Agriculture in India Questions and Answers || ভারতের কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Agriculture in India Questions and Answers || ভারতের কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Agriculture in India Questions and Answers || ভারতের কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Agriculture in India Questions and Answers || ভারতের কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Agriculture in India Questions and Answers || ভারতের কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর

  1. ভারতের ধান গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- ওড়িশার কটকে অবস্থিত।

  1. আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায়।

  1. উচ্চ ফলনশীল ধান বীজের নাম কর ?

উত্তরঃ- IR-8, IR-20, TN-1, জয়া, রত্না, পঙ্কজ, বিজয়া, সোনা, গোবিন্দ।

  1. ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য ফসলের নাম কি ?

উত্তরঃ- গম।

  1. ভারতে কোন ঋতুতে গম চাষ করা হয় ?

উত্তরঃ- প্রধানত শীত ঋতুতে।

  1. গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ- উত্তর প্রদেশ।

  1. হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ- পাঞ্জাব।

  1. ভারতের গম গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- দিল্লীর কাছে পুসায়।

  1. আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে।

  1. উচ্চ ফলনশীল গম বীজের নাম কর ?

উত্তরঃ- সোনালিকা-308, সোনেরা- 63, সোনেরা -64, সোনা 227, কল্যাণ সোনা, লারমা রাজো, সফেদ লারমা।

  1. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ- দ্বিতীয়। (চীনের পড়ে)

  1. ভারতের প্রধান পানীয় ফসল কোনটি ?

উত্তরঃ- চা।

  1. পৃথিবীতে কত প্রকার চা ব্যবহার হয় ?

উত্তরঃ- চার প্রকার। সবুজ চা, ইষ্টক চা, কালো চা, ওলং চা।

  1. চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ- আসাম।

  1. কোথাকার উৎপাদিত চা পৃথিবী শ্রেষ্ঠ ?

উত্তরঃ- দার্জিলিং।

  1. ভারতের চা গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- আসামের জোড়হাটে।

  1. কোন বন্দরের মাধ্যমে চা বিদেশে রপ্তানি করা হয় ?

উত্তরঃ- কোলকাতা বন্দর।

  1. চা রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ- চতুর্থ।

  1. চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ- প্রথম।

  1. ভারতের দ্বিতীয় প্রধান পানীয় ফসল কোনটি ?

উত্তরঃ- কফি।

  1. কফি গাছের উৎপত্তি কোথায় ?

উত্তরঃ- ইথিওপিয়ার কাফা নামক স্থানে।

  1. পৃথিবীতে কত প্রকার কফি ব্যবহার হয় ?

উত্তরঃ- চার প্রকার। রোবাস্টা, আরবীয়, ব্লু মাউন্টেন ও লাইবেরিয়ান।

  1. কফি উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ- কর্ণাটক।

  1. কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ- পঞ্চম।

  1. ভারতের কফি গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- কর্ণাটকের চিকমাগালু শহরে।

  1. ভারতের প্রধান তন্তু ফসলের নাম কি ?

উত্তরঃ- কার্পাস বা তুলা।

  1. কার্পাস বা তুলা চাষ কোন জলবায়ুতে ভালো হয় ?

উত্তরঃ- ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুতে।

  1. কার্পাস বা তুলা গাছে কি পোকা দেখা যায় ?

উত্তরঃ- বল উইভিল।

  1. ভারতের কার্পাস বা তুলা গবেষণাগার কোথায় আছে ?

উত্তরঃ- মহারাষ্ট্রের নাগপুরে।

  1. কার্পাস বা তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ- গুজরাট।

  1. কার্পাস বা তুলা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ- তৃতীয়।

🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

৩২. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে–

উত্তর :- সিকিম।

৩৩. কালিকটের পরিবর্তিত নাম–

উত্তর :- কোঝিকোড়।

৩৪. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত–

উত্তর :- ডেকানট্র্যাপ।

৩৫. গাড়ো পাহাড়ের সবোচ্চ শৃঙ্গের নাম–

উত্তর :- নকরেক।

৩৬. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ —

উত্তর :- মহেন্দ্রগিরি।

৩৭. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে–

উত্তর :- সাসার।

৩৮. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি–

উত্তর :- কলসুবাই।

৩৯. পশ্চিম ভারতের তাপ্তী নদীর উপনদী–

উত্তর :-পূর্না।

৪০. ভারতে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোন রাজ্য আছে–

উত্তর :-মহারাষ্ট্রে।

৪১. কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলাধের দিন- রাত্রি সমান হয়–

উত্তর :- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

৪২. ভারতের প্রাচীনতম পর্বতের নাম–

উত্তর :- আরাবল্লী।

৪৩. ভারতের বৃহত্তম লৌহ- ইস্পাত কেন্দ্র–

উত্তর :- ছত্তিশগড়ের ভিলাই।

৪৪. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম–

উত্তর :- গুজরাট।

৪৫. ভারতের দীর্ঘতম বাঁধের নাম–

উত্তর :- হিরাক

৪৬. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ–

উত্তর :-মাজুলি দ্বীপ।

৪৭. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ–

উত্তর :- সান্দাকফু।

৪৮. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম-

উত্তর :- ময়ুরাক্ষী।

৪৯.ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগার–

উত্তর :- জামনগর।

৫০.ক্ষুদ্রতম কেন্দ্রশাষিত অঞ্চল–

উত্তর :-লাক্ষাদ্বীপ।

৫১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত-

উত্তর :- Kunchikol।

৫২. ভারতের প্রথম সূর্যোদয় হয়–

উত্তর :- অরুণাচল প্রদেশ।

৫৩. লাক্ষ্মদ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ —

উত্তর :- মিনিকয়।

৫৪. ভারতে সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক পথ —

উত্তর :- খারদুংলা সড়ক।

৫৫. ভারতের গভীরতম বন্দর —

উত্তর :- বিশাখাপত্তনম।

৫৬. বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম–

উত্তর :- টর্নেডো।

৫৭.নাসিকের কুম্ভমেলা কোন নদীর তীরে হয়–

উত্তর :- গোদাবরী।

৫৮. মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম–

উত্তর :- বেলেডোনিয়া।

৫৯.ভারতে সবচেয়ে বড় প্রবাল দ্বীপ–

উত্তর :- লাক্ষাদ্বীপ।

৬০. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র —

উত্তর :-সিদ্রাপং।

৬১. বিশ্বের জনবহুল শহর কোনটি–

উত্তর :- টৌকিও।

৬২. যে মহাকাশ যানে মানুষ প্রথম চাঁদে পর্দাপন করে তার নাম–

উত্তর :- অ্যাপেলো।

৬৩. মাদুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত–

উত্তর :- তামিলনাডু।

৬৪. প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ —

উত্তর :-মাদাগাস্কার।

৬৫. নাথিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত–

উত্তর :- সিকিম।

৬৬.অাঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত– কম্বোডিয়া।

৬৭. মধুবনী শিল্প কোন রাজ্যে–

উত্তর :- বিহার।

৬৮.কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ান গিরিখাত সৃষ্টি হয়েছে–

উত্তর :- কলোরাডো।

৬৯.পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি–

উত্তর :- গ্রেট ব্যারিয়ার রিফ।

৭০. বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কোথায়–

উত্তর :-আমাজন অববাহিকায়।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।