Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Autobiography of a river. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রবন্ধ রচনা-একটি নদীর আত্মকথা || Autobiography of a river ||. এই প্রবন্ধ রচনা-একটি নদীর আত্মকথা || Autobiography of a river || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
প্রবন্ধ রচনা-একটি নদীর আত্মকথা || Autobiography of a river
গোমুখী হিমবাহ থেকে হিমালয়ের বুক চিরে নেমে এসেছে উদ্দাম জলধারা বরফগলা কাকচক্ষু জল।পাহাড়-বন ডিঙিয়ে শত শত মাইল পাড়ি দিয়ে আত্মলীন হয়েছে নীল জলরাশির বুকে। এই সুদীর্ঘ জলধারার পরিচয় কী জানো ? বলছি শোনো, সে আমি — আমি গঙ্গানদী।
তোমরা নিশ্চয়ই হাসছ, আর মনে মনে বলছ — নদী কি কথা বলে ? নদীর বাক্শক্তি নেই, সে কী কথা বলবে ? ঠিকই। তবু স্মরণ করো তোমাদের অত বড়ো বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু লিখেছেন, “জিজ্ঞাসা করিলাম, ‘কোথা হইতে আসিয়াছ নদী ? ’নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল, ‘মহাদেবের জটা হইতে’। ” নদীর বাকশক্তি না থাকলে কেমন করে উত্তর দিল বলো, তাও আবার পুরাতন স্বরে। আসলে আমরা চিরকলভাষিণী — কুলু কুলু রবে আমরা সৃষ্টির আদি গান শোনাই। আজ শোনাব আমার স্মৃতিকথা।
তোমাদের পুরাণকাহিনিতে আছে ভগীরথ কর্তৃক আমার মর্ত-আনয়ন-বৃত্তান্ত। বিষ্ণুর পরে মহাদেবের জটায় বন্দি ভগীরথের তপস্যায় বন্দিনি দশার অবসান, সবশেষে ভগীরথকে অনুসরণ করে মর্তে অবতরণ। কত বাধাবিপত্তির প্রাচীর ডিঙিয়ে ভগীরথ আমাকে আনলেন তোমাদের এই বাংলাদেশে। তোমরা আমাকে অভিহিত করেছ গঙ্গা, মন্দাকিনী, ভাগীরথী, জাহ্নবী, পদ্মা কত নামে, পূতপ্রবাহিনী, মুক্তিদায়িনী কত বিশেষণে।
তোমরা বিশ্বাস করো, আমার জলধারায় স্নান করলে তোমাদের পাপ-তাপ স্খালন হয়। দেখেছি বিশেষ বিশেষ তিথিতে তোমরা দল বেঁধে অবগাহন করো আমার বুকে। আমার তীরে বসে শ্রাদ্ধাদি ও তর্পণ করো। আমার স্তব স্তুতি-বন্দনা করো উদাত্ত কণ্ঠে।
তোমরা ভাবো আমি তোমাদের প্রশস্তিগানে খুশি হই। তা নয়।ভেবে দেখো তোমরা এককালে নিষ্ঠুর সতীদাহ প্রথার প্রবর্তন করে অর্ধদগ্ধ সতীদের ছুড়ে দিয়েছ আমার বুকে। আমার কাছে সন্তান কামনা করে সেই সন্তানকে ডুবিয়ে মেরেছ আমার উদ্দাম স্রোতে। তোমাদের অত্যাচারে কত অসহায়া বিধবা, সমাজ-পতিতারা আশ্রয় নিয়েছে আমার শীতল অঙ্কে । তাদের চোখের জল, তাদের দীর্ঘশ্বাস, তাদের কাতর বিলাপ আমার কলনাদিনী ভাষার সঙ্গে মিশে একাকার হয়েছে। আমি তাদের ভুলতে পারিনি। ইতিহাসের নীরব সাক্ষী আমি।
তোমরা আমার দুতীরে গড়েছ কত নগর-নগরী। সেসব নগর-নগরীর কত নাম — হরিদ্বার, আগ্রা, এলাহাবাদ, কাশী, পাটনা, নবদ্বীপ, কলকাতা। তার মধ্যে কয়েকটি তীর্থস্থানও আছে। আছে ব্যাবসাবাণিজ্যের কেন্দ্র। তোমাদের বহু কীর্তির ধারক ও বাহক আমি।
ভারতের বৃহত্তম নাব্য নদী আমি। নৌকা লঞ্চ, স্টিমার, জাহাজ, সবরকম জলযানই আনাগোনা করে। উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের ব্যাবসাবাণিজ্য চলে মূলত আমার জলপথে। বিভিন্ন প্রয়োজনে যাত্রীরা যাতায়াত করে জলযানে। কেউ তীথদর্শনে, কেউ দেশভ্রমণে, কেউ কাজের তাগিদে নৌকা কিংবা লঞ্চ-স্টিমারে চড়ে রওনা হয়। মালপত্র লেনদেনও হয়। কলকাতা বন্দর থেকে সমুদ্রগামী পোতসমূহ রওনা হয় পণ্যসামগ্রী নিয়ে, আবার নানা দেশ থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে সমুদ্রপোত আসে কলকাতা বন্দরে।
আমার বুকের উপর কত জায়গায় তোমরা সেতু তৈরি করে দু-তীরের মধ্যে গড়েছ মিলন সূত্র৷ কোথাও বাঁধ দিয়ে খাল কেটে জল আনছ। কোথাও উদ্দাম স্রোতের মাঝে যন্ত্র বসিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছ। সম্প্রতি ফারাক্কায় বাঁধ বেঁধে বাড়তি জল ভাগীরথীর মাঝ দিয়ে বইয়ে এনে কলকাতা বন্দরকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা করেছ। আমারই হৃৎপিণ্ডের কোমল শিলা দিয়ে তোমাদের লবণ হ্রদে গড়েছ বিধাননগর। কিন্তু তোমরা ভুলেছ প্রকৃতির উপর খবরদারিরও একটা সীমা আছে। যার স্বাধীনচারী গতিপথ রোধ করেছ, সে যে – কোনোদিন সর্বগ্রাসী প্লাবনে গ্রাস করবে ধন – জন – সম্পদ৷ তখন তোমরা অসহায় ক্রন্দনে বিধাতার কাছে চাইবে পরিত্রাণ। তোমরা কি ভাবো আমি সত্যি নিষ্ঠুর ? সত্যি কি আমি সর্বগ্রাসী ক্ষুধায় তোমাদের গ্রাস করতে চাই ? তাহলে তোমরা কেন বলো—
‘’রিক্ত ছিল মহী, তাহে তব বর করিল উর্বর, কৃতজ্ঞ মানব তাই কীর্তি তোর গাহে নিরন্তর।”
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।