কৃষিকাজ সংক্রান্ত প্রশ্নোওর | Agriculture Related Questions Answers

কৃষিকাজ সংক্রান্ত প্রশ্নোওর | Agriculture Related Questions Answers

  1. ইন্টার কালচার কাকে বলে?

উত্তর:- যে কৃষিব্যবস্থায় একই জমিতে একই সময়ে বিভিন্ন সারিতে দুই-তিন ধরনের ফসল চাষ করা হয়ে থাকে, সেই কৃষিব্যবস্থাকে ইন্টারকালচার বলা হয়ে থাকে।

  1. ভারতের কোন রাজ্যটি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ দ্বিতীয়, পাঞ্জাব (হেক্টরপ্রতি উৎপাদনে প্রথম)

  1. কে শস্য সমন্বয় বিষয়ে একটি সুস্পষ্ট গাণিতিক মডেল উপস্থাপন করেছেন?

উত্তর:- 1954 সালে মার্কিন কৃষি ভূগোলবিদ জে. সি. উইভার।

  1. মেক্সিকোতে ‘গম উন্নয়ন কর্মসূচির’ প্রধান কর্ণধার কে ছিলেন?

উত্তর:- ড: নরম্যান আর্নেস্ট (বারলগ 1951)।

  1. বিশ্বের মধ্যে কোন দেশটি ধান ও গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- ধান—চিন (ভারত দ্বিতীয়)। গম—চিন (ভারত দ্বিতীয়)।

  1. মিলেট বলতে কি বোঝো?

উত্তর:- জোয়ার, বাজরা, রাগি প্রভৃতিকে একত্রে মিলেট বলা হয়।

  1. জোয়ার ও বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- জোয়ার– মহারাষ্ট্র (কর্ণাটক দ্বিতীয়)। বাজরা— রাজস্থান (উত্তর প্রদেশ দ্বিতীয়)।

  1. হেক্টর প্রতি বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- তামিলনাড়ু।

  1. চা ও কফি উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- চা—চিন ও কফি—ব্রাজিল।

  1. তুলো ও আখ উৎপাদনে বিশ্বের কোন দেশটি প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- তুলো—চিন, ও আখ—ব্রাজিল।

  1. ভারতের সবচেয়ে প্রাচীনতম খালটি কোন রাজ্যে লক্ষ করা যায়?

উত্তর:- তামিলনাড়ু রাজ্যে (কাবেরী নদীর গ্র্যান্ড এলিট)

  1. ভারতে হেক্টর প্রতি সর্বাধিক ডাল উৎপাদনে (2011) প্রথম কোন রাজ্যে?

উত্তর:- উত্তরপ্রদেশ।

  1. ভারতে কোন রাজ্যটি ডাল উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- উত্তরপ্রদেশ (2011)।

  1. ‘সবুজ বিপ্লব’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?

উত্তর:- উইলিয়াম এস. গ্যাড।

  1. চিনাবাদাম উৎপাদনে পৃথিবীর কোন দেশটি প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- ভারত (2011)।

  1. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাট উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর:- ভারত (2011)।

  1. চিনের কোন অংশকে ‘গমের গোলা’ বলা হয়ে থাকে?

উত্তর:- মধ্যাংশকে।

  1. দুগ্ধ উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?

উত্তর:- প্রথম (2011)।

  1. National Dairy Development Board কত সালে গঠন হয়েছিল?

উত্তর:- 1965 সালে।

  1. ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কোন রাজ্যে?

উত্তর:- কর্ণাটক (কোদাগু জেলায় সর্বাধিক উৎপাদিত হয়)।

  1. সয়াবিন উৎপাদনে (2011) ভারতের কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- মধ্যপ্রদেশ।

  1. শ্রীলঙ্কার কোন জেলাটি সবচেয়ে বেশি নারকেল চাষের জন্য বিখ্যাত?

উত্তর:- পুট্টালাম।

  1. শ্রীলঙ্কার কোথায় সর্বপ্রথম চা চাষ হয়েছিল?

