ভারতের বিভিন্ন পুরস্কারের প্রদানকারী ও কোন ক্ষেত্রে দেওয়া হয় | Awardees of Various Awards in India
■ ভারতরত্ন পুরস্কার [1954]
❏ প্রদানকারী – ভারত সরকার।
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– সাহিত্য, শিল্প, বিজ্ঞান ও জনস্বার্থ বিষয়ক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়।।
❏ এটি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার।
■ পদ্মবিভূষণ পুরস্কার
❏ প্রদানকারী – ভারত সরকার
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– যে কোনো ক্ষেত্রে স্বতন্ত্র অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।।
❏ এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার।
■ পদ্মভূষণ পুরস্কার
❏ প্রদানকারী – ভারত সরকার।
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– যেকোনো ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়।।
❏ এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার।
■ পদ্মশ্রী পুরস্কার
❏ প্রদানকারী – ভারত সরকার।
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– যে কোনো বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।।
■ ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার
❏ প্রদানকারী – ভারতীয় জ্ঞানপীঠ।
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– ভারতের সংবিধান স্বীকৃত যেকোনো ভাষার সৃজনীমূলক সাহিত্যের জন্য এই পুরস্কার দেওয়া হয়।।
■ সাহিত্য একাডেমী পুরস্কার [1960]
❏ প্রদানকারী – ভারত সরকার।
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– ইংরেজি সহ 22 টি ভারতীয় ভাষার উপর লেখার জন্য এই পুরস্কার দেওয়া হয়।।
■ সরস্বতী সম্মান পুরস্কার [1991]
❏ প্রদানকারী – কে কে বিড়লা ফাউন্ডেশন
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– সাহিত্যে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
■ দাদাসাহেব ফালকে পুরস্কার [1969]
❏ প্রদানকারী – তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ভারত সরকার
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– চলচ্চিত্র জগতে সারা জীবনের অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
■ কলিঙ্গ পুরস্কার [1952]
❏ প্রদানকারী– কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্ট
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– বিজ্ঞানের বিভিন্ন শাখা অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
■ অর্জুন পুরস্কার [1975]
❏ প্রদানকারী– ভারত সরকার, ক্রীড়া মন্ত্রক
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক বিভাগে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
■ দ্রোণাচার্য পুরস্কার [1975]
❏ প্রদানকারী– ভারত সরকার, ক্রীড়া মন্ত্রক
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– খেলাধুলায় প্রশিক্ষকের উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
■ রাজীব গান্ধী খেলরত্ন [1992]
❏ প্রদানকারী– ভারত সরকার, ক্রীড়া মন্ত্রক।
❏ পুরস্কার এর বৈশিষ্ট্য– খেলাধুলায় উল্লেখযোগ্য সফলতার জন্য প্রতিবছর একজনকে দেওয়া হয়।