80+ Important Questions answers about the solar system (সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর) pdf

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Questions answers about the solar system pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর (Questions answers about the solar system) set Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর (Questions answers about the solar system) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর (Questions answers about the solar system) pdf

কিছু নমুনাঃ-

  1. সৌরজগৎ কাকে বলে?

উওরঃ- সৌরজগতের কেন্দ্রস্থলে রয়েছে সূর্য। পৃথিবীসহ মোট ৮ টি গ্রহ, এদের বিভিন্ন উপগ্রহ, ধূমকেতু, উল্কা, গ্রহাণু এবং আরও অনেক ছোট ছোট জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। সূর্যকে নিয়ে এই যে জগৎ তাকে সৌরজগৎ বলে।

  1. জ্যোতিষ্ক কাকে বলে?

উওরঃ- সূর্য, চাঁদ এবং অন্যান্য যেসব আলোকিত বিন্দু রাতের আকাশের গায়ে দেখা যায় তাদের সাধারণভাবে জ্যোতিষ্ক বলে।

  1. গ্রহ কাকে বলে?

উওরঃ- যারা নির্দিষ্ট কক্ষপথে থেকে সূর্যের চারিদিকে ঘোরে এবং যাদের নিজস্ব আলো বা উত্তাপ নেই, তাদের গ্রহ বলে। যেমন –পৃথিবী, মঙ্গল প্রভৃতি।

  1. উপগ্রহ কাকে বলে?

উওরঃ- যারা গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। যেমন – চাঁদ।

  1. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?

উওরঃ- ৭৬ বছর অন্তর।

  1. সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কী?

উওরঃ- বুধ।

  1. সূর্য থেকে বুধের দূরত্ব কত?

উওরঃ- প্রায় ৫ কোটি ২৭ লক্ষ কিমি।

  1. বুধের নিরক্ষীয় ব্যাস কত?

উওরঃ- প্রায় ৪৮২৮ কিমি।

  1. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বুধের কত সময় লাগে?

উওরঃ- ৫৮ দিন ১৭ ঘণ্টা।

  1. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বুধের কত সময় লাগে?

উওরঃ- ৮৮ দিন।

  1. পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি?

উওরঃ- শুক্র।

  1. সূর্য থেকে শুক্রের গড় দূরত্ব কত?

উওরঃ- প্রায় ১০ কোটি ৭৮ লক্ষ কিমি।

  1. শুক্রের নিরক্ষীয় ব্যাস কত?

উওরঃ- প্রায় ১২৭৫৭ কিমি।

  1. সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত?

উওরঃ- প্রায় ২২ কোটি ৮০ লক্ষ কিমি।

  1. মঙ্গলের নিরক্ষীয় ব্যাস কত?

উওরঃ- প্রায় ৬৭৯০ কিমি।

  1. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে মঙ্গলের কত সময় লাগে?

উওরঃ- ২৪ ঘণ্টা ৩৭ মিনিট।

  1. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে মঙ্গলের কত সময় লাগে?

উওরঃ- ৬৮৭ দিন।

  1. মঙ্গলের কটি উপগ্রহ? কী কী?

উওরঃ- দুটি উপগ্রহ। ফোবোস ও ডাইমোস।

  1. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

উওরঃ- বৃহস্পতি।

  1. সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব কত?

উওরঃ- প্রায় ৭৭ কোটি ৯১ লক্ষ কিমি।

  1. বৃহস্পতির নিরক্ষীয় ব্যাস কত?

উওরঃ- ১ লক্ষ ৪২ হাজার ৭৪৫ কিমি।

  1. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বৃহস্পতির কত সময় লাগে?

উওরঃ- ৯ ঘণ্টা ৫০ মিনিট।

  1. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বৃহস্পতির কত সময় লাগে?

উওরঃ- ১২ বছর।

  1. বৃহস্পতির কটি উপগ্রহ আছে?

উওরঃ- ১৬ টি।

  1. বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী?

উওরঃ- গ্যানিমিড।

  1. সূর্য থেকে শনির গড় দূরত্ব কত?

উওরঃ- প্রায় ১৪২ কোটি ৬০ লক্ষ কিমি।

  1. শনির নিরক্ষীয় ব্যাস কত?

উওরঃ- প্রায় ১ লক্ষ ২০ হাজার ৮৫৮ কিমি।

  1. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শনির কত সময় লাগে?

উওরঃ- ১০ ঘণ্টা ১৪ মিনিট।

  1. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শনির কত সময় লাগে?

উওরঃ- ২৯ বছর ৬ মাস।

  1. শনির কটি উপগ্রহ আছে?

উওরঃ- ১৮ টি।

  1. শনির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী?

উওরঃ- টাইটান।

  1. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী?

উওরঃ- টাইটান।

  1. সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত?

উওরঃ- প্রায় ২৮৭ কোটি কিমি।

  1. ইউরেনাসের নিরক্ষীয় ব্যাস কত?

উওরঃ- প্রায় ৪৯ হাজার ১৫২ কিমি।

  1. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে ইউরেনাসের কত সময় লাগে?

উওরঃ- ১০ ঘণ্টা ৪২ মিনিট।

  1. সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে ইউরেনাসের কত সময় লাগে?

উওরঃ- ৮৪ বছর ১ মাস।

  1. ইউরেনাসের কটি উপগ্রহ আছে?

