Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Agriculture Important questions answers || কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Agriculture Important questions answers || কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Agriculture Important questions answers || কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Agriculture Important questions answers || কৃষিকাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- তথ্যপ্রযুক্তি বিপ্লবের ফলে কোন্ ধরনের অর্থনৈতিক কাজের ব্যাপক অগ্রগতি ঘটেছে ?
উত্তরঃ- তথ্যপ্রযুক্তি বিপ্লবের ফলে তৃতীয় স্তরের বা পরিসেবামূলক অর্থনৈতিক কাজের ব্যাপক অগ্রগতি ঘটেছে।
- স্থানান্তর কৃষি (Shifting Cultivation) কাকে বলে ?
উত্তরঃ- যে কৃষিব্যবস্থায় জীবনধারণের প্রয়োজনে গাছপালা পুড়িয়ে জমি পরিষ্কার করে সাময়িকভাবে কৃষিকাজ করা হয়, সেই কৃষিব্যবস্থাকে স্থানান্তর কৃষি বলে।
- দক্ষিণ আফ্রিকায় জুমচাষ কী নামে পরিচিত ?
উত্তরঃ- দক্ষিণ আফ্রিকায় জুমচাষ ফ্যাঙ নামে পরিচিত।
- স্থায়ী কৃষি (Sedentary Cultivation) কাকে বলে ?
উত্তরঃ- যে কৃষিব্যবস্থায় জীবনধারণের প্রয়োজনে এক জায়গায় স্থায়ীভাবে চাষবাস করা হয়, সেই কৃষি পদ্ধতিকে স্থায়ী কৃষি বলে।
- ভারতের কোন অঞ্চলে স্থানান্তর কৃষিব্যবস্থা প্রচলিত আছে ?
উত্তরঃ- পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে স্থানান্তর কৃষিব্যবস্থা প্রচলিত আছে।
- নিবিড় বা প্রগাঢ় কৃষি (Intensive Farming) কাকে বলে ?
উত্তরঃ- যেসব দেশে জমির পরিমাণ জনসংখ্যা অনুপাতে কম সেইসব দেশে বেশি ফসল উৎপাদনের জন্য প্রচুর শ্রম ও মূলধন বিনিয়োগ করে যে পদ্ধতিতে চাষ-আবাদ করা হয়, সেই পদ্ধতিকে নিবিড় বা প্রগাঢ় কৃষি বলে।
- দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিবিড় কৃষিব্যবস্থা সর্বাধিক প্রচলিত কেন ?
উত্তরঃ- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে জনবসতি অত্যন্ত ঘন এবং তুলনায় কৃষিজমির পরিমাণ খুবই কম হওয়ায় এই অঞ্চলে নিবিড় কৃষিপদ্ধতি সর্বাধিক প্রচলিত হয়েছে।
- আর্দ্র কৃষি (Humid Farming) কাকে বলে ?
উত্তরঃ- যেসব স্থানে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয় এবং কেবল বৃষ্টিপাতের জলের সাহায্যেই সেইসব স্থানে যে কৃষিকাজ করা হয়, সেই কৃষিকাজকে আর্দ্র কৃষি বলে।
- আর্দ্র কৃষির অন্যতম প্রধান ফসল কী ?
উত্তরঃ- আর্দ্র কৃষির অন্যতম প্রধান ফসল ধান।
- শুষ্ক কৃষি (Dry Farming) কাকে বলে ?
উত্তরঃ- যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ৫০ সেমিরও কম এবং জলসেচেরও সুযোগসুবিধা নেই সেইসব অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের ওপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয়, সেই কৃষিকে শুষ্ক কৃষি বলে।
- শুষ্ক কৃষির দুটি গুরুত্বপূর্ণ ফসলের নাম লেখো।
উত্তরঃ- শুষ্ক কৃষির দুটি গুরুত্বপূর্ণ ফসল হল ভুট্টা ও মিলেট।
- খারিফ কৃষি (Kharif Farming) কাকে বলে ?
