গণিতের সকল সূত্র সমূহ PDF – All Math Formula in Bengali – পাটিগণিত || বীজগণিত ||জ্যামিতি || ত্রিকোনমিতি || পরিমিতি

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি All Math Formula in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গণিতের সকল সূত্র সমূহ PDF – All Math Formula in Bengali. নিচে  All Math Formula in Bengali set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই গণিতের সকল সূত্র সমূহ PDF – All Math Formula in Bengali টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

গণিতের সকল সূত্র সমূহ PDF – All Math Formula in Bengali

পাটিগণিত ও পরিমিতি

অঙ্ক – Digit

অনুপাত – Ratio

মৌলিক সংখ্যা – Prime number

পূর্ণবর্গ – Perfect square

উৎপাদক – Factor

ক্রমিক সমানুপাতী – Continued proportion

ক্রয়মূল্য – Cost price

ক্ষতি – Loss

গড় – Average

গতিবেগ – Velocity

গুণফল – Product

গ.সা.গু – Highest Common Factor

ঘাত – Power

ঘনমূল – Cube root

ঘনক – Cube

ঘনফল – Volume

পূর্নসংখ্যা – Integer

চাপ – Arc

চোঙ – Cylinder

জ্যা – Chord

জোড় সংখ্যা – Even number

ধ্রুবক – Constant

পরিসীমা – Perimeter

বাস্তব – Real

বর্গমূল – Square root

ব্যস্ত অনুপাত – Inverse ratio

বিজোড়সংখ্যা – Odd number

বিক্রয়মূল্য -Selling price

বীজগণিত – Algebra

মূলদ – Rational

মধ্য সমানুপাতী – Mean proportional

যােগফল – Sum

ল.সা.গু – Lowest Common Multiple

লব – Numerator

শতকরা – Percentage

সমানুপাত – Proportion

সমানুপাতী – Proportional

সুদ – Interest

হর – Denominator

জ্যামিতি

অতিভূজ – Hypotenuse

অন্তঃকোণ – Internal angle

অর্ধবৃত্ত – Semi-circle

অন্ত ব্যাসার্ধ – In-radius

আয়তক্ষেত্র – Rectangle

উচ্চতা – Height

কর্ণ – Diagonal

কোণ – Angle

কেন্দ্র – Centre

গােলক – Sphere

চতুর্ভুজ – Quadrilateral

চোঙ – Cylinder

জ্যামিতি – Geometry

দৈর্ঘ্য – Length

পঞ্চভূজ – Pentagon

প্রস্থ – Breadth

পূরককোন – Complementary angles

বাহু – Side

বৃত্ত – Circle

ব্যাসার্ধ – Radius

ব্যাস – Diameter

বহুভূজ – Polygon

বর্গক্ষেত্র – Square

বহি:স্থ – External

শঙ্কু – Cone

সমকোণ – Right angle

সমবাহু ত্রিভূজ – Equilateral triangle

অসমবাহু ত্রিভূজ – Scalene triangle

সমদ্বিবাহু ত্রিভূজ – Isosceles Triangle

সমকোণী ত্রিভুজ – Right angled triangle

সূক্ষ্মকোণী – Acute angled triangle

স্থূলকোণী ত্রিভুজ – Obtuse angled triangle

সমান্তরাল – Parallel

সরলরেখা – Straight line

সম্পূরক কোণ – Supplementary angles

সদৃশকোণী – Equiangular

বীজগণিতের সূত্র

  1. (a+b)² = a²+2ab+b²
  2. (a+b)² = (a-b)²+4ab
  3. (a-b)² = a²-2ab+b²
  4. (a-b)² = (a+b)²-4ab
  5. a² + b² = (a+b)²-2ab.
  6. a² + b² = (a-b)²+2ab.
  7. a²-b² = (a +b)(a -b)
  8. 2(a²+b²) = (a+b)²+(a-b)²
  9. 4ab = (a+b)²-(a-b)²
  10. ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
  11. (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
  12. (a+b)³ = a³+3a²b+3ab²+b³
  13. (a+b)³ = a³+b³+3ab(a+b)
  14. (a-b)³ = a³-3a²b+3ab²-b³
  15. (a-b)³ = a³-b³-3ab(a-b)
  16. a³+b³ = (a+b) (a²-ab+b²)
  17. a³+b³ = (a+b)³-3ab(a+b)
  18. a³-b³ = (a-b) (a²+ab+b²)
  19. a³-b³ = (a-b)³+3ab(a-b)
  20. (a² + b² + c²) = (a + b + c)² – 2(ab + bc + ca)
  21. 2 (ab + bc + ca) = (a + b + c)² – (a² + b² + c²)
  22. (a + b + c)³ = a³ + b³ + c³ + 3 (a + b) (b + c) (c + a)
  23. a³ + b³ + c³ – 3abc = (a+b+c)(a² + b²+ c²–ab–bc– ca)
  24. a3 + b3 + c3 – 3abc = ½ (a+b+c) { (a–b)²+(b–c)²+(c–a)²}
  25. (x + a) (x + b) = x² + (a + b) x + ab
  26. (x + a) (x – b) = x² + (a – b) x – ab
  27. (x – a) (x + b) = x² + (b – a) x – ab
  28. (x – a) (x – b) = x² – (a + b) x + ab
  29. (x+p) (x+q) (x+r) = x³ + (p+q+r) x² + (pq+qr+rp) x +pqr
  30. bc (b-c) + ca (c- a) + ab (a – b) = – (b – c) (c- a) (a – b)
