উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- বায়ুমণ্ডল | Atmosphere Related Questions Answers

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- বায়ুমণ্ডল | Atmosphere Related Questions Answers

  1. জেট বায়ুপ্রবাহ দেখা যায় ভূপৃষ্ঠ থেকে কত কিমি উপর পর্যন্ত?

উত্তর:- ৭.৫ – ১৪ কিমি

  1. জেট বায়ু কে আবিষ্কার করেন?

উত্তর:- সি. জি. রসবি

  1. বায়ুমণ্ডলীয় গোলযোগ কোন স্তরে দেখা যায়?

উত্তর:- ট্রপোস্ফিয়ার

  1. অস্ট্রেলিয়া উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে কী বলা হয়?

উত্তর:- উইলি উইলি

  1. এল নিনো দেখা যায় কোন মহাসাগরে?

উত্তর:- প্রশান্ত মহাসাগরে

  1. হারমাট্টান প্রবাহিত হয় কোন উপকূলে?

উত্তর:- গিনি উপকূলে

  1. জেট স্ট্রিম দেখা যায় কোন স্তরে?

উত্তর:- ট্রপোস্ফিয়ারের উর্ধ্বে

  1. কোন মাসে এল-নিনো সংঘটিত হয়?

উত্তর:- ডিসেম্বর মাসে

  1. ক্রান্তীয় ঘূর্ণবাতের গতিবেগ কত হয়?

উত্তর:- ১০০-২৫০ কিমি

  1. সর্বাপেক্ষা বিধ্বংসী প্রকৃতির ঘূর্ণিঝড়টির নাম লেখো।

উত্তর:- টর্নেডো

  1. রাজস্থানের ধূলিঝড়কে কী বলা হয়ে থাকে?

উত্তর:- আঁধি

  1. U.S.A -এর মিসিসিপি উপত্যকায় সৃষ্ট টর্নেডোক কী নামে পরিচিত?

উত্তর:- টুইস্টার

  1. ফিলিপিন্স দ্বীপপুঞ্জে ঘূর্ণবাতকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- ব্যাগুই

  1. পূর্ব চিন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে কী বলা হয়ে থাকে?

উত্তর:- টাইফুন

  1. বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপ বিশিষ্ট ঝরঝঞ্ঝা কী নামে পরিচিত?

উত্তর:- সাইক্লোন
 
16.মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো?

উত্তর:- ঊর্ধ্ব আকাশে সৃষ্ট কিউমুলোনিম্বাস মেঘ থেকে হঠাৎ করে মুষলধারে ঝড়-বৃষ্টি হতে শুরু করে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই ধরনের বৃষ্টিপাতকে মৌসুমি বিস্ফোরণ বলা হয়ে থাকে।

  1. নিরক্ষীয় শান্তমণ্ডল বলতে কি বোঝো?

উত্তর:- নিরক্ষরেখার উভয় পাশে 59–60° অক্ষাংশে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু মিলিত হলে নিরক্ষরেখার ওপর বায়ুর অনুভূমিক ভাবে প্রবাহ লক্ষ করা যায় না বলে ওই অঞলটিকে শান্তমণ্ডল বলা হয়ে থাকে।

  1. Rain follows the sun বলতে কি বোঝো?

উত্তর:- নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং বৃষ্টিবলয় সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করতে থাকে, তাই একে Rain follows the sun বলা হয়ে থাকে।

  1. হ্যারিকেন কাকে বলে?

উত্তর:- মেক্সিকো উপসাগরের উপকূল, ক্যারিবিয়ান সাগর, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ এবং উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতকে হ্যারিকেন বলা হয়ে থাকে।

  1. হ্যাডলি কোশ বলতে কি বোঝো?

উত্তর:- নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে এবং অধিক উয়তায় ভূপৃষ্ঠ থেকে মেরুর দিকে চলাচল করতে থাকে। এটি আবহবিদ জর্জ হ্যাডলি প্রথম লক্ষ করেন বলে তাঁর নামানুসারে একে হ্যাডলি কোশ বলা হয়ে থাকে। এটি নিরক্ষরেখার উভয় পাশে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ে দেখা যায়।

  1. ফেরেল কোশ বলতে কি বোঝো?

উত্তর:- মধ্য অক্ষাংশে বায়ু ভূপৃষ্ঠ থেকে মেরুর দিকে এবং অধিক উষ্ণতায় নিরক্ষীয় প্রদেশের দিকে চলাচল করতে থাকে। এটি উইলিয়াম ফেরলে 1856 সালে প্রথম লক্ষ করেন বলে তাঁর নামানুসারে একে ফেরল কোশ বলা হয়ে থাকে।