মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর আয় আরো বেঁধে বেঁধে থাকি | Madhyamika Bangla Prasnottara Aya Aro Bengdhe Bengdhe Thaki

মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর আয় আরো বেঁধে বেঁধে থাকি | Madhyamika Bangla Prasnottara Aya Aro Bengdhe Bengdhe Thaki

  1. “আয় আরো বেঁধে বেঁধে থাকি” কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর:- “জলই পাষাণ হয়ে গেছে”

  1. আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি একটি কি ধরনের কবিতা?

উত্তর:- তন্ময়ধর্মী

  1. “আমাদের ডান পাশে” এখানে ডান পাশে কী থাকার কথা বলা হয়েছে?

উত্তর:- ধ্বস

  1. আমাদের “পায়ে পায়ে” কী থাকার কথা বলা হয়েছে?

উত্তর:- হিমানীর বাঁধ

  1. “আমাদের ঘর গেছে উড়ে” – লাইনটির অর্থ বুঝিয়ে দাও।

উত্তর:- আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি

  1. “ছড়ানো রয়েছে কাছে দূরে”। -কাছে দূরে কি ছড়িয়ে থাকার কথা এখানে বলা হয়েছে?

উত্তর:- শিশুদের শব

  1. “এই মুহূর্তে মরে যাব না কি”? -বক্তা কি দেখে এইকথা বলেছিল?

উত্তর:- বক্তা নিজের শিশুদেরকে শবে পরিণত হতে দেখেছিলেন।

  1. “আমরা ভিখারি” বক্তা কত মাস ভিখারি থাকার কথা বলেছেন?

উত্তর:- বারো মাস

  1. “পৃথিবী হয়তো গেছে মরে” – বক্তার এইরকম মনে হওয়ার কারণ কি ছিল?

উত্তর:- মানুষের মনুষ্যত্ব হীনতা

  1. “আয় আরো বেঁধে বেঁধে থাকি” – কবি কেমনভাবে বেঁচে থাকার কথা বলেছেন?

উত্তর:- হাতে হাত রেখে

  1. “পায়ে পায়ে হিমানীর বাঁধ” – ‘পায়ে পায়ে’ এই কবিতায় কবি কী বুঝিয়েছেন?

উত্তর:- ‘পায়ে পায়ে’ বলতে এখানে কবি প্রত্যেক পদক্ষেপকেই বুঝিয়েছে।

  1. “আমাদের পথ নেই কোনো” -কবির এইরকম মনে হওয়ার কারণ বুঝিয়ে দাও?

উত্তর:- বর্তমান এই দুনিয়াতে অসহায় ও নিরুপায় কিছু মানুষ প্রতিকূল পরিস্থিতিতে পড়ে দিশেহারা যাদের সামনে কোনো পথ নেই।

  1. “আমাদের শিশুদের শব/ ছড়ানো রয়েছে কাছে দূরে” – এ কথা বলার কারণ বুঝিয়ে দাও।

উত্তর:- সমকালীন পরিস্থিতি যুদ্ধ, দাঙ্গা, রাজনৈতিক সন্ত্রাসে প্রচুর শিশুহত্যা ঘটেছিল তাই একথা বলা হয়েছে।

  1. “আমাদের ইতিহাস নেই” – কবির একথা বলার কারণ বুঝিয়ে দাও।

উত্তর:- সাধারণ মানুষের কথা কোনদিনই ইতিহাসে স্থান দেওয়া হয় না, তারা বিশ্বের ইতিহাসে উপেক্ষিত ও অবহেলিত হয়ে থাকেন, তাই তাদের কোনো ইতিহাস নেই।

  1. “আমরা ভিখারি বারো মাস” – বক্তা একথা কেন বলেছে?

উত্তর:- প্রাত্যহিক ভিক্ষাবৃত্তি যেন শোষিত, পিরিত, বঞ্চনায়, সাধারণ মানুষের জীবিকা সংস্থানের একমাত্র ও মূল উপায় হয়ে উঠেছে।

  1. “পৃথিবী হয়তো বেঁচে আছে/ পৃথিবী হয়তো গেছে মরে” – কবির একথা বলার কারণ বুঝিয়ে দাও।

উত্তর:- সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও সাধারণ মানুষরা এতোটাই সমাজবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে, পৃথিবী বেঁচে থাকা কিংবা ধ্বংস হয়ে যাওয়ার সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক থাকেনা।

  1. “আয় আরো বেঁধে বেঁধে থাকি” – কবিতার মূল কথাটি বুঝিয়ে দাও।

উত্তর:- একসাথে অর্থাৎ সংঘবদ্ধভাবে সমস্যার সম্মুখীন হয়ে তার সমাধান করতে হবে।