উত্তরঃ- বর্ষাকালে বৃষ্টির জলের ওপর নির্ভর করে ফসল চাষের পদ্ধতিকে খারিফ কৃষি বলে।
- রবি কৃষি (Rabi Farming) কাকে বলে ?
উত্তরঃ- শীতকালে বা শুষ্ক ঋতুতে ফসল চাষের পদ্ধতিকে রবি কৃষি বলে।
- সেচন কৃষি (Irrigation Farming) কাকে বলে ?
উত্তরঃ- বৃষ্টিপাতের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম হলে বা বৃষ্টিপাত অনিশ্চিত হলে জলসেচের সাহায্যে যে কৃষিকাজ করা হয়, সেই কৃষিকাজকে সেচন কৃষি বলে।
- আর্দ্র কৃষিব্যবস্থার দুটি ফসলের নাম করো।
উত্তরঃ- আর্দ্র কৃষিব্যবস্থার দুটি ফসলের নাম হল ধান ও আখ।
- দুটি রবিশস্যের নাম লেখো।
উত্তরঃ- দুটি উল্লেখযোগ্য রবিশস্য হল গম ও সরষে।
- ব্যাপক কৃষি (Extensive Farming) কাকে বলে ?
উত্তরঃ- যেসব অঞ্চলে জমির পরিমাণ জনসংখ্যার অনুপাতে বেশি সেইসব অঞ্চলে কৃষি যন্ত্রপাতির ব্যাপক প্রয়োগ ঘটিয়ে ফসল উৎপাদন পদ্ধতিকে ব্যাপক কৃষি বলে।
- জীবিকাসত্তাভিত্তিক কৃষি (Subsistence Farming) কাকে বলে ?
উত্তরঃ- কৃষক নিজের ও তার পরিবারের খাদ্যের চাহিদা মেটাবার জন্য যে প্রাথমিক কৃষিব্যবস্থা গ্রহণ করে, সেই কৃষিব্যবস্থাকে জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলে।
- আন্তর্জাতিক ধান গবেষণাকেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- ফিলিপিন্স -এর ম্যানিলায় আন্তর্জাতিক ধান গবেষণাকেন্দ্রটি অবস্থিত।
- বাণিজ্যিক কৃষি (Commercial Farming) কাকে বলে ?
উত্তরঃ- বৃহদায়তন জমিতে প্রচুর পরিমাণে মূলধন ও যন্ত্রপাতি ব্যবহার করে বিক্রয় বা বাণিজ্যের উদ্দেশ্যে যে কৃষিকাজ করা হয়, সেই কৃষিকাজকে বাণিজ্যিক কৃষি বলে।
- বাগিচা কৃষি (Plantation Farming) কাকে বলে ?
উত্তরঃ- অনুকূল জলবায়ু, মাটি প্রভৃতিকে কাজে লাগিয়ে কোনো বিশেষ অঞ্চলে যখন বাণিজ্যিক উদ্দেশ্যে ফসল উৎপাদন করা হয়, তখন এই কৃষিব্যবস্থাকে বাগিচা কৃষি বা আবাদি কৃষি বলে।
- মিশ্র কৃষি (Mixed Farming) কাকে বলে ?
উত্তরঃ- যে কৃষিব্যবস্থায় অনুকূল প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে কৃষক জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি গবাদিপশু পালন, হাঁস ও মুরগি পালন, ফলমূল ও শাকসবজি উৎপাদন, গুটিপোকার চাষ প্রভৃতি বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপের সমন্বয় ঘটায়, সেই বাজারমুখী এবং ঝুঁকিহীন কৃষিব্যবস্থাকে মিশ্র কৃষি বলে।
- শস্যাবর্তন কৃষি (Crop Rotation Farming) কাকে বলে ?