উত্তর:- ক্যান্ডিতে।

  1. তুলো চাষের পক্ষে কোন মৃত্তিকা সবচেয়ে বেশি আদর্শ?

উত্তর:- চারনোজেম মৃত্তিকা।

  1. পৃথিবীর শ্রেষ্ঠ আখ উৎপাদক দেশটির নাম লেখো।

উত্তর:- ব্রাজিল।

  1. ভারতের কোন রাজ্যটি ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে?

উত্তর:- পশ্চিমবঙ্গ (2011)।

  1. ব্রাজিলের কফি বাগানগুলিকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- ফাজেন্ডা।

  1. চিনের কোথায় বাসন্তিক গম উপাদিত হয়ে থাকে?

উত্তর:- হেইলংজিয়াং।

  1. Coconut Triangle কোন দেশে দেখা যায়?

উত্তর:- শ্রীলঙ্কায়।

  1. শ্রীলঙ্কার কোন ফসলটিকে লিভিং ফার্মেসি বলা হয়ে থাকে?

উত্তর:- ডাব।

  1. পাটের বিকল্প দুটি কৃত্রিম তন্তুর নাম লেখো।

উত্তর:- রেয়ন ও নাইলন।

  1. ভারতে কৃষির উন্নতিকল্পের জন্য কোন সংস্থা কাজ করছে?

উত্তর:- ICAR (Indian Council of Agriculture Research).

  1. ভারতের দুটি চিনাবাদাম উৎপাদক রাজ্যের নাম উল্লেখ করো।

উত্তর:- গুজরাত (প্রথম) ও তামিলনাড়ু।

  1. ভারতে সবুজ বিপ্লবের প্রভাব কোন শস্যের ওপর সর্বাধিক পড়েছিল?

উত্তর:- গম।

  1. ভারতের দুটি রাগি উৎপাদক রাজ্যের নাম উল্লেখ করো?

উত্তর:- কর্ণাটক ও তামিলনাড়ু।

  1. চিনের কোথায় শীতকালে সর্বাধিক পরিমাণে গম উৎপাদন হয়ে থাকে?

উত্তর:- শ্যানডং প্রদেশে।

  1. শস্য সমন্বয়ের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন?

উত্তর:- জে. সি. উইভার (1954)।

  1. কোন জলবায়ু অঞ্চলে ধান চাষ সর্বাধিক হয়ে থাকে?

উত্তর:- মৌসুমি এবং চিনদেশীয় জলবায়ু অলে।

  1. শ্রীলঙ্কার মোট নারকেল (জীবনবৃক্ষ) উৎপাদনের প্রায় 80% কোথায় উৎপাদন হয়?

উত্তর:- উত্তর পশ্চিমাঞ্চল-এ।

  1. চিনের বৃহত্তম ধান উৎপাদনকারী অঞ্চলটির নাম উল্লেখ করো।

উত্তর:- ইয়াংসিকিয়াং নদীর মধ্য ও নিম্ন অববাহিকা অঞ্চল চিনের বৃহত্তম ধান উৎপাদক অঞ্চল নামে পরিচিত।

  1. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম চিনাবাদাম উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর:- ভারত

  1. ট্রাক ফার্মিং কথাটি কোন দেশে বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে?

উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রে।

  1. বাংলাদেশের পাটবলয় বলতে কোন স্থানগুলিকে বোঝায়?

উত্তর:- বাংলাদেশের ঢাকা-কুমিল্লা-ময়মনসিংহকে পাটবলয় বলা হয়ে থাকে।

  1. চিনাবাদাম উৎপাদনে দ্বিতীয় স্থানাধিকারী দেশটির নাম লেখো।

উত্তর:- ভারত চিনাবাদাম উৎপাদনে দ্বিতীয়।

  1. ভারতের কোন অংশে চিনাবাদাম অধিক পরিমানে উৎপাদিত হয়ে থাকে?

