী’ উপন্যাসের কটি সংস্করণ প্রকাশিত হয়?

উত্তরঃ- ১০ টি সংস্করণ প্রকাশিত হয়।

  1. বঙ্কিমচন্দ্রের ‘মৃণালিনী’ উপন্যাসের দশম সংস্করণ কবে প্রকাশিত হয়?

উত্তরঃ- ১৮৯৩ খ্রীঃ

  1. ‘মৃণালিনী’ উপন্যাসের প্রথম ও দ্বিতীয় উপন্যাসের আখ্যাপত্রে বঙ্কিমচন্দ্র একে কি জাতীয় উপন্যাস বলে অভিহিত করেছেন?

উত্তরঃ- ঐতিহাসিক উপন্যাস বলে অভিহিত করেছেন।

  1. কে প্রথম ‘মৃণালিনী’ উপন্যাসের নাট্যরূপ দেন এবং কবে কোথায় নাটকটি প্রথম অভিনীত হয়?

উত্তরঃ- গিরিশচন্দ্র ঘোষ। ১৮৭৪ সালে গ্রেট ন্যাশানাল থিয়েটারে।

  1. নির্বাক যুগে ‘মৃণালিনী’ উপন্যাস কবে কোথায় প্রথম চলচ্চিত্ররূপে মুক্তি পায়?

উত্তরঃ- ১৯৩০ সালে কর্নওয়ালিশ থিয়েটারে মুক্তি পায়

  1. ‘বিষবৃক্ষ’ উপন্যাসটি কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ- ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ থেকে ফাল্গুন পর্যন্ত ১১ সংখ্যায় উপন্যাসটি বের হয়।

  1. বঙ্কিমচন্দ্রের জীবিতকালে বিষবৃক্ষ উপন্যাসের কটি সংস্করণ প্রকাশিত হয়?

উত্তরঃ- ৮ টি সংস্করণ প্রকাশিত হয়।

  1. বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের অষ্টম সংস্করণ কবে প্রকাশিত হয়?

উত্তরঃ- ১৮৯২ সালে।

  1. কে কে ‘বিষবৃক্ষ’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন?

উত্তরঃ- গিরিশচন্দ্র ঘোষ, অতুলকৃষ্ণ মিত্র, অমৃতলাল বসু প্রমুখ।

  1. নির্বাক যুগে ‘বিষবৃক্ষ’ উপন্যাস কবে কোথায় প্রথম চলচ্চিত্ররূপে মুক্তি পায়?

উত্তরঃ- ১৯২২ সালে কর্নওয়ালিশ থিয়েতারে মুক্তি পায়।

  1. সবাক যুগে ‘বিষবৃক্ষ’ উপন্যাস কবে প্রথম চলচ্চিত্ররূপে মুক্তি পায়?

উত্তরঃ- ১৯৩৬ সালে রূপবাণী প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

  1. ‘ইন্দিরা’ উপন্যাসটি কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ- ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ১২৭৯ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়।

  1. ‘নির্বাক’ যুগে ইন্দিরা উপন্যাস কবে কোথায় প্রথম চলচ্চিত্ররূপে মুক্তি পায়?

উত্তরঃ- ১৯২৭ সালে ক্রাউন থিয়েটারে মুক্তি পায়।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।