২০০০+ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী | Bangladesh and International General knowledge

২০০০+ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী | Bangladesh and International General knowledge

  1. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকটির ডিজাইনার কে ছিলেন?

উত্তর : শিল্পী কামরুল হাসান।

  1. বাংলাদেশের সাংবিধানিক নামটি উল্লেখ করো।

উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

  1. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাব অর্জনকারী একমাত্র বিদেশি নাগরিকের নাম উল্লেখ করো।

উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।

  1. জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পুরষ্কার লাভ করে?

উত্তর : ১৯৮৮ সালে।

  1. পৃথিবীর বৃহত্তম দ্বীপটির নাম লেখো?

উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)

  1. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সর্বপ্রথম কোন স্থানে স্থাপন করা হয়েছিল?

উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর : ১৯২১ সালে।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?

উত্তর : ১৯৩৯ সালে।

  1. ATM-এর জনক কে ছিলেন?

উত্তর : জন শেফার্ড ব্যারন।

  1. দক্ষিণ সুদান স্বাধীণতা লাভ করেছিল কত সালে?

উত্তর : ২০১১ সালে।

  1. জাপানের বৃহত্তম দ্বীপটির নাম লেখো?

উত্তর : হনসু।

  1. দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানীর নাম উল্লেখ লেখো?

উত্তর : বন্দর সেরি বেগাওয়ান।

  1. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?

উত্তর : ১৯৪৫ সালে।

  1. কনসার্ট ফর বাংলাদেশ -এর প্রধান শিল্পী কে ছিলেন?

উত্তর : জর্জ হ্যারিসন।

  1. চির শান্তির শহর বলা হয়ে থাকে কোন শহরকে?

উত্তর : রোম শহরকে।

  1. প্রখ্যাত ব্যক্তিত্ব এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?

উত্তর : ২০১৫ সালে।

  1. ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল বাংলা কত সালে?

উত্তর : ১১৭৬ সালে।

  1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল -এর উল্লেখ আছে?

উত্তর : সাতটি।

  1. সুয়েজ খাল জাতীয়করণ হয়েছিল কত সালে?

উত্তর : ১৯৫৬ সালে।

  1. বাংলাদেশে কোন ভূমিরূপটি লক্ষ্য করা যায় না?

উত্তর : মালভূমি।

  1. বিবিসি বাংলার যাত্রা শুরু হয়েছিল কত সালে?

উত্তর : ১৯৪১ সালে।