উত্তর:- ভারতের দক্ষিণ ও পশ্চিম অংশে।

  1. দক্ষিণ ভারতে কী ধরনের কফি সবচেয়ে বেশি পরিমাণে জন্মায়?

উত্তর:- রোবাস্টা ও আরবীয় কফি।

  1. কোন তুলা সাগরদ্বীপীয় তুলা নামে অধিক পরিচিত?

উত্তর:- দীর্ঘ আঁশযুক্ত তুলা।

  1. শস্য কেন্দ্রীভবন বলতে কি বোঝো?

উত্তর:- কোনো একটি নির্দিষ্ট এলাকায় একটি নির্দিষ্ট সময়ে যেকোনো শস্যের ঘনত্বকে বলা হয়ে থাকে শস্য কেন্দ্রীভবন।

  1. ইউট্রোফিকেশন বলতে কি বোঝো?

উত্তর:- বৃষ্টির জলের দ্বারা বাহিত বিভিন্ন ধরনের পদার্থগুলি জলশয়ের তলদেশে জমা বেঁধে জলাশয় ভরাট হয়ে পড়াকে বলা হয়ে থাকে ইউট্রোফিকেশন।

  1. বাণিজ্যিক কৃষি বলতে কি বোঝো?

উত্তর:- আধুনিক পরিকাঠামোর ব্যবহার করে বাণিজ্যের উদ্দেশ্যে যে কৃষিব্যবস্থা গড়ে তোলা হয়, তাকে বলা হয়ে থাকে বাণিজ্যিক কৃষি।

  1. সবুজ বিপ্লব কাকে বলতে কি বোঝো?

উত্তর:- 1960 -এর দশকে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ ঘটিয়ে, উচ্চফলনশীল বীজের ব্যবহার করে, রাসায়নিক সার প্রয়োগ ও আধুনিক জলসেচ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে যে অভাবনীয় অগ্রগতি দেখা যায়, তাকেই মূলত সবুজ বিপ্লব বলা হয়ে থাকে।

  1. শ্বেত বিপ্লব কাকে বলতে কি বোঝো?

উত্তর:- 1970-এর দশকে (National Dairy Development Corporation) -এর সাহায্যে ভারতে দুগ্ধ উৎপাদনের যে অভাবনীয় অগ্রগতি লক্ষ্য করা যায়, তাকেই বলা হয়ে থাকে শ্বেত বিপ্লব। এই বিপ্লবের জনক হলেন ড: ভার্গিস কুরিয়েন।

  1. বাজারকেন্দ্রিক উদ্যান কৃষি বলতে কি বোঝো?

উত্তর:- বড়ো বড়ো শহর বা নগরের দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য শহর বা নগরের উপকণ্ঠে শাকসবজি, ফলমূল প্রভৃতি চাষাবাদ করা হয়ে থাকে, একেই বলা হয় বাজারকেন্দ্রিক উদ্যান কৃষি। একে ট্রাক ফার্মিংও বলা হয়ে থাকে।

  1. মালচিং বলতে কি বোঝো?

উত্তর:- শুষ্ক অঞ্চলে সাধারণত জমির আদ্রতা ও বাষ্পীভবন রোধ করার জন্য বিভিন্ন উপাদান (ঘাস, ছাই, পাতা, ধূলিকণা) দ্বারা যে আস্তরণ দেওয়া হয়, তাকেই মালচিং বলা হয়ে থাকে।

  1. পৃথিবীর কোন স্থানে আর্দ্র কৃষি ব্যবস্থা লক্ষ করা যায়?

উত্তর:- দক্ষিণ-পূর্ব এশিয়ার মৌসুমি জলবায়ু যুক্ত অঞ্চলে আর্দ্র কৃষি ব্যবস্থা লক্ষ করা যায়।

  1. জীবিকাসত্তাভিত্তিক কৃষি কোন কোন দেশে লক্ষ করা যায়?

উত্তর:- ভারত, চিন, বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিশর প্রভৃতি দেশে।