Airport Authority of India Recriutment 2022 : এয়ারপোর্ট অথরিটিতে কয়েকশো জুনিয়ার এগজিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সুযোগ বিজ্ঞানের স্নাতকদের। এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য জুনিয়র এগজিকিউটিভ (Junior Executive) পদে প্রায় ৪০০ নিয়োগ করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.aai.aero/
❒ প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
শূন্যপদের বিভাজন:-
৪০০ টির মধ্যে ১৬৩ টি পদ অসংরক্ষিত, এছাড়া অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য ৪০টি, ওবিসি এনসিএল ১০৮, তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের জন্য যথাক্রমে ৫৯ ও ৩০ টি, শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৪ টি আসন সংরক্ষিত।
যোগ্যতা:-
বিজ্ঞান শাখায় পদার্থবিদ্যা ও অঙ্ক নিয়ে পূর্ণ সময়ের তিন বছরের বিএসসি কিংবা ইঞ্জিনিয়ারিং-এ পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি (পদার্থবিদ্যা ও অঙ্ক কোনও এক সেমেস্টারে থাকতে হবে)। পাশাপাশি ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। দশম অথবা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে।
বয়সসীমা:-
২০২২-এর ১৪ জুলাইয়ের নিরিখে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর গতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন:-
৪০ হাজার টাকা থেকে ১৪০, ০০০ টাকা।
আবেদনের পদ্ধতি:-
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করার শেষ দিন ১৪ জুলাই।