কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ৩,২৬১ জন কর্মী নিয়োগ (Central government jobs 2021 notifitation)
বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, দপ্তর ও সংস্থায় ৩,২৬১ জন কর্মী নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন রিজিয়নে নিয়োগ করা হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অপারেটর, গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টর – সহ বিবিধ পদে। যে কোনও রিজিয়নের শূন্যপদেই আবেদন করতে পারেন। এখানে ইস্টার্ন রিজিয়নের জন্য নির্দিষ্ট ৭৩০ টি শূন্যপদের বিষয়ে জানানো হল।
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর : Phase – IX / 2021 / Selection Posts
শূন্যপদের বিন্যাস :
- পোস্ট কোড ER10321 : মাল্টিটাস্কিং স্টাফ : শূন্যপদ ৩৯৮ টি ।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ।
নিয়োগ করা হবে কলকাতার চিহ্ন পোস্ট মাস্টার জেনারেলের অফিসে ।
- পোস্ট কোড ER10421 : সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ( বায়োলজি ) : শূন্যপদ ৩ টি ।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা উচ্চতর । বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে
নিয়োগ করা হবে কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ।
- পোস্ট কোড ER11121 : ফিল্ড অ্যাটেন্ড্যান্ট ( এম টি এস ) : শূন্যপদ ৩ টি ।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক । বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ।
নিয়োগ করা হবে কলকাতার জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় ।
- পোস্ট কোড ER11221 : অফিক্স অ্যাটেন্ড্যান্ট ( এম টি এস ) শূন্যপদ ৩ টি ।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক । বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ।
নিয়োগ করা হবে কলকাতার জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় ।
- পোস্ট কোড ER11321 : ক্যান্টিন অ্যান্ড্যোন্ট শূন্যপদ ৪ টি ।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক । বয়স : ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ।
নিয়োগ করা হবে কলকাতার জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় ।
- পোস্ট কোড ER11421 ফটোগ্রাফার গ্রেড – থ্রি : শূন্যপদ ৮ টি ।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক । বয়স : ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ।
নিয়োগ করা হবে কলকাতার জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় ।
- পোস্ট কোড ER12121 : ড্রিলার – কাম – মেকানিক ( মাস্টার ক্রাফটসম্যান ) : শূন্যপদ ১৯ টি ।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ।
নিয়োগ করা হবে ফরিদাবাদের সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে ।
- পোস্ট কোড ER12221 : জুনিয়র জিওগ্রাফিক্যাল অ্যাসিস্ট্যান্ট শূন্যপদ ৬২ টি ।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা উচ্চতর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ।
নিয়োগ করা হবে কলকাতার ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশনে ।
- পোস্ট কোড ER12321 রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শূন্যপদ ১৪৬ টি ।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা উচ্চতর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ।
নিয়োগ করা হবে কলকাতার ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক অর্গানাইজেশনে ।
- পোস্ট কোড ER12521 : মান্টিটাস্কিং স্টাফ : শূন্যপদ ৩ টি ।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বয়স : ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ।
নিয়োগ করা হবে কলকাতার চিহ্ন পোস্ট মাস্টার জেনারেলের অফিসে ।
- পোস্ট কোড ER12621 : মান্টিটাস্কিং স্টাফ : শূন্যপদ ৩ টি । শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বয়স : ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ।
আবেদন ফি বাবদ দিতে হবে ১০০ টাকা । মহিলা , তফসিলি , দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না । অনলাইনে নেট ব্যাঙ্কিং , ভিসা / মাস্টারকার্ড / মায়েরো / রূপে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ।
এছাড়া, এস বি আই চালানের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে – কোনও শাখায় অফলাইনেও ফি জমা দেওয়া যাবে । ফি জমা দেওয়া যাবে অনলাইনের ক্ষেত্রে ২৮ অক্টোবর এবং অফলাইনের ক্ষেত্রে ১ নভেম্বর পর্যন্ত । তবে , অফলাইনের ক্ষেত্রে ২৮ অক্টোবরের মধ্যে চালানের প্রিন্ট আউট নেবেন ।
অফিসিয়াল ওয়েবসাইটঃ– https://ssc.nic.in/