  31. a² (b- c) + b² (c- a) + c² (a – b) = – (b-c) (c-a) (a – b)
  32. a (b² – c²) + b (c² – a²) + c (a² – b²) = (b – c) (c – a) (a – b)
  33. a³ (b – c) + b³ (c-a) +c³ (a -b) = – (b-c) (c-a) (a – b)(a + b + c)
  34. b²- c² (b² – c²) + c²a² (c² – a²) + a²b² (a² – b²) = -(b – c ) (c – a) (a – b) (b + c) (c + a) (a + b)
  35. (ab + bc+ca) (a+b+c) – abc = (a + b)(b + c) (c+a)
  36. (b + c) (c + a) (a + b) + abc = (a + b + c) (ab + bc + ca)

আয়তক্ষেত্রের সূত্র

1.আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক

2.আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)একক

3.আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য²+প্রস্থ²)একক

4.আয়তক্ষেত্রের দৈর্ঘ্য= ক্ষেত্রফল÷প্রস্ত একক

5.আয়তক্ষেত্রের প্রস্ত= ক্ষেত্রফল÷দৈর্ঘ্য একক

বর্গক্ষেত্রের সূত্র

1.বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক

2.বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক

3.বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক

4.বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা ÷ 4 একক

ত্রিভূজের সূত্র

1.সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²

2.সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)

3.বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √s(s – a) (s-b) (s-c)

এখানে a, b, c ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, s = অর্ধপরিসীমা পরিসীমা 2s = (a+b+c)

  1. সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½

(ভূমি×উচ্চতা) বর্গ একক

5.সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b)

এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.

6.সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4 এখানে, a= ভূমি; b= অপর বাহু।

7.ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)

8.সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ লম্ব²+ভূমি²

9.লম্ব =√অতিভূজ²-ভূমি²

10.ভূমি = √অতিভূজ²-লম্ব²

11.সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² – a²/4

এখানে a= ভূমি; b= সমান দুই বাহুর দৈর্ঘ্য।

12.ত্রিভুজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি

রম্বসের সূত্র

1.রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)

2.রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য

সামান্তরিকের সূত্র

1.সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা =

2.সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)

ট্রাপিজিয়ামের সূত্র

  1. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যােগফল)×উচ্চতা

ঘনকের সূত্র

1.ঘনকের ঘনফল = (যেকোন বাহু)³ ঘন একক

2.ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক

3.ঘনকের কর্ণ = √3×বাহু একক

আয়তঘনকের সূত্র

1.আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক

2.আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক

[ যেখানে a = দৈর্ঘ্য b = প্রস্ত c = উচ্চতা ]

3.আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক

  1. চারি দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ)×উচ্চতা

বৃত্তের সূত্র

1.বৃত্তের ক্ষেত্রফল = πr²=22/7r² {এখানে π=ধ্রুবক 22/7, বৃত্তের ব্যাসার্ধ= r}

  1. বৃত্তের পরিধি = 2πr
  2. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক
  3. গোলকের আয়তন = 4πr³÷3 ঘন একক
  4. h উচ্চতায় তলচ্চেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ = √r²-h² একক

6.বৃত্তচাপের দৈর্ঘ্য s=πrθ/180° ,

এখানে θ = কোণ

সমবৃত্তভূমিক সিলিন্ডার / বেলনের সূত্র

সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,

1.সিলিন্ডারের আয়তন = πr²h

2.সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল (সিএসএ) = 2πrh।

3.সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল (টিএসএ) = 2πr (h + r)

