100+ Important questions about the Mauryan Empire | মৌর্য সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Important questions about the Mauryan Empire | মৌর্য সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Important questions about the Mauryan Empire | মৌর্য সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Important questions about the Mauryan Empire | মৌর্য সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Important questions about the Mauryan Empire | মৌর্য সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. কোন মহাজনপদে বুদ্ধ দেহত্যাগ করেছিলেন ?

উত্তর : মল

২. আলেকজান্ডার কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?

উত্তর : ব্যবিলন

৩. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : মহাপদ্ম নন্দ

৪. প্রাচীন কালের কলিঙ্গ রাজ্যের সবথেকে বড় শাসক কে ছিলেন ?

উত্তর : কারাবেলা

৫. শিশু নাগবংশ কোন মহাজনপদ ধ্বংসের পর শুরু হয়েছিল ?

উত্তর : অবন্তী

৬. কোন সাম্রাজ্য প্রাচীন ভারতের অন্তর্ভুক্ত ছিল না ?

উত্তর : হাম্পি ।

৭. বিম্বিসারের কোন রাজ্যের সাথে শত্রুতা ছিল ?

উত্তর : অঙ্গ

৮. কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

৯. অর্থশাস্ত্রে কোন বিষয়ের উল্লেখ আছে ?

উত্তর : রাষ্ট্রনীতি

১০. চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর – পশ্চিম ভারতে কতদূর বিস্তার লাভ করেছিল ?

উত্তর : হিন্দকুশ

১১. অশোকের সাম্রাজ্য কোন শতাব্দীতে বিস্তার লাভ করেছিল ?

উত্তর : খ্রীঃ পূঃ তৃতীয় শতকে

১২. প্রাচীন কোন মহাজনপদ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল ?

উত্তর : বাৎস ।

১৩. শত্রু নিধনকারী বা অমিত্রগাথা হিসেবে কোন শাসক পরিচিত ছিলেন ?

উত্তর : বিন্দুসার

১৪. কৌটিল্য কোন ভারতীয় শাসকের প্রধানমন্ত্রী ছিলেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য ১৫.খ্ৰীঃ পূঃ ৩২২ শতকে কে মগধের সিংহাসন দখল করেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

১৬. ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান কারা করেছিল ?

উত্তর : প্রথম দরিয়াস

১৭. প্রাচীন ভারতে মগধের রাজধানী কোথায় ছিল ?

উত্তর : রাজগীর

১৮. কোন শাসক তার রাজধানী রাজগীর থেকে পাটালিপুত্রে স্থানান্তরিত করেন ?

উত্তর : উদ্যয়িন

১৯. খ্ৰীঃ পূঃ ষষ্ঠ শতকে মগধের প্রথম শাসক কে ছিলেন ?

উত্তর : বিম্বিসার

২০. কোন শাসক তার রাজধানী পাটালিপুত্র থেকে বৈশালীতে স্থানান্তরিত করেন ?

উত্তর : শিশুনাগ

২৪. পুরু কোন যুদ্ধে আলেকজান্ডারের কাছে হেরে যান ?

উত্তর : হাইডাসপাস

২২. প্রাচীন ভারতবর্ষের বৃহত্তম নগর কি ছিল ?

উত্তর : পাটলিপুত্র

২৩. সমস্ত ক্ষত্রিয় কুলে কাকে দ্বিতীয় পরশুরাম বলে অভিহিত করা হত ?

উত্তর : মহাপদ্ম

২৪. আলেকজান্ডারের ভারত অভিযানকালে নন্দ বংশের রাজা কে ছিলেন ?

উত্তর : ধননন্দ

২৫. কোন ভারতীয় রাজা প্রাচীন ভারতবর্ষে নিজেকে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন বলে দাবী করেন ?

উত্তর : উদ্যয়িন

২৬. কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয়েছিল ?

উত্তর : ঝিলম

২৭. গান্ধার স্থাপত্যকার্যে কাদের প্রভাব লক্ষ করা যায় ?

উত্তর : গ্রীক

২৮. ষষ্ঠ খ্রীঃ পূর্বাব্দের পর বৃহৎ রাজ্যগুলির উত্থানের কারণ কি ?

উত্তর : বিহার ও উত্তরপ্রদেশে লোহার ব্যাপক ব্যবহার ।

২৯. অজাতশণু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন ?

উত্তর : দেবদত্ত

৩০. খ্ৰীঃ পূঃ ষষ্ঠ শতকে কোন নগর রাজ্য সবথেকে বেশী শক্তিশালী ছিল ?

উত্তর : মগধ

৩১. বুদ্ধের সমসাময়িক কোন রাজবংশ অবন্তীতে শাসন করত ?

উত্তর : প্রদ্যোৎ

৩২. কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন তক্ষশিলা শহর অবস্থিত ছিল ?

উত্তর : সিন্ধু এবং ঝিলম

৩৩. শাসকদের মধ্যে কে সিংহাসন ত্যাগ করে জৈনধর্ম গ্রহণ করে দক্ষিন ভারতে চলে গিয়েছিলেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

৩৪. মৌর্য সিংহাসনে আরোহণের পূর্বে অশোক কোথাকার শাসক ছিলেন ?