উত্তরঃ- একই কৃষিজমিতে বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শস্য চাষের যে পদ্ধতি, সেই পদ্ধতিকে শস্যাবর্তন কৃষি বা গ্রুপ রোটেশন ফার্মিং বলে।
- বাজারকেন্দ্রিক কৃষি (Market Gardening) কাকে বলে ?
উত্তরঃ- বাজারের প্রাত্যহিক চাহিদা মেটাতে ফল, ফুল, শাকসবজি প্রভৃতির নিবিড় চাষকে বাজারকেন্দ্রিক কৃষি বা মার্কেট গার্ডেনিং বলে।
- ট্রাক ফার্মিং (Truck Farming) কাকে বলে ?
উত্তরঃ- উত্তর-পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকায় শহর সংলগ্ন কৃষিখামারে উৎপাদিত ফুল, ফল, শাকসবজি প্রভৃতি বাজারকেন্দ্রিক কৃষিজ ফসলগুলি ট্রাকে করে দৈনিক শহরে জোগান দেওয়া হয় বলে, বাজারকেন্দ্রিক কৃষিব্যবস্থাকে এখানে ট্রাক ফার্মিং বলে।
- আন্তঃকৃষি বা ইন্টারকালচার কাকে বলে ?
উত্তরঃ- যে কৃষিব্যবস্থায় একই জমিতে বছরের ভিন্ন ভিন্ন সময়ে একই সঙ্গে ভিন্ন ভিন্ন সারিতে ভিন্ন ভিন্ন ফসলের চাষ করা হয় তাকে আন্তঃকৃষি বা ইন্টারকালচার বলে।
- বাণিজ্যিক দানাশস্য কৃষি কাকে বলে ?
উত্তরঃ- যে বাণিজ্যিক কৃষিব্যবস্থায় গম, ভুট্টা, বাজরা, সয়াবিন প্রভৃতি দানাশস্য বেশি উৎপাদন করা হয় তাকে বাণিজ্যিক দানাশস্য কৃষি বলে।
- দোহ কৃষি কাকে বলে ?
উত্তরঃ- পৃথিবীর যেসব অঞ্চলের জলবায়ু খাদ্যশস্য উৎপাদনের পক্ষে বিশেষ অনুকূল নয়, সেখানে নিবিড় পদ্ধতিতে যে গবাদিপশু পালন করা হয় তাকে দোহ কৃষি বলে।
- ফ্লোরি কালচার কাকে বলে ?
উত্তরঃ- ব্যাবসায়িক ভিত্তিতে বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রজাতির ফুলচাষ করাকে ফ্লোরি কালচার বলে।
- ওলেরি কালচার কাকে বলে ?
উত্তরঃ- বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের সবজি চাষ ব্যবস্থাকে ওলেরি কালচার বলে।
- লাল পোশাক (Red Collar) শ্রমিকগোষ্ঠী কাদের বলে ?
উত্তরঃ- কৃষিকাজ, পশুপালন প্রভৃতি প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলে লাল পোশাক শ্রমিকগোষ্ঠী।
- নীল পোশাক (Blue Collar) শ্রমিকগোষ্ঠী কাদের বলে ?
উত্তরঃ- শিল্পকর্ম প্রভৃতি দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলে নীল পোশাক শ্রমিকগোষ্ঠী।
- গোলাপি পোশাক (Pink Collar) শ্রমিকগোষ্ঠী কাদের বলে ?
উত্তরঃ- বাণিজ্যিক ও ব্যক্তিগত পরিসেবামূলক কাজ অর্থাৎ তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলে গোলাপি পোশাক শ্রমিকগোষ্ঠী।
- সাদা পোশাক (White Collar) শ্রমিকগোষ্ঠী কাদের বলে ?
উত্তরঃ- প্রাতিষ্ঠানিক পরিসেবামূলক কাজ অর্থাৎ চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের সাদা পোশাক শ্রমিকগোষ্ঠী বলে।
- শিক্ষকতা কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ?
উত্তরঃ- শিক্ষকতা তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ৷
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।