সমবৃত্তভূমিক কোণকের সূত্র

সমবৃত্তভূমিক ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,

1.কোণকের বক্রতলের ক্ষেত্রফল = πrl বর্গ একক

2.কোণকের সমতলের ক্ষেত্রফল = πr(r+l) বর্গ একক

3.কোণকের আয়তন = ⅓πr²h ঘন একক

বহুভুজের কর্ণের সংখ্যা = n(n-3)/2

বহুভুজের কোণগুলির সমষ্টি = (2n-4)সমকোণ

এখানে n = বাহুর সংখ্যা

চতুর্ভুজের পরিসীমা = চার বাহুর সমষ্টি

ত্রিকোণমিতির সূত্রাবলী

  1. sinθ = लম্ব/অতিভূজ
  2. cosθ = ভূমি/অতিভূজ
  3. taneθ = लম্ব/ভূমি
  4. cotθ = ভূমি/লম্ব
  5. secθ = অতিভূজ/ভূমি
  6. cosecθ = অতিভূজ/লম্ব
  7. sinθ = 1/cosecθ, cosecθ = 1/sinθ
  8. cosθ =1/secθ, secθ = 1/cosθ
  9. tanθ =1/cotθ, cotθ =1/tanθ
  10. sin²θ + cos²θ = 1
  11. sin²θ = 1 – cos²θ
  12. cos²θ = 1- sin²θ
  13. sec²θ – tan²θ = 1
  14. sec²θ = 1+ tan²θ
  15. tan²θ = sec²θ – 1
  16. cosec²θ – cot²θ = 1
  17. cosec²θ = cot²θ + 1
  18. cot²θ = cosec²θ – 1

বিয়ােগের সূত্রাবলি

  1. বিয়ােজন – বিয়োজ্য = বিয়োগফল।

2.বিয়ােজন = বিয়ােগফ + বিয়ােজ্য

3.বিয়ােজ্য = বিয়ােজন-বিয়ােগফল

গুণের সূত্রাবলি

1.গুণফল = গুণ্য × গুণক

2.গুণক = গুণফল ÷ গুণ্য

3.গুণ্য = গুণফল ÷ গুণক

ভাগের সূত্রাবলি

নিঃশেষে বিভাজ্য না হলে।

  1. ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।
  2. ভাজ্য = (ভাজ্য — ভাগশেষ) ÷ ভাগফল।
  3. ভাগফল = (ভাজ্য — ভাগশেষ) ÷ ভাজক।

নিঃশেষে বিভাজ্য হলে।

  1. ভাজক = ভাজ্য÷ ভাগফল।
  2. ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
  3. ভাজ্য = ভাজক × ভাগফল।

ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু সূত্রাবলী

  1. ভগ্নাংশের গ.সা.গু = লব গুলাের গ.সা.গু / হর গুলাের ল.সা.গু
  2. ভগ্নাংশের ল.সা.গু = লব গুলাের ল.সা.গু /হর গুলার গ.সা.গু
  3. ভগ্নাংশদ্বয়ের গুণফল = ভগ্নাংশদ্বয়ের ল.সা.গু × ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু.

গড় নির্ণয়ের সূত্র

  1. গড় = রাশি সমষ্টি / রাশি সংখ্যা
  2. রাশির সমষ্টি = গড় × রাশির সংখ্যা
  3. রাশির সংখ্যা = রাশির সমষ্টি ÷ গড়
  4. আয়ের গড় = মােট আয়ের পরিমাণ / মােট লােকের সংখ্যা
  5. সংখ্যার গড় = সংখ্যাগুলাের যােগফল / সংখ্যার পরিমান বা সংখ্যা
  6. ক্রমিক ধারার গড় = শেষ পদ +১ম পদ /2

সুদকষার পরিমান নির্নয়ের সূত্রাবলী

  1. সুদ = (সুদের হার × আসল × সময়) ÷ ১০০
  2. সময় = (100 × সুদ) ÷ (আসল × সুদের হার)
  3. সুদের হার = (100 × সুদ) ÷ (আসল × সময়)
  4. আসল = (100 × সুদ) ÷ (সময় × সুদের হার)
  5. আসল = {100 × (সুদ – মূল)} ÷ (100 + সুদের হার × সময় )
  6. সুদাসল = আসল + সুদ
  7. সুদাসল = আসল × (1 + সুদের হার) × সময় |[চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে]।

