অল ইন্ডিয়া রেডিওর অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | All India Radio Recruitment 2023

অল ইন্ডিয়া রেডিওর অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | All India Radio Recruitment 2023

অল ইন্ডিয়া রেডিওর অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (All India Radio Recruitment 2023)। জেনারেল ম্যানেজার, অফিসার, করেন্সপন্ডেন্ট (পিটিসি) সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:- অল ইন্ডিয়া রেডিও (All India Radio Recruitment 2023) তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:-

জেনারেল ম্যানেজার, অফিসার, করেন্সপন্ডেন্ট (পিটিসি) সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট 100 টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

মাসিক বেতন:-

নির্বাচিত প্রার্থীরা মাসিক গড় বেতন পাবেন সর্বনিম্ন 30,000/- টাকা।

আবেদনকারীর বয়সসীমা:-

এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 24- 45 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আরও পড়ুন:-

রাজ্য পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

DEd ও D.El.Ed করলে হওয়া যাবে প্রাথমিক শিক্ষক, শুধু B.ED ডিগ্রিতে মিলবে না চাকরি- Click Here

উচ্চমাধ্যমিক পাশে কলকাতা পুরনিগমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

স্টাফ সিলেকশন কমিশন তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

IIT খড়্গপুরে চাকরির সুবর্ণ সুযোগ- Click Here

সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ- Click Here

পশ্চিমবঙ্গ রাজ্য বিদুৎ সরবরাহ সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Hre

ভারত পেট্রোলিয়ামে চাকরির সুবর্ণ সুযোগ- Click Here

মাধ্যমিক পাশে ভারতীয় রেলওয়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি- Click Here

ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে টিচিং ও নন টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

রাজ্যে মাধ্যমিক পাশে গ্রুপ-সি, মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থায় অসংখ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

শিক্ষাগত যোগ্যতা:-

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের পাশাপাশি ওয়ার্ড প্রসেসিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কী ভাবে আবেদন করা যাবে?

প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট সহ আবেদনপত্র স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘ Head of the Centre, Akashvani All India Radio, All India Radio, India’s Public Service Broadcaster, All India Radio, Haridwar By-Pass Road, Near Rispana Pul, Dehradun-248 001 (Uttarakhand)’।

আবেদনের শেষ তারিখ:- ২৫.০৮.২০২৩