নার্সিং এন্ট্রান্স পরীক্ষার মকটেস্ট প্রশ্নোত্তর | ANM and GNM Mock Test Questions Answers

নার্সিং এন্ট্রান্স পরীক্ষার মকটেস্ট প্রশ্নোত্তর | ANM and GNM Mock Test Questions Answers

1. ‘ডেসিবেল’ একক দ্বারা কী পরিমাপ করা হয়?

উত্তর:- শব্দের তীব্রতার

2. তড়িচ্চালক বলের একক লেখো?

উত্তর:- তড়িচ্চালক বলের একক হল ভোল্ট।

3. বিদ্যুৎ এবং তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু কোনটি?

উত্তর:- রুপা

4. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত হয়?

উত্তর:- শূন্য

5. বরফের সঙ্গে সাধারণ লবণের মিশ্রনে বরফের গলনাঙ্ক কমে না বাড়ে?

উত্তর:- কমে

6. লোহার কোনো জিনিসের উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলা হয়?

উত্তর:- গ্যালভানাইজেশন

7. মটরগাড়ির হেড লাইটে কোন ধরনের দর্পন ব্যবহার করা হয়?

উত্তর:- অবতল

৪. রান্না করার হাঁড়ি কড়াইতে এলুমিনিয়াম ব্যবহৃত হয় কেন?

উত্তর:- কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।

9. ‘পারসেক’ একক দ্বারা কী পরিমাপ করা হয়?

উত্তর:- মহাকাশীয় দূরত্ব

10. পৃথিবীর ঘূর্ণনের কারণে আমরা ছিটকে পড়ি না, এর কারণ কী?

উত্তর:- মধ্যাকর্ষণ বল

11. সাধারণ ক্যামেরায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে?

উত্তর:- উত্তল লেন্স

12. কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয়?

উত্তর:- কঠিন

13. কোন বস্তুর ত্বরণ বলতে কী বোঝানো হয়?

উত্তর:- সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।

14. বলের একক লেখো?

উত্তর:- নিউটন

15. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল এবং বায়বীয় সমস্ত অবস্থাতেই পাওয়া যায়?

উত্তর:- জল

16. বৃষ্টির ফোঁটার আকৃতি বৃত্তাকার হওয়ার কারন কী?

উত্তর:- পৃষ্টটান

17. জলের তাপমাত্রা 0° থেকে 4° তে উন্নীত করলে জলের ঘনত্ব কী হবে?

উত্তর:- বাড়বে

18. কার্জের একক লেখো।

উত্তর:- জুল

19. SI পদ্ধতিতে তাপমাত্রার একক লেখো।

উত্তর:- কেলভিন

20. বৈদ্যুতিক বাল্ব -এর আবিষ্কারক কে?

উত্তর:- টমাস এডিসন

21. কোনো বস্তুকে চাঁদে বা অন্য গ্রহে নিলে গেলে বস্তুর কি পরিবর্তন ঘটবে?

উত্তর:- বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে।

22. টেলিফোন -এর আবিষ্কারক কে?

উত্তর:- আলেকজান্ডার গ্রাহাম বেল।

23. 1 অশ্বক্ষমতা = কত ওয়াট?

উত্তর:- 746 ওয়াট।

24. ‘থিউরি অব রিলেটিভিটি’ -এর উদ্ভাবকের নাম উল্লেখ করো।

উত্তর:- আলবার্ট আইনস্টাইন।

নার্সিং এন্ট্রান্স পরীক্ষার মকটেস্ট প্রশ্নোত্তর | ANM and GNM Mock Test Questions Answers