উওরঃ- ১৫ টি।

  1. সূর্য থেকে নেপচুনের গড় দূরত্ব কত?

উওরঃ- প্রায় ৪৪৯ কোটি ৩০ লক্ষ কিমি।

  1. নেপচুনের নিরক্ষীয় ব্যাস কত?

উওরঃ- ৪৪ হাজার ৮০০ কিমি।

  1. নিজের চারিদিকে একবার আবর্তন করতে নেপচুনের কত সময় লাগে?

উওরঃ- ১৫ ঘণ্টা ৪৮ মিনিট।

  1. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে নেপচুনের কত সময় লাগে?

উওরঃ- ১৬৫ বছর।

  1. নেপচুনের কটি উপগ্রহ আছে?

উওরঃ- ৮টি।

  1. সূর্য থেকে প্লুটোর গড় দুরত্ব কত?

উওরঃ- প্রায় ৫৮৯ কোটি ৮০ লক্ষ কিমি।

  1. প্লুটোর নিরক্ষীয় ব্যাস কত?

উওরঃ- প্রায় ৬৪০০ কিমি।

  1. নিজের চারিদিকে একবার আবর্তন করতে প্লুটোর কত সময় লাগে?

উওরঃ- ৬ দিন।

  1. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে প্লুটোর কত সময় লাগে?

উওরঃ- ২৪৮ বছর।

  1. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শুক্রের কত সময় লাগে?

উওরঃ- ২৪৩ দিন।

  1. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শুক্রের কত সময় লাগে?

উওরঃ- ২২৪ দিন।

  1. ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

উওরঃ- ৫১ কোটি ৬৬ হাজার বর্গ কিমি।

  1. কলকাতায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত?

উওরঃ- ১৫৩৬ কিমি (ঘণ্টায়)।

  1. সূর্য থেকে দুরত্ব অনুসারে পৃথিবী কততম গ্রহ?

উওরঃ- তৃতীয় গ্রহ।

  1. আয়তন অনুসারে সূর্য পৃথিবীর কত নং গ্রহ?

উওরঃ- পঞ্চম গ্রহ। (প্রথম –বৃহস্পতি, দ্বিতীয় – শনি, তৃতীয় – ইউরেনাস, চতুর্থ নেপচুন)।

  1. পৃথিবীর গড় পরিধি কত?

উওরঃ- প্রায় ৪০০০০ কিমি।

  1. ইরাসথেনিসের মতে পৃথিবীর পরিধি কত?

উওরঃ- ৪৬ হাজার ২৫০ কিমি।

  1. পৃথিবীর ওজন কত?

উওরঃ- প্রায় ৫৯৭৬ মিলিয়ন মিলিয়ন মিলিয়ন মেট্রিক টন ।

  1. পৃথিবীর কটি গতি? কী কী?

উওরঃ- দুটি গতি। আহ্নিক গতি ও বার্ষিক গতি।

  1. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে?

উওরঃ- ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২ সেকেণ্ড।

  1. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে?

উওরঃ- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেণ্ড।

  1. পৃথিবীর উপগ্রহের নাম কী?

উওরঃ- চাঁদ।

  1. চাঁদের ব্যাস কত?

উওরঃ- প্রায় ৩৪৭৬ কিমি।

  1. পৃথিবী থেকে চাঁদের দুরত্ব কত?

উওরঃ- প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি।

  1. নিজের মেরুদণ্ডের চারিদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে?

উওরঃ- ২৭.৩ দিন।

  1. পৃথিবী থেকে সূর্যের দুরত্ব কত?

উওরঃ- প্রায় ১৫ কোটি কিমি।

  1. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

উওরঃ- ৮ মিনিট ২০ সেকেন্ড।

  1. আলোর গতিবেগ কত?

উওরঃ- সেকেণ্ডে প্রায় ৩ লক্ষ কিমি (১ লক্ষ ৮৬ হাজার মাইল)।

  1. প্রথম মহাকাশযানের নাম কী? সেটি কবে মহাকাশে যাত্রা করে?

উওরঃ- স্পুৎনিক। ১৯৫৭ সালের ৪ ঠা অক্টোবর।

  1. প্রথম মহাকাশচারীর নাম কী? তিনি কবে কোন মহাকাশযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করে?

উওরঃ- ইউরী গ্যাগারিন। ১৯৬১ সালের ১২ ই এপ্রিল ভস্টক-১ নামে মহাকাশযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করে।

  1. মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে?

উওরঃ- উজ্জ্বল নীল গোলক বলে মনে হয়।

  1. পৃথিবীর মেরুব্যাস কত?

উওরঃ- ১২৭১৪ কিমি।

  1. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?

উওরঃ- ১২৭৫৭ কিমি।

  1. পৃথিবীর মেরুব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত?

উওরঃ- ৪৩ কিমি।

  1. পৃথিবীর গড় ব্যাস কত?

উওরঃ- ১২৭৩৫ কিমি।

  1. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?

উওরঃ- ৬৩৬৮ কিমি।

  1. এরাটস্থনিস পৃথিবীর ব্যাসার্ধ কত নির্ণয় করেছিলেন?

উওরঃ- ৬৪০০ কিমি।

Questions answers about the solar system Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Questions answers about the solar system pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here