১৫০০+ বাংলাদেশ ব্যাংকের চাকরির পরীক্ষার প্রশ্ন ও উত্তর | Bangladesh Recent govt job Question Solution 2023 PDF
১। বাংলাদেশের কোন স্থান রাবার বাগানের জন্য বিখ্যাত?
উত্তরঃ রামু, কক্সবাজার।
২। সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতটির নাম লেখো?
উত্তরঃ সুপার রাইস।
৩। নদী ছাড়া যমুনা এক ধরনের কী?
উত্তরঃ উন্নত জাতের মরিচের নাম।
৪। বাংলাদেশের মাছ গবেষনাগার কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ চাদপুর।
৫। বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমিটির নাম লেখো।
উত্তরঃ সুন্দরবন।
৬। সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের’ স্থান হিসেবে কোন সংস্থা কবে ঘোষণা করেছে?
উত্তরঃ ইউনেস্কো, ৬ ডিসেম্বর ১৯৯৭ (৭৯৮তম)
৭। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন স্থানে অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ ও নেত্রকোনা
৮। ‘Black Gold’ বলতে কি বোঝা যায়?
উত্তরঃ তেজস্ক্রিয় বালু (এটি কক্সবাজারে পাওয়া যায়)
৯। তিতাস গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্রাক্ষ্মনবাড়িয়া
১০। বাংলাদেশের কোন কোন স্থানে কয়লার সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ বড়পুকুরিয়া, দীঘিপাড়া, দিনাজপুর
১১। বাংলাদেশের একমাত্র জ্বালানী তেল শোধানাগারটির নাম লেখো?
উত্তরঃ ইস্টার্ণ রিফাইনারী লিঃ, চট্টগ্রাম
১২। বাংলাদেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রটির নাম ও অবস্থান লেখো?
উত্তরঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কষ্টিয়া
১৩। ভারত – বাংলাদেশের মধ্যে পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬
১৪। বাংলাদেশের নাব্যতম এবং প্রশস্ততম নদীটির নাম লেখো?
উত্তরঃ মেঘনা।
১৫। বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদীটির নাম লেখো।
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা।
১৬। পদ্মার নদীর অপর নাম লেখো?
উত্তরঃ কীর্তিনাশা
১৭। পদ্মা ও যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে?
উত্তরঃ গোয়ালন্দ
১৮। পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে?
উত্তরঃ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে
পদ্মা নদীর উৎপত্তি হয়েছে।
১৯। মংলা সমুদ্রবন্দরটি কোন নদীটির তীরে অবস্থিত?
উত্তরঃ পশুর।
২০। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প