লাভ – ক্ষতির এবং ক্রয় – বিক্রয়ের সূত্রাবলী

  1. লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
  2. ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
  3. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য-লাভ

অথবা

ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি

  1. বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ

অথবা

বিক্রয়মূল্য = ক্রয়মূল্য – ক্ষতি

সরল সুদ -এর সূত্র

যদি আসল = P

সময় =T

সুদের হার = R

সুদ – আসল = A হয়, তাহলে

  1. সুদের পরিমাণ = PRT/100
  2. আসল = 100 × সুদ – আসল (A) / 100 + TR

কোন কিছুর গতিবেগ 

  1. গতিবেগ = অতিক্রান্ত দূরত্ব/সময়
  2. অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ × সময়
  3. সময় = মোট দূরত্ব/বেগ
  4. স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ।
  5. স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ – স্রোতের গতিবেগ

উদাহারণ : 

১. নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে 2 কি.মি.। স্রোতের বেগ কত ?

ব্যাখ্যা – স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ – স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /2

= (10 – 2)/2=

= 4 কি.মি.

২. একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কি.মি.

যায়। নৌকার বেগ কত ?

ব্যাখ্যা –

নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/2

= (8 + 4)/2

=6 কি.মি.

৩. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কি.মি. ও 5 কি.মি.। নদীপথে 45 কি.মি. পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?

ব্যাখ্যা –

মােট সময় = [(মােট দূরত্ব/ অনুকূলে বেগ) + (মােট দূরত্ব/প্রতিকূলে বেগ)]

উত্তর:স্রোতের অনুকূলে নৌকারবেগ = (10 + 5) = 15 কি.মি.

স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (10 – 5) = 5কি.মি.

[(45/15) + (45/5)]

= 3 + 9

= 12 ঘন্টা

জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা সংক্রান্ত

  1. জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড় সংখ্যা।

যেমন – 2 + 6 = 8.

  1. জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা।

যেমন – 6 + 7 = 13.

  1. বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = জোড় সংখ্যা।

যেমন – 3 + 5 = 8.

  1. জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড় সংখ্যা।

যেমন – 6 × 8 = 48.

  1. জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড় সংখ্যা।

যেমন – 6 × 7 = 42

  1. বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা।

যেমন – 3 × 9 = 27

  1. সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল –

(যখন সংখ্যাটি1 থেকে শুরু)1+2+3+4+……+ n হলে এরূপ ধারার সমষ্টি = [n (n + 1)/2]

n = শেষ সংখ্যা বা পদ সংখ্যা s = যোগফল

প্রশ্ন- 1 + 2 + 3 + ….+ 100 =?

সমাধান : [n(n + 1)/2]

= [100(100 + 1)/2]

= 5050

  1. সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে –

প্রথম n পদের বর্গের সমষ্টি

S = [n(n + 1)2n + 1)/6]

(যখন 1² + 2²+ 3² + 4²…….. + n²)

প্রশ্ন- (1² + 3²+ 5² + ……. + 31²) সমান কত ?

সমাধান : S = [n(n + 1)2n + 1)/6]

= [31(31 + 1)2 × 31 + 1)/6]

=31

  1. সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-

প্রথম n পদের ঘনের সমষ্টি S = [n(n + 1)/2]2

(যখন 1³ + 2³ + 3³+………….+ n³)

প্রশ্ন- 1³+2³+3³+4³+…………+10³= ?

সমাধান : [n(n + 1)/2]2

= [10(10 + 1)/2]2

= 3025

  1. পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রে-

পদ সংখ্যা N = [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] + 1

প্রশ্ন- 5+10+15+…………+50=?

সমাধান : পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি] + 1

= [(50 – 5)/5] + 1

=10

সুতরাং পদ সংখ্যার সমষ্টি

= [(5 + 50)/2] ×10

= 275

  1. n তম পদ= a + (n – 1)d

এখানে, n =পদসংখ্যা, a = 1ম পদ, d = সাধারণ অন্তর

প্রশ্ন- 5 + 8 + 11+ 14 +…….ধারাটির কোন পদ 302?

সমাধান : ধরি, n তম পদ = 302

বা, a + (n – 1)d = 302

বা, 5 + (n – 1)3 = 302

বা, 3n = 300

বা, n = 100

  1. সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল – S = M² এখানে, M = মধ্যেমা = (1ম সংখ্যা + শেষ সংখ্যা)/2

প্রশ্ন-1 + 3 + 5 + …….+ 19 = কত?

