Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ (Antonyms) pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ (Antonyms) পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ (Antonyms) Pdf. নিচের set টি যত্নসহকারে পড়ুন ও প্রিলিমিনারি পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ (Antonyms) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ (Antonyms):
যাযাবর » স্থায়ী যুক্ত » বিযুক্ত যুগাল » এক যুদ্ধ » শান্তি যােগ » বিয়ােগ যােগ্য » অযােগ্য যােজক » বিয়ােজক যােজন » বিয়ােজন যৌথ » একক যৌবন » বার্ধক্য রক্ষক » ভক্ষুক রমণীয় » কুৎসিত রম্য » কুংসিত রসিক » বেরসিক রাগ » বিরাগ রাজা » প্রজা রাজি » নারাজ রামছাগল » পাতিছাগল রিক্ত » পূর্ণ লঘু » গুরু যাঁড় » গাভী সংকীর্ণ » প্রশস্ত সংকুচিত » প্রসারিত সংকোচন » প্রসারণ সংক্ষিপ্ত » বিস্তৃত সংক্ষেপ » বাহুল্য/বিস্তার সংক্ষেপিত » বিস্তারিত সংগত » অসংগত সংযুক্ত » বিযুক্ত সংযােগ » বিয়ােগ সংযােজন » বিয়ােজন সংশয় » প্রত্যয় সংশ্লিষ্ট » বিশিষ্ট কনিষ্ঠ » জোষ্ঠ কপট » সরল/অকপট কাজ » অকাজ কান্না » হাসি কাপুরুষ » বীরপুরুষ কিরণ » অংশ কুঞ্চন » প্রসারণ কুটিল » সরল কুৎসা » প্রশংসা কুতসিত » সুন্দর কুফল » সুফল কুবুদ্ধি » সুবুদ্ধি কুমেরু » সুমেরু কুরুচি » সুচি কুলীন » অন্ত্যজ কসন » সুশাসন কুশিক্ষা » সুশিক্ষা কৃতজ্ঞ » অকৃতজ্ঞ/কৃতঘ্ন কৃত্রিম » স্বাভাবিক কৃপণ » বদান্য কৃশাঙ্গী » হলাঙ্গী কেজো » অকেজো ক্রন্দনা » হাস্য ক্রোধ » প্রীতি ক্ষণস্থায়ী » দীর্ঘস্থায়ী কতি » ফায়দা বৃদ্ধি ক্ষয়িষ্ণু » বর্ধিষ্ণু কীয়মাণ » বর্ধমান খিৱকি » সিংহদ্বার খুচরা » পাইকারি খেন » আহলাল/হর্ষ খােলা » ঢাকা খ্যাত » অখ্যাত খ্যাতি » অখ্যাতি গাঞ্জনা » প্রশংসা পূণ্য » পাপ গতি » হিতি গরিমা » লাঘিমা গরিষ্ঠ » লঘিষ্ঠ গাম্ভীর্য » চাপল্য গুপ্ত » প্রকাশিত গৃহী » সন্ন্যাসী গৃহীত » বর্জিত হয়ে গৌরব » অগৌরব গ্রহীতা » দাতা ফলবান » নিষ্ফল ফাঁপা » নিরেট শহরে » গ্রাম্য মুক্ত » বন্ধন মসৃণ » অমসৃণ বন্য » পােষ্য বয়ােজ্যেষ্ঠ » বয়ােকনিষ্ঠ বরখাস্ত » বহাল বরণ » বর্জন বর্ধমান » ক্ষীয়মাণ বর্ধিষ্ণু » ক্ষয়িষ্ণু বহির্ভূত » অন্তর্ভুক্ত বাচাল » মিতভাষী/স্বল্পভাষী বামপন্থী » ডানপন্থী বিগ্রহ » সন্ধি বিজেতা » বিজিত মুখ বিধর্মী » স্বধর্মী বিপদ » নিরাপদ বিপন্নতা » নিরাপত্তা বিফলতা » সফলতা বিবাদ » মিত্রতা/সুবাদ বিমুখ » উন্মখ বিয়ােগান্ত » মিলনান্ত বিয়ােগান্তক » মিলনান্তক বিরক্ত » সন্ত/অনুরক্ত বিৱত » নিরত বিরল » বহুল মিথ্যা » সত্য মিলন » বিরহ মুক্ত » বন্দী মুখ্য » গৌণ মূর্ত » বিমূর্ত মেঘ » রৌদ্র মৌখিক » লিখিত মৌন » মুখর মৌলিক » যৌগিক যতি » সংযতী যত্ন » অযত্ন যশ » অপযশ জানা » অজানা জালিয়াত » সজ্জন জিন্দা » মুর্দা জীবন » মরণ জীবিত » মৃত/হত জৈব » অজৈব জোড় » বিজোড় জোয়ার » ভাটা জোর » কমজোর জ্ঞাতমূল » অজ্ঞাতমূল | জ্যোৎস্না » অমাবস্যা ঝগড়া » ভাব টাটকা » বাসি টানা » পােড়েন সংযুক্ত » বিযুক্ত সংযােগ » বিয়ােগ সংযােজন » বিয়ােজন সংশয় » প্রত্যয় সংশ্লিষ্ট » বিশিষ্ট সংশ্লেষণ » বিশ্লেষণ সংহত » বিভক্ত সকর্মক » অর্মক সকাল » বিকাল সক্রিয় » নিষ্ক্রিয় সক্ষম » অক্ষম সচল » নিশ্চল সচেষ্ট » নিশ্চেষ্ট সচ্চরিত্র » দুশ্চরিত্র সজাগ » নিদ্রিত সদাচার » কদাচার সদৃশ গণ » বিসদৃশ সদ্ভাব » বিরােধ সধবা » বিধবা সন্ধি » বিগ্রহ সন্ধ্যা » সকাল সন্নিকৃষ্ট » বিপ্রকৃষ্ট সন্নিধান » ব্যবধান সবল » দুর্বল সক » নির্বাক সমক্ষ » পরােক্ষ সমতল » অসমতল সমাপিকা » অসমাপিকা সমাপ্ত » আরম্ভ লিপ্ত » নির্লিপ্ত লেজ » মাখা লেন » দেন লেনা » দেনা লৌকিক » অলৌকিক শঠ » শঠতা সাধু » সাধুতা শয়ন » উত্থান শান্ত » দুরন্ত শায়িত » উথিত শারীরিক » মানসিক শালীন » অশালীন শাসক » শাসিত শিক্ষক » শিক্ষকা শিষ্ট » অশিষ্ট শিষ্য » গুরু শুচি » অশুচি শােভন » অশােভন শ্রদ্ধা » ঘৃণা শ্রম » বিশ্রাম শ্রীল » অশ্লীল সম্পল » বিপল সম্প্রসারণ » সংকোচন সম্মুখ » পশ্চাত সরল » কুটিল সসীম « » অসীম সহযােগ » অসহযােগ সহযােগী » প্রতিযােগী সহিষ্ণু » অসহিষ্ণু সাকার » নিরাকার সাক্ষর » নিরক্ষর সাদৃশ্য » বৈসাদৃশ্য সাফল্য » ব্যর্থতা সাবধান » অসাবধান সাবালক » নাবালক সাবালিকা » নাবালিকা সাম্য » বৈষম্য সার » অপসার/অসার সার্থক » নিরর্থক সাহসিকতা » ভীরুতা সাহসী » ভীরু সুকৃতি » দুস্কৃতি সুগম » দুর্গম সুদর্শন » কুদর্শন সুন্দর » কুৎসিত সুপ্ত » জাগ্রত সুলভ » দুর্লভ সুশীল » দুঃশীল সুশ্রী » বিশ্রী সুষম » অসম সুসহ » দুঃসহ সৌভাগ্যবান » দুর্ভাগ্যবান অস্থির » চঞ্চল স্বকীয় » পরকীয় ঠান্ডা » গরম ঠিক » বেঠিক ডাব » নারকেল কাছে » দূরে তৱল » কঠিন তরুণ » প্রবীণ তস্কর » সাধু তাজা » বাসি তাত » ঠাণ্ডা তাপ » শৈত তামসিক » রাজসিক তারুণ্য » বার্ধক্য তিক্ত » মধুর তৃপ্তি » অতৃপ্তি তেজ » নিস্তেজ ত্যাগ » ভোগ ঘরে » বাইরে ঘরােয়া » আনুষ্ঠানিক ঘাটতি » বাড়তি ঘাত » প্রতিঘাত চঞ্চল » স্থির চটুল » গম্ভীর চড়াই » উরাই চতুর » নির্বোধ চয় » অপচয় চলিত » অচলিত চিন্তনীয় » অচিন্ত্য/অচিন্তনীয় চিন্ময় » মৃন্ময় চিরায়ত » সাময়িক ছানা » ধাড়ী ছেলেমি » বুড়োমি জটিল » সরল জড় » চেতন জনাকীর্ণ » জনবিরল জমা » খরচ জয় » পরাজয় জরা » যৌবন জরিমানা » বকশিশ জাগরিত » নিদ্রিত জাগ্রত » ঘুমন্ত জাতীয় » বিজাতীয় |
“বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ (Antonyms) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ (Antonyms) pdf in Bengali [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High File
Size:- 2 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here