ইন্টারভিউয়ের মাধ্যমে AIIMS-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | AIIMS Recruitment 2023 Notification

ইন্টারভিউয়ের মাধ্যমে AIIMS-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | AIIMS Recruitment 2023 Notification

ইন্টারভিউয়ের মাধ্যমে AIIMS-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (AIIMS Recruitment 2023 Notification)। ক্লার্ক, অফিসার সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:- পশ্চিমবঙ্গ পুলিশ (WBP Recruitment 2023) তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:-

ক্লার্ক, অফিসার সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 1000 টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

মাসিক বেতন:-

নির্বাচিত প্রার্থীরা মাসিক গড় বেতন পাবেন সর্বনিম্ন 30,000/- টাকা।

আরও পড়ুন:-

রাজ্য পুলিশে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ- Click Here

উত্তর-পূর্ব রেলে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ- Click Here

ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি তরফে কর্মী নিয়োগ- Click Here

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ- Click Here

রাজ্যে বিপুল সংখ্যক হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

উচ্চ মাধ্যমিক পাশে বিমানবন্দরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

অষ্টম শ্রেণী পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

কেন্দ্রীয় স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ- Click Here

DEd ও D.El.Ed করলে হওয়া যাবে প্রাথমিক শিক্ষক, শুধু B.ED ডিগ্রিতে মিলবে না চাকরি- Click Here

আবেদনকারীর বয়সসীমা:-

এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 18- 40 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:-

এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে।

নির্বাচন পদ্ধতি:-

ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন ফি:-

সাধারণ বিভাগের প্রার্থীদের 100 টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে মহিলা, এসসি, এসটি এবং অন্যান্য সংরক্ষিত বিভাগের প্রার্থীদের কোনও আবেদন মূল্য জমা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি-

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১৬ নভেম্বর এই ইন্টারভিউ হবে। এইমস মঙ্গলগিরির অ্যাডমিন অ্যান্ড লাইব্রেরি বিল্ডিংয়ে সকাল সাড়ে ৮টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউয়ের সময় সমস্ত ডিগ্রি সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথি আনতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:-

আবেদনের শেষ তারিখ:- 16 নভেম্বর 2023

অফিসিয়াল ওয়েবসাইট –  aiimsmangalagiri.edu.in