Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Important questions and answers regarding Asia. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে এশিয়া মহাদেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions and answers regarding Asia). নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই এশিয়া মহাদেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions and answers regarding Asia) টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
এশিয়া মহাদেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions and answers regarding Asia):
- এশিয়া মহাদেশের অবস্থান কিরূপ ?
উওরঃ- ১০ ডিগ্রী দক্ষিণ হতে ৭৮ ডিগ্রী উত্তর অংশ এবং ২৫ডিগ্রী পূর্ব হতে পূর্ব দিকে ১৭০ ডিগ্রী দ্রাঘিমা পর্যন্ত ।
- এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা ?
উওরঃ- ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা ।
- এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত ?
উওরঃ- উত্তর গোলার্ধে ।
- এশিয়ার আয়তন কত ?
উওরঃ- ৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.।
- এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
উওরঃ- ২১.৪ % ।
- এশিয়া (Asia) পৃথিবীর মোট আয়তনের কত ?
উওরঃ- প্রায় এক তৃতীয়াংশ ।
- এশিয়ার বৃহত্তম দীপ কোনটি ?
উওরঃ- বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.) ।
- আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উওরঃ- গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.)।
- আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ?
উওরঃ- মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.) ।
- লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উওরঃ- গণচীন।
- এশিয়ার মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত ?
উওরঃ- ৫৭,৯৫০ কি.মি. ।
- জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দীপের অবস্থান ?
উওরঃ- কোরিয়া উপদ্বীপ ।
- পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত ?
উওরঃ- বাহরাইন দ্বীপ ।
- পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে ?
উওরঃ- ৬০.৬ ভাগ ।
- এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
উওরঃ- ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.) ।
- এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
উওরঃ- সালউইন ।
- এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি ?
উওরঃ- ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রম্মপুত্র (২৭০০ কি.মি.)।
- ব্রম্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
উওরঃ- সানপো ।
- এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ?
উওরঃ- কাস্পিয়ান সাগর, (১,৪৩,২৪৪ বর্গ কি.মি.) ।
- এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
উওরঃ- বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার ) ।
- দক্ষিণ এশিয়ার আয়তন কত ?
উওরঃ- ৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি. ।
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উওরঃ- ভারত ।
- কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ?
উওরঃ- হোয়াং হো নদীকে ।
- এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি ?
উওরঃ- এভারেস্ট ।
- এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
উওরঃ- লোহিত সাগর ।
- এভারেস্টের উচ্চতা কত ?
উওরঃ- ২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায় ।
- এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
উওরঃ- গডউইন অষ্টিন ।
- গডউইন অষ্টিন পর্বত শৃঙ্গের অবস্থান কোন পর্বত শ্রেণীতে ?
উওরঃ- কারাকোরাম ।
- কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ?
উওরঃ- ভারত ও পাকিস্তান ।
- সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
উওরঃ- আরব সাগরে ।
- গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?
উওরঃ- বঙ্গপসাগরে ।
- ব্রম্মপুত্র নদ কথা থেকে উৎপন্ন হয়েছে ?
উওরঃ- তিব্বতে ।
- ব্রম্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
উওরঃ- চীনের তিব্বত, ভারত ও বাংলাদেশ ।
- এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি ?
উওরঃ- তৈগা ।
- লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে ?
উওরঃ- আফ্রিকা ।
- এশিয়া মাইনর কাকে বলে ?
উওরঃ- ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে ।
- এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে ?
উওরঃ- লেভান্ট ।
- এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
উওরঃ- ক্লুকেভকাজা সোপক ।
- এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত ?
উওরঃ- ২৫০ সেন্টিমিটার ।
- এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ?
উওরঃ- গোবি মরুভূমি, মঙ্গলিয়া ।
- এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি ?
উওরঃ- পশ্চিম সাইবেরিয়া ।
- এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে ?
উওরঃ- ইউরেশিয়া ।
- এশিয়ার সর্ব উত্তর বিন্দু কোনটি ?
উওরঃ- চেলুসকিনের অগ্রভাগ ।
- এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু কোনটি ?
উওরঃ- বেবা অন্তরীপ ।
- পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি ?
উওরঃ- কাস্পিয়ান সাগর ।
- পৃথিবীর শীতলতম স্থান কোনটি ?
উওরঃ- খারখয়ানস্ক ।
- এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি ?
উওরঃ- তৈগা ।
- পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ?
উওরঃ- আজিজিয়া, লিবিয়া ।
- হরমুজ প্রনালী কোথায় অবস্থিত ?
উওরঃ- ওমান উপসাগর ও লোহিত সাগরের মধ্যে।
- পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে ?
উওরঃ- ফরমোজা প্রণালী ।
- কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ?
উওরঃ- হোয়াং হো নদীকে ।
- এশিয়ার সর্ব উত্তর বিন্দু কোনটি ?
উওরঃ- চেলুসকিন অগ্রভাগ ।
- এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু কোনটি ?
উওরঃ- বেবা অন্তরীপ ।
- পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি ?
উওরঃ- কাস্পিয়ান সাগর ।
- পৃথিবীর শীতলতম স্থান কোনটি ?
উওরঃ- ভারখয়ানস্ক ( সাইবেরিয়া ) ।
- এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি ?
উওরঃ- তৈগা ।
“এশিয়া মহাদেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions and answers regarding Asia) টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here