নার্সিং এন্ট্রান্স পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ANM and GNM Questions Answers Download
1. মহিলাদের শরীরে অস্টিওপোরোসিস কোন বয়সে লক্ষ্য করা যায়?
উত্তর:- ৪০ থেকে ৪৫ বছর বয়সে।
2. কোন ভিটামিনকে বায়োটিন বলা হয়?
উত্তর:- ভিটামিন H / ভিটামিন B7
3. ফ্যাট কিসে দ্রবনীয় হয়?
উত্তর:- ইথার ও ক্লোরোফর্ম।
4. ক্রেবস চক্র প্রক্রিয়ায় মোট কত অনু এটিপি তৈরি হয়?
উত্তর:- ১২ অনু।
5. ক্ষুদ্রান্ত্রের ‘C’ আকৃতির অংশকে কি বলা হয়ে থাকে?
উত্তর:- ডিওডিনাম।
6. দেহকলা স্থানে তরল পদার্থ সঞ্চিত হয়ে ফুলে ওঠে একে কি বলা হয়ে থাকে?
উত্তর:- ইডেমা।
7. “Heart of Heart” কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- হিজ-এর বান্ডিল।
8. হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠটির প্রাচীর সবচেয়ে মোটা হয়?
উত্তর:- বাম নিলয়।
9. কোন স্তন্যপায়ীটির RBC নিউক্লিয়াস যুক্ত হয়?
উত্তর:- উট।
10. কোন গ্রন্থি থেকে হরমোন উৎপাদন হয় না?
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
উত্তর:- প্লীহা।
11. দেহের সবচেয়ে বড় স্নায়ুটির নাম কী?
উত্তর:- ভেগাস।
12. গ্যাস্ট্রিন কোথা ক্ষরিত ক্ষরিত হয়?
উত্তর:- পাকস্থলী।
13. কোন হরমোন রক্তচাপ বাড়াতে সাহায্য করে?
উত্তর:- আড্রিনালিন।
14. বিজ্ঞানী লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তর:- ২৪ টি ভাগে।
15. প্রাকৃতিক শ্রেনিবিন্যাস প্রবর্তন করেছিলেন কোন বিজ্ঞানী?
উত্তর:- বেন্থাম ও হুকার।
16. পাইরিনয়েড দানা পাওয়া যায় কোন কোষ অঙ্গানুতে?
উত্তর:- প্লাস্টিড।
17. জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় এমন শৈবালের নাম কি?
উত্তর:- অ্যানাবিনা, নস্টক।
18. সীসার আকরিকের নাম নাম কী?
উত্তর:- গ্যালেনা।
19. ‘পিউটার’ ধাতু সংকরে কী কী উপাদান থাকে?
উত্তর:- ৫০% সীসা ও ৫০% টিন।
20. তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে?
উত্তর:- হাইড্রোজেনের নিচে।