৫০০+ বাংলাদেশ চাকরির পরীক্ষার প্রশ্ন ও উওর | Bangladesh Job Exam Questions Answers
১। প্রাচীন ‘পুন্ড্রনগর’ স্থানটি কোথায় অবস্থিত?
উত্তরঃ মহাস্থানগড়
২। বাংলায় শাসন করা দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
উত্তরঃ পালবংশ
৩। পানি পথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৭৬১ সালে
৪। বাংলার বার ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থানে ছিলেন কে?
উত্তরঃ ঈশা খাঁ
৫। বাংলা নববর্ষের প্রবক্তা কে ছিলেন?
উত্তরঃ সম্রাট আকবর
৬। সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৮৫৭ সালে
৭। ভারতবর্ষে আসা ইউরোপীয় বণিকদের মধ্যে কাদের অবস্থান সবচেয়ে প্রথম?
উত্তরঃ পর্তূগীজদের
৮। ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা ও ইংরেজি কত সাল উল্লেখ করো?
উত্তরঃ ১১৭৬ বাংলা ও ১৭৭০ ইংরেজি
৯। বাংলায় চিরস্থায়ি ভূমি ব্যাবস্থা কে প্রবর্তন করেছিলেন?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিশ
১০। বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯১১ সালে।
১১। অভিবক্ত বাংলার সবচেয়ে শেষ মুখ্যমন্ত্রি কে হয়েছিলেন?
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১২। মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলাটিতে সফর করেছিলেন?
উত্তরঃ নোয়াখালী (১৯৪৫ সালে)
১৩। ১৯৪৭ সালে কিসের ওপর ভিত্তি করে ভারত ও পাকিস্তানকে আলাদা করা হয়েছিল?
উত্তরঃ দ্বীজাতি তত্তের ভিত্তিতে
১৪। পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা নিয়ে দাবি করা সংগঠন কোনটি?
উত্তরঃ তমুদ্দিন মজলিস
১৫। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রির নাম কী উল্লেখ করো?
উত্তরঃ লিয়াকত আলী খান (১৯৪৯)
১৬। কত সালে ‘আওয়ামী মুসলিম লিগ’ থেকে ‘মুসলিম’ শব্দটিকে বাদ দেওয়া হয়েছিল?
উত্তরঃ ১৯৫৫ সালে
১৭। আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম কি রাখা হয়েছিল?
উত্তরঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
১৮। বাংলাদেশের গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আসাদ কত সালে নিহত হয়?
উত্তরঃ ১৯৬৯ সালের ২০ জানুয়ারি
১৯। শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ উপাধি কবে এবং কে প্রদান করে?
উত্তরঃ ১৯৭১ সালের ৩মার্চ, আ.স.ম আব্দুর রব
২০। মুজিব নগর সরকার শপথ নিয়েছিলেন কত তারিখে?
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১ সালের।