অগ্নিপথ প্রকল্প কী, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, নিয়োগ প্রক্রিয়া, বেতন | Agnipatha Prakalpa in Bengali

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Agnipatha Prakalpa in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অগ্নিপথ প্রকল্প সংক্রান্ত বিস্তারিত | Agnipatha Prakalpa in Bengali

Ajjkal

অগ্নিপথ প্রকল্প কী, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, নিয়োগ প্রক্রিয়া, বেতন | Agnipatha Prakalpa in Bengali

❏ অগ্নিপথ প্রকল্প কী (What is Agnipatha Prakalpa)?

প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি ‘অগ্নিপথ’ প্রকল্পের কথা ঘোষণা করেছে। মেধার ভিত্তিতে এই নিয়োগ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে সেনাকর্মী, বায়ুসেনা কর্মী ও নৌসেনা বিভাগে নিয়োগ করা হবে। প্রকল্পের আওতায় তরুণ-তরুণীদের ‘অগ্নিবীর’ হিসেবে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ মিলবে। প্রশিক্ষণ পর্ব সহ চার বছরের মেয়াদে সশস্ত্র বাহিনীর স্থায়ী ক্যাডারে তরুণ-তরুণীদের সেবা করার সুযোগ দেওয়া হবে।

❏ অগ্নিপথ স্কিমের কথা কবে ঘোষণা করা হয়েছে?

উত্তর:- ১৪ই জুন ২০২২ তারিখে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে।

❏ অগ্নিপথ স্কিমের কথা কে ঘোষণা করেছেন?

উত্তর:- কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

❏ অগ্নিপথ প্রকল্পে অন্তর্ভুক্ত সেনাদের কী নামে ডাকা হবে?

উত্তর:- অগ্নিবীর নামে ডাকা হবে।

❏ এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন?

উত্তর:- নারী ও পুরুষ উভয়ই

❏ অগ্নিপথ স্কিমে যোগদানের জন্য বয়স সীমা কত?

উত্তর:- অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যে অগ্নিবীর দের নিয়োগ করা হবে তাদের বয়স থাকতে হবে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে।

❏ অগ্নিপথ প্রকল্পে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকবে হবে ?

● পদের নাম- অগ্নিবীর (All Arms)

শিক্ষাগত যোগ্যতা- 45% নম্বর সহ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং প্রতিটি বিষয়ে 33% নাম্বার থাকতে হবে।

● পদের নাম- অগ্নিবীর (Technical)

শিক্ষাগত যোগ্যতা- পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং ইংরেজি সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন 50% নম্বর এবং প্রতিটি বিষয়ে 40% নাম্বার পেয়ে পাস করতে হবে। 

● পদের নাম- অগ্নিবীর ক্লার্ক/ষ্টোর কিপার (All Arms)

শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ (Arts, Commerce, Science) যেকোনো বিভাগে করলেই আবেদন করতে পারবেন। কমপক্ষে ৬০% নম্বর সহ ও প্রতিটি বিষয়ে ৫০% করে নম্বর থাকতে হবে।

● পদের নাম- অগ্নিবীর ট্রেডসম্যান (All Arms)

শিক্ষাগত যোগ্যতা- প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে। 

● পদের নাম- অগ্নিবীর ট্রেডসম্যান (All Arms)

শিক্ষাগত যোগ্যতা- প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে। 

❏ অগ্নিপথ প্রকল্পে ভর্তি হওয়া সেনাদের তথা অগ্নিবীরদের বেতন কত?

অগ্নিপথ প্রকল্পে প্রথম বছরে প্রত্যেক মাসে ৩০,০০০ টাকা করে, দ্বিতীয় বছরে প্রত্যেক মাসে ৩৩,০০০ টাকা করে, তৃতীয় বছরে প্রত্যেক মাসে ৩৬,৫০০ টাকা করে এবং চতুর্থ বছরে প্রত্যেক মাসে করে ৪০,০০০ টাকা। তবে এই বেতন থেকে ৩০% অগ্নিবীর তহবিলে জমা রেখে বাকি ৭০% অগ্নিবীরদের হাতে দেওয়া হবে।

তারপর চাকরির মেয়াদ শেষে অর্থাৎ চার বছর পর অগ্নিবীর তহবিলে জমা থাকা ৩০% এবং সরকারের পক্ষ থেকে সমপরিমাণ টাকা একত্রিত করে মোট ১০.০৪ লক্ষ টাকা সেবা নিধি প্যাকেজ হিসাবে দেওয়া হবে, যেটি সম্পূর্ণ ভাবে কর মুক্ত।

❏ অগ্নিবীর পদে নিয়োগের প্রক্রিয়া কি ?

● শারীরিক পরিমাপ

● স্বাস্থ্য পরিক্ষা

● সাধারণ প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা

❏ অফিশিয়াল ওয়েবসাইট: joinindianarmy.nic.in

❏ অগ্নিপথ প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে (Agneepath Scheme Facility )?

● বার্ষিক বেতন ৪.৭৬ লক্ষ টাকা থেকে ৬.৯২ লক্ষ টাকা পর্যন্ত। আয়ের প্রায় ৩০ শতাংশ ‘সেবা নিধি’তে জমানো যাবে।

● চার বছরের মেয়াদ শেষে কাজের ভিত্তিতে ২৫ শতাংশ কর্মীকে দেওয়া হবে সেনাবাহিনীতে স্থায়ী পদে চাকরি।

● বাকি ৭৫ শতাংশের কর্মীকে এককালীন ১১.৭ লক্ষ টাকা ভাতা দেওয়া হবে।

● তবে পরে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে ফের তলব করা হতে পারে তাঁদের।

● ৪ বছর মেয়াদ শেষে এই ৭৫ শতাংশ কর্মী পাবেন অগ্নিবীর শংসামি অর্থাৎ কেউ ব্যবসা করতে চাইলে সরকার তাদের ন্যূনতম সুদের হারে ঋণ দেবে।

● বেতনের পাশাপাশি মিলবে রেশন, উর্দি এবং যাতায়াতের খরচা।

● সেনাবাহিনীতে কাজ করার সময় অঙ্গহানি হলে ১৫ থেকে ৪৪ লক্ষ টাকা ভাতা দেওয়া হবে।

● সেনাবাহিনীতে কাজ করার সময় মৃত্যু হলে বিমা বাবদ ৪৮ লক্ষ টাকা এবং অতিরিক্ত ৪৪ লক্ষ টাকা অনুদান পাবে তার পরিবার।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।