১০০০+ বাংলাদেশ সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন ও উওর | Bangladesh MCQ Quiz Objective Question with Answer for Bangladesh

১০০০+ বাংলাদেশ সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন ও উওর | Bangladesh MCQ Quiz Objective Question with Answer for Bangladesh

১। বাংলাদেশের সবচেয়ে পূর্বদিকে যে স্থান রয়েছে তার নাম কি?

উত্তরঃ আখাইন্ঠং

২। বাংলাদেশে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় থানা টির নাম কী?

উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)

৩। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকরী হয়েছিল কত সালে?

উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫

৪। বাংলাদেশের ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলাটিকে?

উত্তরঃ লালমনিরহাট

৫। বাংলাদেশের কোন পাহাড়টি হিন্দুদের তীর্থস্থানের জন্য খুবই বিখ্যাত?

উত্তরঃ চন্দ্রকুন্ড, চট্টগ্রাম

৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী এবং এটি বর্তমানে কার মালিকানায় আছে?

উত্তরঃ দক্ষিন তালপট্টি দ্বীপ, ভারত

৭। নিঝুম দ্বীপটি কোন নদীর বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তরঃ মেঘনা (নোয়াখালী)

৮। দ্বীপ জেলা বলা হয়ে থাকে কোন জেলাকে?

উত্তরঃ ভোলা।

৯। ভবদহ বিল কোন স্থানে অবস্থিত?

উত্তরঃ যশোর

১০। ক্রিসেন্ট লেক কোন স্থানে অবস্থিত?

উত্তরঃ ঢাকা (জাতীয় সংসদ ভবনের পাশে)

১১। বাংলাদেশের কোন অঞ্চলটিতে হাওড়ের সংখ্যা সবচেয়ে বেশী?

উত্তরঃ সিলেট

১২। বাংলাদেশের সাগর কণ্যা বলা হয়ে থাকে কোন স্থানকে?

উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী

১৩। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মান করা হচ্ছে কোন স্থানে?

উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর

১৪। বাংলাদেশে একমাত্র শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থান করছে?

উত্তরঃ হিমছড়ি, কক্সবাজার

১৫। বিল ডাকাতিয়া কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ খুলনা।

১৬। ‘দুবলার চর’ কোন স্থানে অবস্থিত?

উত্তরঃ সুন্দরবনের দক্ষিনে।

১৭। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ীর নাম উল্লেখ করো।

উত্তরঃ নিশাত মজুমদার, ১ মে, ২০১২

১৮। SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে আছে?

উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়

১৯। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোন স্থানে স্থাপিত হয়?

উত্তরঃ বেতবুনিয়া রাঙ্গামাটি।

২০। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান চাষ করা হয়ে থাকে?

উত্তরঃ ময়নসিংহ।