Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর কবিতা- “আমি দেখি” | Ami dhakhi poetry Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর কবিতা- “আমি দেখি” | Ami dhakhi poetry Questions Answers।
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর কবিতা- “আমি দেখি” | Ami dhakhi poetry Questions Answers
■ বিকল্পধর্মী প্রশ্নোত্তর:: [ মান- ১ ]
- ‘আমি দেখি’ কবিতায় কবি সভ্যতার কেমন পরিস্থিতি চান?
(ক) সভ্যতার বিনাশ চান (খ) সভ্যতার অবিনাশী জাগরণ চান (গ) আরণ্যক সভ্যতার কামনা করছেন (ঘ) সবুজে ভরিয়ে দিয়ে নীরোগ সভ্যতা কামনা করছেন
উত্তর:- (ঘ) সবুজে ভরিয়ে দিয়ে নীরোগ সভ্যতা কামনা করছেন।
- “আমার দরকার শুধু গাছ দেখা” – কেন কবি এরকম চান?
(ক) শরীরের প্রয়োজনে এরকম চান (খ) চোখের প্রয়োজনে এরকম চান (গ) কবিতার প্রয়োজনে এরকম চান (ঘ) বাগানের প্রয়োজনে এরকম চান
উত্তর:- (ক) শরীরের প্রয়োজনে এরকম চান
- “শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়”- এখানে ‘শহরের অসুখ’ বিলতে কী বোঝানো হয়েছে?
(ক) নাগরিক কৃত্রিমতাকে বোঝানো হয়েছে (খ) ম্যালেরিয়াকে বোঝানো হয়েছে (গ) ক্লিপটোম্যানিয়া বোঝানো হয়েছে (ঘ) কলেরাকে বোঝানো হয়েছে।
উত্তর:- (ক) নাগরিক কৃত্রিমতাকে বোঝানো হয়েছে।
- “গাছ তুলে আনো বাগানে বসাও”– কী কারণে একথা বলা হয়েছে?
(ক) মন সবুজ চায় তাই বলা হয়েছে (খ) দেহ সবুজ বাগান চায় তাই বলা হয়েছে (গ) প্রাণ সবুজ বাগান চায় তাই বলা হয়েছে (ঘ) আত্মা সবুজ বাগান চায় তাই বলা হয়েছে।
উত্তর:- (খ) দেহ সবুজ বাগান চায় তাই বলা হয়েছে।
- “বহুদিন জঙ্গলে কাটেনি দিন”– তার কারণ হিসেবে কবি কী বলেছেন?
(ক) দীর্ঘদিন বিদেশে ছিলেন তাই একথা বলেছেন (খ) দীর্ঘদিন শহরে ছিলেন তাই একথা বলেছেন (গ) দীর্ঘদিন অসুস্থ ছিলেন তাই একথা বলেছেন (ঘ) দীর্ঘদিন গ্রামে ছিলেন তাই একথা বলেছেন
উত্তর:- (খ) দীর্ঘদিন শহরে ছিলেন তাই একথা বলেছেন
- “সবুজের ভীষণ দরকার”– কীসের জন্য সবুজের দরকার?
(ক) সৌন্দর্যের জন্য সবুজের দরকার (খ) পরিত্রাণের জন্য সবুজের দরকার (গ) আরোগ্যের জন্য সবুজের দরকার (ঘ) উৎসবের জন্য সবুজের দরকার
উত্তর:- (গ) আরোগ্যের জন্য সবুজের দরকার
■ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান- ১]
- ‘আমি দেখি’ এই কবিতা অনুযায়ী গাছেদের কী আমাদের দেহের উপকার সাধন করে?
উত্তর:- ‘আমি দেখি’ এই কবিতা অনুযায়ী গাছের সবুজ আমাদের দেহের উপকার সাধন করে।
- “সবুজের অনটন ঘটে”– কোথায় স্থানে, কেন সবুজের অনটন ঘটে চলছে?
উত্তর:- আধুনিক নগরসভ্যতা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে চলেছে। আগ্রাসী এই নাগরিক সভ্যতা হাঁ-করে সবুজ খায় বলেই প্রকৃতির বুকে এবং কবিমনে সবুজের অনটন ঘটছে।
- “তাই বলি, গাছ তুলে আনো”—কেন কবি গাছ তুলে আনার পরামর্শ দিয়েছেন?
উত্তর:- শহরের মানুষ গাছ কেটে সেই স্থানে ঘর তৈরি করার ফলে সবুজ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এভাবে সবুজের অনটন রোধ করার জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে এনে বাগানে বসানোর পরামর্শ দিয়েছেন।
- আমি দেখি’ কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের চোখ ও দেহ কী কামনা করেছে?
উত্তর:- আধুনিক নাগরিক সভ্যতার বিবর্ণ যান্ত্রিকতায় বন্দি হয়েছে কবির চোখ এবং দেহ। তাই আন্তরিকভাবে কবি আবার সজীব প্রাণময় হয়ে ওঠার জন্যই গাছের সবুজ ফিরিয়ে আনার কামনা করছেন।
Pradip
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।