Animal Hormone important solve paper || প্রানী হরমোন প্রশ্নোত্তর || জীবনবিজ্ঞান জিকে

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Animal Hormone important solve paper || প্রানী হরমোন প্রশ্নোত্তর || জীবন বিজ্ঞান জিকে. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Animal Hormone important solve paper || প্রানী হরমোন প্রশ্নোত্তর || জীবন বিজ্ঞান জিকে ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Animal Hormone important solve paper || প্রানী হরমোন প্রশ্নোত্তর || জীবন বিজ্ঞান জিকে || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Animal Hormone important solve paper || প্রানী হরমোন প্রশ্নোত্তর || জীবন বিজ্ঞান জিকে

১. প্রানী হরমোন কোথায় থেকে ক্ষরিত হয় ?

উত্তর: অন্তঃক্ষরা গ্রন্থি।

২. প্রোটিনধর্মী হরমোনের উদাহরণ দাও।

উত্তর: ইনসুলিন।

৩. লোকাল হরমোনের উদাহরণ দাও।

উত্তর: টেস্টোস্টেরন।

৪. ট্রপিক হরমোনের উদাহরণ দাও।

উত্তর: ACTH, TSH ও GTH .

৫. মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কাকে বলা হয় ?

উত্তর: পিটুইটারি গ্রন্থিকে।

৬. কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু গ্রন্থি কাকে বলা হয় ?

উত্তর: হাইপোথ্যালামাস।

৭. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী ?

উত্তর: ACTH, GH, ADH, TSH ও GTH .

৮. ACTH হরমোনের অধিক ক্ষরনে কোন রোগ হয় ?

উত্তর: কুর্শি বর্ণিত।

৯. কোন হরমোন বেশি ক্ষরনে অতিকায়ত রোগ হয় ?

উত্তর: GTH বা GH .

১০. কোন হরমোন কম ক্ষরনে বামনত রোগ হয় ?

উত্তর: GTH বা GH .

১১. কোন হরমোন স্তনদুগ্ধ ক্ষরনে সহয়তা করে ?

উত্তর: LTH বা প্রোল্যকটিন।

১২. কোন হরমোন কম ক্ষরনে বহুমূত্র রোগ হয় ?

উত্তর: ADH .

১৩. কোন হরমোন মানুষের ঘুমকে নিয়ন্ত্রন করে ?

উত্তর: মেলাটোলনিন।

১৪. কোন গ্রন্থি BMR নিয়ন্ত্রন করে ?

উত্তর: থাইরক্সিন।

১৫. Hashimto রোগ দেখা যায় কোন গ্রন্থিতে ?

উত্তর: থাইরয়েড।

১৬. গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে ?

উত্তর: থাইরক্সিন।

১৭. গয়টার রোগের ট্রিট্মেন্ট করা হয় কোন আইসোটোপের সাহায্যে ?

উত্তর: আয়োডিন ১৩১।

১৮.কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় ?

উত্তর: অগ্ন্যাশয়।

১৯. কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় ?

উত্তর: ইনসুলিন।

২০. কোন হরমোন কম ক্ষরনে ডায়াবেটিস রোগ হয় ?

উত্তর: ইনসুলিন।

২১. কোন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয় ?

উত্তর: অ্যাড্রিনালিন।

২২. সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলা হয় ?

উত্তর: অ্যাড্রিনাল।

২৩. কোন হরমোন ত্বকের ‘অ্যারেকটোরেস পিলাই ‘ নামক পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রোমকে খাড়া করে ?

উত্তর: অ্যাড্রিনালিন।

২৪. কোন হরমোন কম ক্ষরনে গলগণ্ড রোগ হয় ?

উত্তর: থাইরক্সিন।

২৫. কোন হরমোন বেশি ক্ষরনে গ্রেভ বর্ণিত বা বহিঃচক্ষু গলগণ্ড রোগ হয় ?

উত্তর: থাইরক্সিন।

২৬. কোন হরমোনের প্রভাবে পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন ঘটে ?

উত্তর: টেস্টোস্টেরন।

❏ হরমোনের বৈশিষ্ট্যগুলি হলঃ-

১) হরমোন একরকম স্টেরয়েড জৈব রাসায়নিক পদার্থ যা নিঃসৃত স্থান থেকে দূরবর্তী স্থানে সঞ্চিত হয়।

2) নিদিষ্ট স্থান ছাড়া দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না।

৩) হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী অথাৎ কেমিক্যাল হিসেবে কাজ করে।

৪) ধারাবাহিকভাবে রক্তে হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি বা কম থাকলে নানারকম সমস্যা দেখা যায়।

৫) হরমোন রাসায়নিক বার্তাবাহক হিসেবে রাসায়নিক সংযোগ স্থাপন করে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।