উত্তর : তক্ষশিলা

৩৫. মেগাস্থিনিস কোথাকার দূত ছিলেন ? উত্তর : সেলুকাস নিকেতর

৩৬. মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম কি ?

উত্তর : ইন্ডিকা

৩৭. অশোক কথাটির আক্ষরিক অর্থ কি ?

উত্তর : শোকহীন

৩৮. অশোক স্তম্ভ কোন ধাতুর তৈরী ?

উত্তর : বালিপাথর

৩৯. অশোক সম্বন্ধীয় সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য কোথায় পাওয়া যায় ?

উত্তর : উৎকীর্ণলিপি

৪০. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রীকদূত ভারতে এসেছিলেন ?

উত্তর : মেগাস্থিনিস

৪১. অশোক কোন সময়ে কলিঙ্গ জয় করেন ?

উত্তর : খ্রীঃ পূঃ ২৬১

৪২. প্রাচীনতম ঐতিহাসিক লিখিত উপাদান কোন সময়কার ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

৪৩. “ দেবনাম প্রিয় ” উপাধিটি কাকে দেওয়া হয়েছিল ?

উত্তর : অশোক

৪৪. নিম্নলিখিত কোন নামে অশোক পরিচিত ?

উত্তর : প্রিয়দর্শী ।

৪৫. নিম্নলিখিত কোন অঞ্চলটি অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না ?

উত্তর : মাদ্রাজ

৪৬. সঙ্গম যুগে কোন বংশ শক্তিশালী ছিল না ?

উত্তর : পল্লব বংশ

৪৭. তামিল উৎকীর্ণ লিপিতে কোন লিপি ব্যবহার হত ?

উত্তর : ব্রাহ্মী

৪৮ . . তামিল মহাকাব্য ‘ শিলাপ্পাদিকরম ‘ কার রচিত ?

উত্তর : ইলংগো

৪৯. কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা এবং তার ফলাফল জানা যায় ?

উত্তর : মাইনর রক এডিস্ট XIII

৫০. সারনাথ স্তম্ভে কোন প্রাণীর প্রতিকৃতি খোদাই করা নেই ?

উত্তর : হরিণ

৫১. সারনাথের সিংহ রাজধানী কার অবদান ?

উত্তর : অশোক

৫২. “ ধর্ম ” কথাটি একটি

উত্তর : প্রাকৃত শব্দ

৫৩. অশোকের শাসন কালে রাজুকাসরা কোন বিষয়ের দেখাশোনা করত ?

উত্তর : বিচার ব্যবস্থা

৫৪. মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী ছিল ?

উত্তর : পূশ্যমিত্র শৃঙ্গ

৫৫. পাণিনির ‘ অষ্ট্যাধ্যায়ী ‘ ‘ পতঞ্জলির মহাভাষ্য এবং জয়াদিত্যর কষিকাবৃত্তি’র আলোচ্য বিষয় হল

উত্তর : ব্যাকরণ

৫৬. ধর্মাশোকের নাম কোন গ্রন্থে পাওয়া যায় ?

উত্তর : সারনাথ লিপি

৫৭. সঙ্গম যুগে মুরাইয়োর কোন রাজ্যের রাজধানী ছিল ?

উত্তর : চোল

৫৮. অশোক কোন প্রস্তরলিপিতে কলিঙ্গযুদ্ধের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন ?

উত্তর : ১৩ তম প্রস্তর লিপি

৫৯. কে আজিবিকাসদের নার্গাজুন পর্বত অপর্ণ করেছিল ?

উত্তর : দশরথ ।

৬০. মৌর্য সাম্রাজ্যের কোন প্রদেশে একজন বিদেশী প্রশাসক ছিলেন ?

উত্তর : সৌরাষ্ট্র ।

৬. মৌর্য সাম্রাজ্য ধ্বংসের পর কারা ভারতবর্ষ অভিযান করেছিল ?

উত্তর : ব্যাকট্রিয়ান গ্রীকরা

৬২.রুদ্রামনের জুনাগর প্রস্তরলিপি অনুসারে , সুদর্শন লেকের ওপর একটি বাঁধ নির্মিত হয়েছিল কোন রাজার আমলে ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

৬৩. মৌর্য যুগে গুরুত্বের ক্রমানুসারে প্রথম তিনটি বর্ণ কি ছিল ?

উত্তর : ব্রাম্মন , ক্ষত্রিয় , বৈশ্য

৬৪. মেগাস্থিনিসের বিবরণ অনুযায়ী কোন নীতির ওপর ভিত্তি করে ভারতীয় সমাজ সাতটি ভাগে বিভক্ত ছিল ?

উত্তর : অর্থনৈতিক

৬৫. কোন দ্রব্য নিয়ে চৈনিক ব্যবসায়ীরা ভারতে এসেছিলেন ?

উত্তর : সিন্দুর ও বাঁশ

৬৬. কে নিউটনের তত্ত্বের পূর্বানুমান করে বলেছিলেন যে সব বস্তু পৃথিবীর প্রতি আকৃষ্ট হয় ?