সমাধান : S = M²

= {(1 + 19)/2}²

= (20/2)²

= 100

বর্গ

(1)² = 1

(11)² = 121

(111)² = 12321

(1111)² = 1234321

(11111)² = 123454321

নিয়ম – 

যতগুলো 1 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে 1 থেকে শুরু করে পর পর সেই সংখ্যা পর্যন্ত লিখতে হবে এবং তারপর সেই সংখ্যার পর থেকে অধঃক্রমে পরপর সংখ্যাগুলো লিখে 1 সংখ্যায় শেষ করতে হবে।

(3)² = 9, (33)² = 1089, (333)² = 110889, (3333)² = 11108889, (33333)² = 1111088889

যতগুলি 3 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে এককের ঘরে 9 এবং 9 এর বাঁদিকে তার চেয়ে (যতগুলো 3 থাকবে) একটি কম সংখ্যক 8, তার পর বাঁদিকে একটি 0 এবং বাঁদিকে 8 এর সমসংখ্যক 1 বসবে।

(6)² = 36, (66)² = 4356, (666)² = 443556, (6666)² = 44435556, (66666)² = 4444355556

যতগুলি 6 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে এককের ঘরে 6 এবং 6 এর বাঁদিকে তার চেয়ে (যতগুলো 6 থাকবে) একটি কম সংখ্যক 5, তার পর বাঁদিকে একটি 3 এবং বাঁদিকে 5 এর সমসংখ্যক 4 বসবে।

(9)² = 81, (99)² = 9801, (999)² = 998001, (9999)² = 99980001, (99999)² = 9999800001

যতগুলি 9 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে এককের ঘরে 1 এবং 1 এর বাঁদিকে তার চেয়ে (যতগুলো 9 থাকবে) একটি কম সংখ্যক 0, তার পর বাঁদিকে একটি 8 এবং বাঁদিকে 0 এর সমসংখ্যক 9 বসবে।

1-100 পর্যন্ত মৌলিক সংখ্যা সহজে মনে রাখার উপায় –

শর্টকাট : 44 – 22 – 322 – 321

1থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা = 25 টি

1থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা = 4 টি 2, 3, 5, 7

11থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা = 4 টি 11, 13, 17, 19

21থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা = 2 টি 23, 29

31থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা = 2 টি 31, 37

41থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা = 3 টি 41, 43, 47

51থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা = 2 টি 53, 59

61থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা = 2টি 61, 67

71থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা = 3টি 71, 73, 79

81থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা = 2টি 83, 89

91থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা = 1টি 97

1-100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25 টি

2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97

1-100পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল = 1060।

গণিতের জনকগণ / Father

  1. Numerology (সংখ্যাতত্ত্ব) – Pythagoras (পিথাগোরাস)
  2. Geometry (জ্যামিতি) – Euclid (ইউক্লিড)
  3. Calculus (ক্যালকুলাস) – Newton (নিউটন)
  4. Matrix (ম্যাট্রিক্স) – Arthur Cayley (অর্থার ক্যালে)
  5. Trigonometry (ত্রিকোণমিতি) – Hipparchus (হিপ্পারচাস)
  6. Asthmatic(পাটিগণিত) – Brahmagupta (ব্রহ্মগুপ্ত)
  7. Algebra (বীজগণিত) – Muhammad ibn Musa al-Khwarizmi (মােহাম্মদ মুসা আল খারিজমী)
  8. Logarithm (লগারিদম) – John Napier (জন নেপিয়ার)
  9. Set theory (সেট তত্ত্ব) – George Cantor (জর্জ ক্যান্টর)
  10. Zero (শূন্য) – Brahmagupta (ব্রহ্মগুপ্ত)

রোমান সংখ্যা≠ (Roman numerals)

1: I, 2: II, 3: III, 4: IV, 5: V, 6: VI, 7: VII, 8: VIII, 9: IX, 10: X, 11: XI, 12: XII, 13: XIII, 14: XIV, 15: XV, 16: XVI, 17: XVII, 18: XVIII, 19: XIX, 20: XX, 30: XXX, 40: XL, 50: L, 60: LX, 70: LXX, 80: LXXX, 90: XC, 100: C, 200: CC, 300: CCC, 400: CD, 500: D, 600: DC, 700: DCC, 800: DCCC, 900: CM, 1000: M

🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?

উওরঃ- ভ্যাটিকান।

  1. জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?

উওরঃ- চীন।

  1. জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?

উওরঃ- ভ্যাটিকান।

  1. পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কত?

উওরঃ- ২৩৩ টি।

  1. পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত?

উওরঃ- ২০৩ টি।

  1. পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?

উওরঃ- ১৯৫ টি।

  1. জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?

উওরঃ- ১৯৩ টি।(কসোভো ও ভ্যাটিক্যান সিটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র নয়)

  1. পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?

উওরঃ- ১২২ টি।

  1. পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি?

উওরঃ- হ্যামারফাস্ট (নরওয়ে)।

  1. পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?

উওরঃ- পুয়োটো উইলিয়াম (চিলি)।

  1. পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?

উওরঃ- চিলি।

  1. পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?

উওরঃ- ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত)।

  1. পৃথিবীর খন্ডিত রাষ্ট্রগুলো কী কী?

উওরঃ- জাপান, ইন্দোনেশিয়া।

  1. পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?

উওরঃ- রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।

  1. বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?

উওরঃ- ইন্দোনেশিয়া।

  1. বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?

উওরঃ- চীন। ১৪ টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।

  1. পৃথিবীতে মহাসাগর রয়েছে কতটি ও কী কী?

উওরঃ- ৫ টি। যথাঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর,
উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।

  1. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?

উওরঃ- প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.)

  1. টাইটানিক জাহাজ ডুবে যায় কত সালে?

উওরঃ- ১৯১২ সালে।

  1. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

উওরঃ- ট্রিগভেলি (নরওয়ে)।

  1. প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান কে?

উওরঃ- আনোয়ার সাদাত।

  1. বিশ্ব জনসংখ্যা দিবস কবে?

উওরঃ- ১১ জুলাই।

  1. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

উওরঃ- ৭ এপ্রিল।

  1. SAPTA ভূক্ত দেশ কয়টি?

উওরঃ- ৮ টি।

  1. UNICEF ও UNFPA এর সদর দপ্তর কোথায় অবাস্থিত?

উওরঃ- নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র।

  1. ভিয়েতনামের মুদ্রার নাম কি?

উওরঃ- ডং।

  1. বিশ্বের গভীরতম খাত কোনটি?

উওরঃ- ম্যারিয়ানা খাত।

  1. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?

উওরঃ- কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।

  1. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?

উওরঃ- জর্ডান।

  1. সবচেয়ে ছোট পাখির নাম কি?

উওরঃ- হামিং বার্ড।

  1. সর্ববৃহৎ সামুদ্রিক পাখির নাম কি?

উওরঃ- অ্যালবাটর্স।

  1. NASA এর সদর দপ্তর কথায় অবস্থিত?

উওরঃ- ওয়াসিংটন ডিসি।

  1. যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কি?

উওরঃ- কংগ্রেস।

  1. আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে?

উওরঃ- জর্জ ওয়াসিংটন।

  1. পলাশীর যুদ্ধ শুরু হয় কবে?

উওরঃ- ১৭৫৭ সালের ২৩ জুন।

  1. A Brief History of time- গ্রন্থের লেখক কে?

উওরঃ- স্টিফেন হকিং।

  1. প্রথম অলিম্পিক শুরু হয় কবে?

উওরঃ- ৭৭৬ খ্রিষ্টাব্দে।

  1. ইরাক- মার্কিন যুদ্ধ শুরু হয় কবে?

উওরঃ- ২০ মার্চ ২০০৩সালে।

  1. হিরোশিমায় এটম বোমা ফেলা হয় কবে?

উওরঃ- ১৯৪৫ সালের ৬ আগস্ট।

  1. “আবু সায়াফ” কি?

উওরঃ- ফিলিপাইনের গেরিলা সংস্থা।

  1. “ফোর্স সেভেনটিন” কি?

উওরঃ- ফিলিস্তিনের গেরিলা সংস্থা।

  1. “কারেন” কি?

উওরঃ- মায়ানমারের গেরিলা সংস্থা।

  1. পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?

উওরঃ- ওশেনিয়া।

  1. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উওরঃ- নিউওয়ার্ক।

  1. বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণি কোনটি?

উওরঃ- কচ্ছপ।

  1. পাখির রাজা বলা হয় কাকে?

উওরঃ- ঈগল।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here