নার্সিং ভর্তি পরীক্ষার MCQ | ANM GNM Question Answer in Bengali MCQ

নার্সিং ভর্তি পরীক্ষার MCQ | ANM GNM Question Answer in Bengali MCQ

1. যক্ষ্মারোগে প্রাথমিকভাবে শরীরের কোন্ অঙ্গ আক্রান্ত হয়?
(a) যকৃত
(b) গলা
(c) ফুসফুস
(d) লসিকাগ্রন্থি

উত্তর:- (c) ফুসফুস

2. সালোকসংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহকটি হল-
(a) প্লাস্টোকুইনোন
(b) ফ্ল্যাভোপ্রোটিন
(c) সাইটোক্রোম
(d) প্লাস্টোসায়ানিন

উত্তর:- (a) প্লাস্টোকুইনোন

3. আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত?
(a) 50%
(b) 75%
(c) 100%
(d) 60%

উত্তর:- (c) 100%

4. E.M.P. পথ কাকে বলে?
(a) অবাতশ্বসন
(b) সবাতশ্বসন
(c) ক্রেবসচক্র
(d) গ্লাইকোলিসিস

উত্তর:- (d) গ্লাইকোলিসিস

5. ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয়?
(a) ইনসুলিন
(b) গ্যাস্ট্রিন
(c) গ্লুকাগন
(d) কোনোটিই নয়

উত্তর:- (a) ইনসুলিন

6. অধিশোষণ পদার্থের কোন্ তল দ্বারা ঘটে?
(a) উল
(b) পার্শ্বতল
(c) পৃষ্ঠতল
(d) নিম্নল

উত্তর:- (c) পৃষ্ঠতল

7. জারক পদার্থ নিজে কি হয়—
(a) দ্রবীভূত হয়
(b) জারিত হয়
(c) বিজারিত হয়
(d) কেলাসিত হয়

উত্তর:- (c) বিজারিত হয়

8. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?
(a) পৃথিবীর কেন্দ্রে
(b) খনিগর্ভে
(c) মেরু অঞ্চলে
(d) নিরক্ষীয় অঞ্চলে

উত্তর:- (c) মেরু অঞ্চলে

9. ‘Hotdilute Soup’ধারণাটি কে দেন?
(a) ফক্স
(b) কেলভিন
(c) হল্ডেন
(d) কোপারনিকাস

উত্তর:- (c) হল্ডেন

10. নীচের কোনটি চকচকে অধাতু?
(a) ক্লোরিন
(b) গ্রাফাইট
(c) সালফার
(d) অক্সিজেন

উত্তর:- (b) গ্রাফাইট।