উত্তর : ব্রম্মগুপ্ত

৬৭. কিসে সম্রাট অশোকের ব্যক্তিগত নামের উল্লেখ আছে ?

উত্তর : মাসকি ।

৬৮. কোন গ্রন্থে প্রথম দেবকীর পুত্র কৃষ্ণের উল্লেখ করা হয়েছে ?

উত্তর : ছান্দোগ্য উপনিষদ

৬৯. ‘ জিরো ’ কে আবিষ্কার করেন ?

উত্তর : একজন অচেনা ভারতীয়

৭০. আলেকজান্ডারের পরিভ্রমনকালে উত্তর ভারতে কোন বংশ শাসন করেছিল ?

উত্তর : নন্দ

৭১. ‘ সত্যসাই ‘ কার রচনা ?

উত্তর : হালা , একজন সাতবাহন শাসক

৭২. কোন গ্রীক রাজা দ্বিভাষিক মুদ্রার প্রচলন করেন ?

উত্তর : ডিমিট্রিভস

৭৩. ভারতবর্ষে প্রথম সরকারী সেনা শাসন কে চালু করেছিল ?

উত্তর : গ্রীক

৭৪. সাতবাহন শাসক হালার লেখক গাথাসগুসতী কোন ভাষায় রচিত ?

উত্তর : প্রাকৃত

৭৫. রোমান সাম্রাজ্যে সবথেকে বেশী কোন জিনিস ভারত থেকে রপ্তানী হত ?

উত্তর : ভারতীয় মসলিন , ব্যবহারযোগ্য ছুরি – কাঁচি ও চামড়া

৭৬. হস্তিগুম্ফা লিপি কোন শাসকের শাসনকালের ওপর আলোকপাত করে ?

উত্তর : কলিঙ্গর খারবেলা

৭৭. কোন কুষান শাসক নিজেকে মহেশ্বর বলে অভিহিত করেছিল ?

উত্তর : কুজুল কদফিসেস

৭৮. নাগসেনার মিলিন্দাপানহো গ্রন্থটি কোন ভাষায় লেখা ?

উত্তর : পালি

৭৯. মুন্ডহীন কনিষ্কর মূর্তি কোথা থেকে উদ্ধার করা হয়েছে ?

উত্তর : মথুরা

৮০. কার আনুকুল্যে মথুরা স্থাপত্য এবং পুরুষপুরে স্তুপ গড়ে উঠেছিল ?

উত্তর : উহমা কদফিসেস

৮৬. মৌর্য শাসনকালে মুদ্রা তৈরীতে কোন ধাতু ব্যবহার করা হত ?

উত্তর : সোনা এবং তামা

৮২. মৌর্য শাসনে অমিত্রগাথা নামে কে পরিচিত ছিল ?

উত্তর : বিন্দুসার

৮৩. ভারতে কে প্রথম বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ?

উত্তর : বানা ।

৮৪. অশোক কোন বংশের ছিলেন ?

উত্তর : মৌর্য

৮৫. সাকা ইরা কে এবং কখন প্রচলন করেন ?

উত্তর : ৭৮ খ্ৰী কনিস্ত

৮৬. কনিস্কর রাজধানী কি ছিল ?

উত্তর : পুরুষপুর

৮৭. কুষানযুগে সবথেকে বেশী কিসের উন্নতি হয়েছিল ?

উত্তর : স্থাপত্য শিল্প

৮৮. সাঁচী স্তুপ কে নির্মাণ করেছিলেন ?

উত্তর : অশোক

৮৯. কোন উৎকীর্ণ লিপি তে অশোকের নাম খোদিত আছে ?

উত্তর : মক্সকির লিপি

৯০. চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছে পরাস্ত হয়েছিলেন ?

উত্তর : সেলুকাস

৯১. ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন ?

উত্তর : শক

৯২. প্রাচীন ভারতে সাতবাহন সাম্রাজ্যে একটি জেলাকে কি বলা হত ?

উত্তর : কটক

৯৩. কোন চীনা জেনারেল কনিস্ককে পরাজিত করেছিলেন ?

উত্তর : পেন চাও

৯৪. সাতবাহন সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

উত্তর : পৈথান

৯৫. শকরা কার দ্বারা পরাস্ত হয়েছিলেন ?

উত্তর : গৌতমীপুত্র সাতকর্ণী

৯৬. শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন ?

উত্তর : দেবভূতি

৯৭ , শক যুগ কার সময়ে দেখা যায় ?

উত্তর : কনিষ্ক

৯৮. বিক্রম যুগ শুরু হয়েছিল কবে ?

উত্তর : খ্রীঃ পূঃ ৫৭ শতকে

৯৯. কারা প্রথম সোনার মুদ্রা চালু করেন ?

উত্তর : ইন্দো গ্রীক

১০০. কে প্রথম ব্রাহ্মী লিপির সংকেত উদ্ধার করেছিলেন ?

উত্তর : জেমস প্রিলেপ ।

১০১. সাতবাহনের উৎকীর্ণ লিপি কোন ভাষায় লেখা ?

উত্তর : প্রাকৃত

Important questions about the Mauryan Empire টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here